ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

গাংনীতে শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রদান শুরু

গাংনী অফিস:
  • আপলোড টাইম : ০৯:৫৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
  • / ৩৬ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনী উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের কোভিড-১৯ (ফাইজার) টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার সকাল ৮টায় গাংনী পৌরসভায় এ কার্যক্রমের উদ্বোধন করেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী। কার্যক্রমের আওতায় আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত  টিকাদান পর্যায়ক্রমে ৯১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে অব্যাহত থাকবে। উদ্বোধনী দিনে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৬ শত ৬৫ জন শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে। লৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের ৩০০জন শিক্ষার্থী, চিৎলা মাধ্যমিক বিদ্যালয় ৩০০জন, বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ২৫০জন, বিডি মাধ্যমিক বিদ্যালয় ১১৫জন, হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ২৫০জন, এইচ এম এইচ ভি মাধ্যমিক বিদ্যালয় ১০০জন, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় ২৫০জন এবং সানঘাট মাধ্যমিক বিদ্যালয়ের ১০০জন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান আব্দুর রশিদ জানান, ‘১২-১৭ বছরের প্রত্যেকটি শিক্ষার্থী এ (ফাইজার) টিকা গ্রহণের সুযোগ পাচ্ছে। কেবলমাত্র নির্দিষ্ট তাপমাত্রার কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে (ফাইজার) টিকা দেয়া সম্ভব হচ্ছে না। তাই গাংনী পৌরসভা তাদের একটি এসি রুমে টিকাদান কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন সে জন্য তিনি পৌর মেয়র আহম্মেদ আলীকে ধন্যবাদ জানিয়েছেন। তাছাড়া স্বাস্থ্যবিধি ও শৃঙ্খলা রক্ষার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণের আশ^াস দেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীতে শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রদান শুরু

আপলোড টাইম : ০৯:৫৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২

মেহেরপুরের গাংনী উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের কোভিড-১৯ (ফাইজার) টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার সকাল ৮টায় গাংনী পৌরসভায় এ কার্যক্রমের উদ্বোধন করেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী। কার্যক্রমের আওতায় আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত  টিকাদান পর্যায়ক্রমে ৯১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে অব্যাহত থাকবে। উদ্বোধনী দিনে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৬ শত ৬৫ জন শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে। লৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের ৩০০জন শিক্ষার্থী, চিৎলা মাধ্যমিক বিদ্যালয় ৩০০জন, বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ২৫০জন, বিডি মাধ্যমিক বিদ্যালয় ১১৫জন, হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ২৫০জন, এইচ এম এইচ ভি মাধ্যমিক বিদ্যালয় ১০০জন, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় ২৫০জন এবং সানঘাট মাধ্যমিক বিদ্যালয়ের ১০০জন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান আব্দুর রশিদ জানান, ‘১২-১৭ বছরের প্রত্যেকটি শিক্ষার্থী এ (ফাইজার) টিকা গ্রহণের সুযোগ পাচ্ছে। কেবলমাত্র নির্দিষ্ট তাপমাত্রার কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে (ফাইজার) টিকা দেয়া সম্ভব হচ্ছে না। তাই গাংনী পৌরসভা তাদের একটি এসি রুমে টিকাদান কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন সে জন্য তিনি পৌর মেয়র আহম্মেদ আলীকে ধন্যবাদ জানিয়েছেন। তাছাড়া স্বাস্থ্যবিধি ও শৃঙ্খলা রক্ষার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণের আশ^াস দেন।