ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে বিএনপি নেতা শরীফুজ্জামান

কোনো অপশক্তিকে ছাড় দেওয়া হবে না

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৫:৩৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • / ১৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত তিনি কুতুবপুর ও শংকরচন্দ্র ইউনিয়নসহ সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এসময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সরোজগঞ্জ বাজারের কাছারিপাড়া, বোয়ালিয়া, সিন্দুরিয়া, হাসানহাটি ও মোর্তুজাপুরের পূজামণ্ডপ পরিদর্শনকালে নেতা-কর্মীদের উদ্দেশ্যে শরীফুজ্জামান বলেন, ‘পূজামণ্ডপগুলোতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। নেতা-কর্মীরা যেন সবসময় পূজার আয়োজকদের পাশে থাকেন এবং তাদের সহযোগিতা করেন। আপনারা প্রত্যেকেই নিজেদের এলাকাতে দায়িত্ব নিয়ে কাজ করবেন। যদি কোথাও কোনো সমস্যা হয়, তাহলে দ্রুত স্থানীয় প্রশাসনকে জানাবেন। আমরা চাই সনাতন ধর্মাবলম্বীরা সবাই শান্তিপূর্ণভাবে এই পূজা উদ্যাপন করুক।’
তিনি বলেন, ‘কোনো অপশক্তি যদি এই ধর্মীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তবে আমরা তা কঠোরভাবে প্রতিহত করব। পূজামণ্ডপগুলোতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী এবং দলীয় নেতা-কর্মীরা সর্বদা সতর্ক রয়েছে। আমরা চাই, সকল ধর্মের মানুষ নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করুক। কোনো অপশক্তিকে ছাড় দেওয়া হবে না।’
শরীফুজ্জামান শরীফ বলেন, ‘ধর্মীয় উৎসবগুলোতে শৃঙ্খলা বজায় রাখা আমাদের দায়িত্ব। পূজা উদ্যাপন যেন শান্তিপূর্ণভাবে শেষ হয়। এ ধরনের উৎসবগুলো আমাদের ঐক্য ও শান্তির প্রতীক, এবং আমরা সবসময়ই ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থাকার চেষ্টা করি। পূজার এই আনন্দ যাতে সকলে উপভোগ করতে পারে, সে জন্য আমরা আমাদের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত আছি।’
এছাড়াও পরিদর্শনকালে স্থানীয় পূজা উদ্যাপন কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করেন তিনি এবং তাদের থেকে পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। এদিকে, জেলা বিএনপির নেতা-কর্মীদের এই পরিদর্শন সাধারণ জনগণ ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। পূজা উদ্যাপন কমিটির সদস্যরাও বিএনপির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে বিএনপি নেতা শরীফুজ্জামান

কোনো অপশক্তিকে ছাড় দেওয়া হবে না

আপলোড টাইম : ০৫:৩৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত তিনি কুতুবপুর ও শংকরচন্দ্র ইউনিয়নসহ সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এসময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সরোজগঞ্জ বাজারের কাছারিপাড়া, বোয়ালিয়া, সিন্দুরিয়া, হাসানহাটি ও মোর্তুজাপুরের পূজামণ্ডপ পরিদর্শনকালে নেতা-কর্মীদের উদ্দেশ্যে শরীফুজ্জামান বলেন, ‘পূজামণ্ডপগুলোতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। নেতা-কর্মীরা যেন সবসময় পূজার আয়োজকদের পাশে থাকেন এবং তাদের সহযোগিতা করেন। আপনারা প্রত্যেকেই নিজেদের এলাকাতে দায়িত্ব নিয়ে কাজ করবেন। যদি কোথাও কোনো সমস্যা হয়, তাহলে দ্রুত স্থানীয় প্রশাসনকে জানাবেন। আমরা চাই সনাতন ধর্মাবলম্বীরা সবাই শান্তিপূর্ণভাবে এই পূজা উদ্যাপন করুক।’
তিনি বলেন, ‘কোনো অপশক্তি যদি এই ধর্মীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তবে আমরা তা কঠোরভাবে প্রতিহত করব। পূজামণ্ডপগুলোতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী এবং দলীয় নেতা-কর্মীরা সর্বদা সতর্ক রয়েছে। আমরা চাই, সকল ধর্মের মানুষ নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করুক। কোনো অপশক্তিকে ছাড় দেওয়া হবে না।’
শরীফুজ্জামান শরীফ বলেন, ‘ধর্মীয় উৎসবগুলোতে শৃঙ্খলা বজায় রাখা আমাদের দায়িত্ব। পূজা উদ্যাপন যেন শান্তিপূর্ণভাবে শেষ হয়। এ ধরনের উৎসবগুলো আমাদের ঐক্য ও শান্তির প্রতীক, এবং আমরা সবসময়ই ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থাকার চেষ্টা করি। পূজার এই আনন্দ যাতে সকলে উপভোগ করতে পারে, সে জন্য আমরা আমাদের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত আছি।’
এছাড়াও পরিদর্শনকালে স্থানীয় পূজা উদ্যাপন কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করেন তিনি এবং তাদের থেকে পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। এদিকে, জেলা বিএনপির নেতা-কর্মীদের এই পরিদর্শন সাধারণ জনগণ ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। পূজা উদ্যাপন কমিটির সদস্যরাও বিএনপির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।