ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

কালীগঞ্জে নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক সভায় ডিসি মজিবর রহমান

প্রতিবেদক, কালীগঞ্জ:
  • আপলোড টাইম : ০৮:৩৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
  • / ৪৪ বার পড়া হয়েছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা আত্মীয়-স্বজনদের বাড়িতে বেড়াতে যান, নইলে ঘরে চুপচাপ বসে থাকুন। কেউ কারো পক্ষের হয়ে অযথা ঝামেলা করার চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারী দিয়েছেন ঝিনাইদহ জেলা প্রসাশক মো. মজিবর রহমান। গতকাল শনিবার সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীগণের সাথে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে জেলা ও উপজেলা প্রশাসন সর্বদা প্রস্তুত আছে।

কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ পুলিশ সুপার মো. মুনতাসিরুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোহা. আ. ছালেক, কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার ও থানার অফিসার ইনচার্জ মুহা. মাহফুজুর রহমান মিয়া।

কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসুদন পাল এর সঞ্চালনায় সভায় বিভিন্ন ইউনিয়নের আ.লীগ মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ও পুরুষ সদস্য প্রার্থীরা বক্তব্য দেন। এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠানো, প্রকাশ্যে সিল মারা বন্ধ ও নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১ টি ও কোটচাঁদপুর উপজেলার ৫টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কালীগঞ্জে নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক সভায় ডিসি মজিবর রহমান

আপলোড টাইম : ০৮:৩৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা আত্মীয়-স্বজনদের বাড়িতে বেড়াতে যান, নইলে ঘরে চুপচাপ বসে থাকুন। কেউ কারো পক্ষের হয়ে অযথা ঝামেলা করার চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারী দিয়েছেন ঝিনাইদহ জেলা প্রসাশক মো. মজিবর রহমান। গতকাল শনিবার সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীগণের সাথে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে জেলা ও উপজেলা প্রশাসন সর্বদা প্রস্তুত আছে।

কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ পুলিশ সুপার মো. মুনতাসিরুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোহা. আ. ছালেক, কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার ও থানার অফিসার ইনচার্জ মুহা. মাহফুজুর রহমান মিয়া।

কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসুদন পাল এর সঞ্চালনায় সভায় বিভিন্ন ইউনিয়নের আ.লীগ মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ও পুরুষ সদস্য প্রার্থীরা বক্তব্য দেন। এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠানো, প্রকাশ্যে সিল মারা বন্ধ ও নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১ টি ও কোটচাঁদপুর উপজেলার ৫টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।