ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

কুড়ুলগাছিতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় সরজত আলী মোল্লা (৭০) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর পৌনে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর পূর্বে সকাল নয়টার দিকে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের দর্শনা-মুজিবনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। নিহত সরজত আলী মোল্লা কুড়ুলগাছি গ্রামের মৃত নাসির আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকালে বাড়ি থেকে বের হয়ে কুড়ুলগাছি বাজারে চা খাওয়ার জন্য যান সরজত আলী। সকাল নয়টার দিকে চায়ের দোকার থেকে বাড়ি ফেরার জন্য রাস্তা পার হতে গেলে একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, সকালে সড়ক দুর্ঘটনার শিকার সরজত আলী নামের এক বৃদ্ধকে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নেওয়া হয়। তিনি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন বলে জানতে পারি। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম লুৎফুল কবীর বলেন, দর্শনা থানাধীন দর্শনা-মুজিবনগর সড়কের কুগুলগাছি গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় সরজত আলী নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দিয়ে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কুড়ুলগাছিতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

আপলোড টাইম : ০৮:৩০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় সরজত আলী মোল্লা (৭০) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর পৌনে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর পূর্বে সকাল নয়টার দিকে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের দর্শনা-মুজিবনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। নিহত সরজত আলী মোল্লা কুড়ুলগাছি গ্রামের মৃত নাসির আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকালে বাড়ি থেকে বের হয়ে কুড়ুলগাছি বাজারে চা খাওয়ার জন্য যান সরজত আলী। সকাল নয়টার দিকে চায়ের দোকার থেকে বাড়ি ফেরার জন্য রাস্তা পার হতে গেলে একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, সকালে সড়ক দুর্ঘটনার শিকার সরজত আলী নামের এক বৃদ্ধকে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নেওয়া হয়। তিনি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন বলে জানতে পারি। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম লুৎফুল কবীর বলেন, দর্শনা থানাধীন দর্শনা-মুজিবনগর সড়কের কুগুলগাছি গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় সরজত আলী নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দিয়ে হস্তান্তর করা হয়েছে।