ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

খাসকররায় সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
  • / ১৫ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা উপজেলার ১২ নম্বর খাসকররা ইউনিয়ন পরিষদের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং, মাদক প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে খাসকররা ইউনিয়ন পরিষদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাছফির আহমেদ মল্লিক লালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সমাজ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও মাদক দূর করতে হবে। মনে রাখবেন যে পরিবারে একজন সন্তান মাদকাসক্ত, সে পরিবারে অশান্তি লেগেই থাকে। আপনার সন্তান কাদের সঙ্গে চলাফেরা করে, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িয়ে পড়ছে কি না, সেদিকে খেয়াল রাখবেন। এলাকায় কারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তাদের চিহ্নিত করে পুলিশকে খবর দেন। সবাই এগিয়ে এলেই দেশ থেকে সন্ত্রাস নিমর্ূূল করা সম্ভব হবে।’ তিনি আরও বলেন, ‘বাল্যবিবাহ একটি অভিশাপ, আপনাদের সন্তানকে ১৮ বছরের পূর্বে বিবাহ দেবেন না।’

সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, চুয়াডাঙ্গা জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল আলিম। সভায় ইউনিয়নের সাধারণ জনগণ, পরিষদের সকল সদস্য, বীর মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভা শেষে ইউনিয়নের ১১৯ জন ভিজিডি চাল সুবিধাভোগীকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়। জেলা প্রশাসক প্রত্যেকের হাতে ভিজিডির চাল তুলে দেন। এর পূর্বে জেলা প্রশাসক বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে আলমডাঙ্গা থানা পরির্দশন করেন। গতকাল বেলা ১১টার দিকে ডিসি আমিনুল ইসলাম খান আলমডাঙ্গা থানা পরিদর্শনে এলে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে পুলিশ পরিদর্শক (অপারেশন) একরামুল হোসাইনের নের্তৃত্বে পুলিশের চৌকস দল জেলা প্রশাসককে সশস্ত্র সালাম প্রদান করে। থানা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল আলিম, পুলিশ পরিদর্শক (অপারেশন) ইকরামুল হোসাইনসহ সকল অফিসার ফোর্স।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

খাসকররায় সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা

আপলোড টাইম : ০৮:৪৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা উপজেলার ১২ নম্বর খাসকররা ইউনিয়ন পরিষদের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং, মাদক প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে খাসকররা ইউনিয়ন পরিষদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাছফির আহমেদ মল্লিক লালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সমাজ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও মাদক দূর করতে হবে। মনে রাখবেন যে পরিবারে একজন সন্তান মাদকাসক্ত, সে পরিবারে অশান্তি লেগেই থাকে। আপনার সন্তান কাদের সঙ্গে চলাফেরা করে, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িয়ে পড়ছে কি না, সেদিকে খেয়াল রাখবেন। এলাকায় কারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তাদের চিহ্নিত করে পুলিশকে খবর দেন। সবাই এগিয়ে এলেই দেশ থেকে সন্ত্রাস নিমর্ূূল করা সম্ভব হবে।’ তিনি আরও বলেন, ‘বাল্যবিবাহ একটি অভিশাপ, আপনাদের সন্তানকে ১৮ বছরের পূর্বে বিবাহ দেবেন না।’

সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, চুয়াডাঙ্গা জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল আলিম। সভায় ইউনিয়নের সাধারণ জনগণ, পরিষদের সকল সদস্য, বীর মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভা শেষে ইউনিয়নের ১১৯ জন ভিজিডি চাল সুবিধাভোগীকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়। জেলা প্রশাসক প্রত্যেকের হাতে ভিজিডির চাল তুলে দেন। এর পূর্বে জেলা প্রশাসক বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে আলমডাঙ্গা থানা পরির্দশন করেন। গতকাল বেলা ১১টার দিকে ডিসি আমিনুল ইসলাম খান আলমডাঙ্গা থানা পরিদর্শনে এলে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে পুলিশ পরিদর্শক (অপারেশন) একরামুল হোসাইনের নের্তৃত্বে পুলিশের চৌকস দল জেলা প্রশাসককে সশস্ত্র সালাম প্রদান করে। থানা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল আলিম, পুলিশ পরিদর্শক (অপারেশন) ইকরামুল হোসাইনসহ সকল অফিসার ফোর্স।