ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

কেরুজ চিনিকলের ২০২৩-২৪ মাড়াই মৌসুমের স্লো ফায়ারিংয়ের উদ্বোধন

৪ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৫৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
  • / ৩৪ বার পড়া হয়েছে

দর্শনা অফিস:
দর্শনা কেরুজ চিনিকলের ২০২৩-২৪ মৌসুমের আখ মাড়াই উপলক্ষে চিনিকলের বয়লিং হাউজে স্লো ফায়ারিংয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা দুইটায় কেরুজ বয়লিং হাউজের সামনে স্লো ফায়ারিং উপলক্ষে মিল হাউজের বয়লার বিভাগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারেফ হোসেন।
এসময় তিনি বলেন, ১৯৩৮ সাল থেকে মিলটি একইভাবে চলছে। তবে মিলটি ইতিমধ্যে বিএমআরআইয়ের কাজ চলছে। তাই বয়লিং হাউজ মিলের একটি গুরুত্বপূর্ণ জায়গা। সে জন্য আমরা পরীক্ষামূলকভাবে ১৫-২০ দিন আগে দেখে নিই কোনো সমস্যা আছে কি না। যদি সমস্যা থাকে, তাহলে আমরা দ্রুত সারিয়ে তুলতে পারব। মূলত ২০২৩-২৪ মাড়াই মৌসুমে বড় ধরনের কোনো যান্ত্রিক সমস্যার সম্মুখীন যাতে হতে না হয়, সে জন্য সকল যন্ত্রাংশ ট্রায়াল দেওয়া হচ্ছে। পাশাপাশি কোনো সমস্যা আছে কি না, সেটিও দেখা হচ্ছে। তবে মিলটি মাড়াই মৌসুম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুত নেওয়া হয়েছে। আশা রাখি, সকল প্রতিকূলতা মোকাবিলা করে মাড়াই মৌসুম সম্পন্ন করা সম্ভব হবে। সেই সাথে সকলের প্রচেষ্টায় প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব হবে। এসময় তিনি চাষীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের ভারী শিল্পপ্রতিষ্ঠান, জেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কেরুজ চিনিকলকে রক্ষা করতে বেশি বেশি করে আখ চাষের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরু চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুস সাত্তার, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূঁইয়া, চিনিকলের কারখানা মহাব্যবস্থাপক সুমন কুমার সাহা, এডিএম ইউসুফ আলী, স্টোরকিপার ইনচার্জ লিংকন ঢালী, কেরু শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সাবেক সভাপতি তৈয়ব আলী, সহসভাপতি মফিজুল ইসলাম, সহসাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, পরিবহণ বিভাগের মেম্বার শরিফুল ইসলাম, সাবেক সহসাধারণ সম্পাদক খবির উদ্দিন প্রমুখ।
দোয়া পরিচালনা করেন কেরু জামে মসজিদের পেশ ইমাম সামসুজ্জোহা ও মুয়াজ্জিন নেছার উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন সহসাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। জানা গেছে, এ বছর মাড়াই মৌসুমে ১ লাখ ৫৪ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। চিনিকলের নিজস্ব ১ হাজার ৫৫০ একর জমিতে ২৪ হাজার মেট্রিক টন আখ উৎপাদন করেছিল। আর কৃষকের ৬ হাজার ৯৮২ একর জমির ৯৪ হাজার মেট্রিক টন আখ লাগিয়েছিল। কিন্তু এবার মাত্র ৪৫ দিবসে আখ মাড়াই কার্যক্রম শেষ হয়ে যাবে বলে ধারণা করছে কেরুজ কর্তৃপক্ষ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কেরুজ চিনিকলের ২০২৩-২৪ মাড়াই মৌসুমের স্লো ফায়ারিংয়ের উদ্বোধন

৪ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ

আপলোড টাইম : ০৪:৫৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

দর্শনা অফিস:
দর্শনা কেরুজ চিনিকলের ২০২৩-২৪ মৌসুমের আখ মাড়াই উপলক্ষে চিনিকলের বয়লিং হাউজে স্লো ফায়ারিংয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা দুইটায় কেরুজ বয়লিং হাউজের সামনে স্লো ফায়ারিং উপলক্ষে মিল হাউজের বয়লার বিভাগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারেফ হোসেন।
এসময় তিনি বলেন, ১৯৩৮ সাল থেকে মিলটি একইভাবে চলছে। তবে মিলটি ইতিমধ্যে বিএমআরআইয়ের কাজ চলছে। তাই বয়লিং হাউজ মিলের একটি গুরুত্বপূর্ণ জায়গা। সে জন্য আমরা পরীক্ষামূলকভাবে ১৫-২০ দিন আগে দেখে নিই কোনো সমস্যা আছে কি না। যদি সমস্যা থাকে, তাহলে আমরা দ্রুত সারিয়ে তুলতে পারব। মূলত ২০২৩-২৪ মাড়াই মৌসুমে বড় ধরনের কোনো যান্ত্রিক সমস্যার সম্মুখীন যাতে হতে না হয়, সে জন্য সকল যন্ত্রাংশ ট্রায়াল দেওয়া হচ্ছে। পাশাপাশি কোনো সমস্যা আছে কি না, সেটিও দেখা হচ্ছে। তবে মিলটি মাড়াই মৌসুম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুত নেওয়া হয়েছে। আশা রাখি, সকল প্রতিকূলতা মোকাবিলা করে মাড়াই মৌসুম সম্পন্ন করা সম্ভব হবে। সেই সাথে সকলের প্রচেষ্টায় প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব হবে। এসময় তিনি চাষীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের ভারী শিল্পপ্রতিষ্ঠান, জেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কেরুজ চিনিকলকে রক্ষা করতে বেশি বেশি করে আখ চাষের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরু চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুস সাত্তার, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূঁইয়া, চিনিকলের কারখানা মহাব্যবস্থাপক সুমন কুমার সাহা, এডিএম ইউসুফ আলী, স্টোরকিপার ইনচার্জ লিংকন ঢালী, কেরু শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সাবেক সভাপতি তৈয়ব আলী, সহসভাপতি মফিজুল ইসলাম, সহসাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, পরিবহণ বিভাগের মেম্বার শরিফুল ইসলাম, সাবেক সহসাধারণ সম্পাদক খবির উদ্দিন প্রমুখ।
দোয়া পরিচালনা করেন কেরু জামে মসজিদের পেশ ইমাম সামসুজ্জোহা ও মুয়াজ্জিন নেছার উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন সহসাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। জানা গেছে, এ বছর মাড়াই মৌসুমে ১ লাখ ৫৪ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। চিনিকলের নিজস্ব ১ হাজার ৫৫০ একর জমিতে ২৪ হাজার মেট্রিক টন আখ উৎপাদন করেছিল। আর কৃষকের ৬ হাজার ৯৮২ একর জমির ৯৪ হাজার মেট্রিক টন আখ লাগিয়েছিল। কিন্তু এবার মাত্র ৪৫ দিবসে আখ মাড়াই কার্যক্রম শেষ হয়ে যাবে বলে ধারণা করছে কেরুজ কর্তৃপক্ষ।