ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

গাংনীতে সাংবাদিককে চাপা দেওয়া ট্রলি ও চালক গ্রেপ্তার

গাংনী অফিস:
  • আপলোড টাইম : ০৮:৩৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
  • / ৫৩ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনী প্রেসক্লাবের সাবেক সদস্য ও মেহেরপুর জজ কোর্টের পেশকার মমিনুল ইসলামকে চাপা দেওয়া ট্রলি ও তার চালক রোকুনুজ্জামানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার মধ্যরাতে গাংনী থানা পুলিশের একটি টিম তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। রোকনুজ্জামান গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের আবু তৈয়ব আলীর ছেলে। তাঁকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গত ২১ নভেম্বর সকালে নিজ অফিসে যাবার সময় জজ কোর্টের পেশকার মমিনুল ইসলামকে ইট বোঝাই ট্রলি দিয়ে চাপা দিলে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় রোকনুজ্জামানকে আসামি করে একটি মামলা দায়ের করেন মমিনুলের মা মোমেনা খাতুন। এ মামলার আসামি হিসেবে রোকনুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। সেই সাথে জব্দ করা হয় ঘাতক ট্রলিটিকে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীতে সাংবাদিককে চাপা দেওয়া ট্রলি ও চালক গ্রেপ্তার

আপলোড টাইম : ০৮:৩৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১

মেহেরপুরের গাংনী প্রেসক্লাবের সাবেক সদস্য ও মেহেরপুর জজ কোর্টের পেশকার মমিনুল ইসলামকে চাপা দেওয়া ট্রলি ও তার চালক রোকুনুজ্জামানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার মধ্যরাতে গাংনী থানা পুলিশের একটি টিম তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। রোকনুজ্জামান গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের আবু তৈয়ব আলীর ছেলে। তাঁকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গত ২১ নভেম্বর সকালে নিজ অফিসে যাবার সময় জজ কোর্টের পেশকার মমিনুল ইসলামকে ইট বোঝাই ট্রলি দিয়ে চাপা দিলে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় রোকনুজ্জামানকে আসামি করে একটি মামলা দায়ের করেন মমিনুলের মা মোমেনা খাতুন। এ মামলার আসামি হিসেবে রোকনুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। সেই সাথে জব্দ করা হয় ঘাতক ট্রলিটিকে।