ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

ক্যানসারে আক্রান্ত স্বেচ্ছাসেবক লীগ নেতার চিকিৎসার জন্য নগদ অর্থ দিলেন দিলীপ কুমার আগরওয়ালা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:২১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
  • / ২৬ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর কলোনি পাড়ার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য কোলন ক্যানসারে আক্রান্ত আরব আলীকে চিকিৎসার জন্য নগদ অর্থ অনুদান দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য বাবু দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল শনিবার সন্ধ্যায় আরব আলীর বাড়িতে উপস্থিত হয়ে তাঁর মা জাহানারা খাতুনের হাতে নগদ অর্থ তুলে দেন তিনি। এসময় আরব আলীর পরিবারের সদস্যদের কাছ থেকে তাঁর শারীরিক খোঁজখবর নেন তিনি। আরব আলী বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ছেলের চিকিৎসার জন্য সহায়তা পেয়ে আরব আলীর মা বাবু দিলীপ কুমারকে দোয়া করেন।

এসময় তিনি বলেন, ‘আমার ছেলের চিকিৎসার জন্য অনেকের কাছে গিয়েছি। সেভাবে কেউ এগিয়ে আসেনি। কিন্তু দিলীপ বাবুর কাছের যাওয়ার এক ঘণ্টা পরেই তিনি নিজে আমার বাড়িতে উপস্থিত হয়ে আমার ছেলের চিকিৎসার জন্য অনেকগুলো টাকা দিয়ে গেলেন। খোঁজ নিলেন। আমরা দিলীপ বাবুর প্রতি কৃতজ্ঞ থাকব।’
এসময় বাবু দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘আমি খোঁজ নিয়ে জেনেছি আরব আলী দলের জন্য নিবেদিত প্রাণ। তাই তার অসুস্থতার খবর পেয়েই আমার সাধ্যমতো পাশে দাঁড়ালাম। ভবিষ্যতে তাদের প্রয়োজনে পাশে দাঁড়াবো। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট চুয়াডাঙ্গা গড়তে কাজ করে যাচ্ছি। আর এই স্মার্ট চুয়াডাঙ্গা গড়তে আরব আলীর মতো দলের নিবেদিত ছেলেগুলোকে খুব দরকার। আমি সৃষ্টিকর্তার কাছে তার দ্রুত সুস্থতা কামনা করছি।’

আর্থিক অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ায়েচ কুরুনি টিটু, তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির শিপলু, ৮ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সদস্য আনারুল, ফয়সাল, সুমন, ছোটো, সবুজ, সুজন, রিয়ন, হাবিব, রানা, হাসান, তারিখ, আশরাফুল, নজরুল, সাত্তার, মজিবুল, হাতেম, শুভ, সম্রাট, কাজল, লালচাঁদ, হাসান আলী, রাশেদ, ছাত্রলীগ নেতা নাসিম, ক্যানসার আক্রান্ত আরব আলীর ভাই সোহাগ হোসেন দারুদ প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ক্যানসারে আক্রান্ত স্বেচ্ছাসেবক লীগ নেতার চিকিৎসার জন্য নগদ অর্থ দিলেন দিলীপ কুমার আগরওয়ালা

আপলোড টাইম : ০৭:২১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর কলোনি পাড়ার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য কোলন ক্যানসারে আক্রান্ত আরব আলীকে চিকিৎসার জন্য নগদ অর্থ অনুদান দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য বাবু দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল শনিবার সন্ধ্যায় আরব আলীর বাড়িতে উপস্থিত হয়ে তাঁর মা জাহানারা খাতুনের হাতে নগদ অর্থ তুলে দেন তিনি। এসময় আরব আলীর পরিবারের সদস্যদের কাছ থেকে তাঁর শারীরিক খোঁজখবর নেন তিনি। আরব আলী বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ছেলের চিকিৎসার জন্য সহায়তা পেয়ে আরব আলীর মা বাবু দিলীপ কুমারকে দোয়া করেন।

এসময় তিনি বলেন, ‘আমার ছেলের চিকিৎসার জন্য অনেকের কাছে গিয়েছি। সেভাবে কেউ এগিয়ে আসেনি। কিন্তু দিলীপ বাবুর কাছের যাওয়ার এক ঘণ্টা পরেই তিনি নিজে আমার বাড়িতে উপস্থিত হয়ে আমার ছেলের চিকিৎসার জন্য অনেকগুলো টাকা দিয়ে গেলেন। খোঁজ নিলেন। আমরা দিলীপ বাবুর প্রতি কৃতজ্ঞ থাকব।’
এসময় বাবু দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘আমি খোঁজ নিয়ে জেনেছি আরব আলী দলের জন্য নিবেদিত প্রাণ। তাই তার অসুস্থতার খবর পেয়েই আমার সাধ্যমতো পাশে দাঁড়ালাম। ভবিষ্যতে তাদের প্রয়োজনে পাশে দাঁড়াবো। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট চুয়াডাঙ্গা গড়তে কাজ করে যাচ্ছি। আর এই স্মার্ট চুয়াডাঙ্গা গড়তে আরব আলীর মতো দলের নিবেদিত ছেলেগুলোকে খুব দরকার। আমি সৃষ্টিকর্তার কাছে তার দ্রুত সুস্থতা কামনা করছি।’

আর্থিক অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ায়েচ কুরুনি টিটু, তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির শিপলু, ৮ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সদস্য আনারুল, ফয়সাল, সুমন, ছোটো, সবুজ, সুজন, রিয়ন, হাবিব, রানা, হাসান, তারিখ, আশরাফুল, নজরুল, সাত্তার, মজিবুল, হাতেম, শুভ, সম্রাট, কাজল, লালচাঁদ, হাসান আলী, রাশেদ, ছাত্রলীগ নেতা নাসিম, ক্যানসার আক্রান্ত আরব আলীর ভাই সোহাগ হোসেন দারুদ প্রমুখ।