ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

কৃষিবান্ধব মনোভাব সরকারের ছিল এবং ভবিষ্যতেও থাকবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

প্রতিবেদক, হিজলগাড়ি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ সম্প্রসারণ বিষয়ক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে বেগমপুর তালীমুল কুরআন হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গনে চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ সমাবেশের আয়োজন করে। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে পাঠ করেন মাওলানা সাহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, কৃষক তথা প্রত্যন্ত অঞ্চলে আপনারা কঠোর পরিশ্রম করছেন বলেই দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হতে যাচ্ছে। বহুগুণে বেড়েছে কৃষি উৎপাদন, এর মূল কারণ উচ্চফলনশীল বীজ। সরকারি ব্যবস্থাপনায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল বীজ বিতরণ করা হবে। আপনাদের সুবিধার্থে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সার দেওয়া হবে। এছাড়াও ভেজাল বীজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, ‘আপনারা খাবার উৎপাদন করে যোগান দেন, তারপর আমরা খায়। আপনারা কৃষি প্রণোদনাসহ নগদ সহায়তা পাবেন। পর্যায়ক্রমে সবাই এই সহায়তা পাবে, কেউ বঞ্চিত হবেন না। গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষাবাদ চাহিদার বড় একটি অংশ যোগান দিতে পারে। কারণ এসব ফসল যখন উঠবে, তখন পেঁয়াজের দামও বেশি থাকে। ফলে কৃষকও লাভবান হবেন। আবার সারা বছর ধরেই দেশে পেঁয়াজের উৎপাদন, যোগান অব্যাহত থাকবে। সর্বোপরি কৃষিবান্ধব মনোভাব সরকারের ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে।’ অনুষ্ঠানের পূর্বে জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান পেঁয়াজের মাঠ পরিদর্শন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভুঁইয়া ও চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসার তালহা জুবাইর মাশরুর। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কৃষিবান্ধব মনোভাব সরকারের ছিল এবং ভবিষ্যতেও থাকবে

আপলোড টাইম : ০৮:২২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২

প্রতিবেদক, হিজলগাড়ি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ সম্প্রসারণ বিষয়ক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে বেগমপুর তালীমুল কুরআন হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গনে চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ সমাবেশের আয়োজন করে। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে পাঠ করেন মাওলানা সাহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, কৃষক তথা প্রত্যন্ত অঞ্চলে আপনারা কঠোর পরিশ্রম করছেন বলেই দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হতে যাচ্ছে। বহুগুণে বেড়েছে কৃষি উৎপাদন, এর মূল কারণ উচ্চফলনশীল বীজ। সরকারি ব্যবস্থাপনায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল বীজ বিতরণ করা হবে। আপনাদের সুবিধার্থে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সার দেওয়া হবে। এছাড়াও ভেজাল বীজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, ‘আপনারা খাবার উৎপাদন করে যোগান দেন, তারপর আমরা খায়। আপনারা কৃষি প্রণোদনাসহ নগদ সহায়তা পাবেন। পর্যায়ক্রমে সবাই এই সহায়তা পাবে, কেউ বঞ্চিত হবেন না। গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষাবাদ চাহিদার বড় একটি অংশ যোগান দিতে পারে। কারণ এসব ফসল যখন উঠবে, তখন পেঁয়াজের দামও বেশি থাকে। ফলে কৃষকও লাভবান হবেন। আবার সারা বছর ধরেই দেশে পেঁয়াজের উৎপাদন, যোগান অব্যাহত থাকবে। সর্বোপরি কৃষিবান্ধব মনোভাব সরকারের ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে।’ অনুষ্ঠানের পূর্বে জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান পেঁয়াজের মাঠ পরিদর্শন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভুঁইয়া ও চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসার তালহা জুবাইর মাশরুর। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন।