ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

কালিদাসপুরে গণসংযোগ ও কর্মী সভায় আসাদুল হক বিশ্বাস

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৪০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
  • / ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় কর্মী সভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। গতকাল মঙ্গলবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা ও পারকুলা আনান্দ বাজারে বিভিন্ন স্তরের মানুষের কাছে যেয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আসাদুল হক বিশ্বাস। এরপর গণসংযোগ ও কর্মী সভা করেন আলমডাঙ্গা উপজেলাকালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর বাজার চত্বরে। এতে সভাপতিত্ব করেন কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আমজেত হোসেন। এ কর্মী সভা ও গণসংযোগের আয়োজন করে এলাকাবাসী।
গণসংযোগকালে নানা স্লোগানের মাধ্যমে আসাদুল হক বিশ্বাসকে স্বাগত জানান নেতা-কর্মীরা। এসময় নেতা-কর্মীরা দেশবিরোধী সকল ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে এক বিশেষ মিছিল বের করেন। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলওয়াত করেন শ্রীরামপুর জামে মসজিদের পেশ ইমাম হাসানুজ্জামান হাসান। সভা সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহŸায়ক মতিয়ার রহমান মতি। সভার শুরুতে শুভেচ্ছ বক্তব্য দেন বিশিষ্ট আওয়ামী লীগের নেতা ওবাইদুল হক।

গণসংযোগ ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আসাদুল বিশ্বাস বলেন, দেশের স্বার্থে সকল তৃণমূল নেতা-কর্মীদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচন হবে চ্যালেঞ্জের নির্বাচন। আওয়ামী লীগ ক্ষমতা থাকাতে আজ শিক্ষার হার বেড়েছে। সব জায়গায় রাস্তা-কালভার্ট সব হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাতে সব ধরনের ভাতা চালু হয়েছে। আজ আমাদের ডিজিটাল দেশ হয়েছে। আর এই দেশ গড়ে তুলতে হলে বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিতে হবে। আজ ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ আর কোনো জায়গায় অন্ধকার নেই। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাতে আজ আলোকিত বাংলাদেশে রূপ নিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লড়াই সংগ্রামের জন্য ডাক দিয়েছিল মুক্তি সংগ্রামের জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাড়ে সাত কোটি মানুষকে অত্যাচার থেকে মুক্তি করেছিল। দলের মধ্যে ভাগাভাগি করার দরকার নেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই দেশকে বাঁচাতে হবে ষড়যন্ত্রকারীদের হাত থেকে। তাহলে সোনার বাংলাদেশ গড়া যাবে।

তিনি আরো বলেন, সবকিছু ছাড়তে চাই কিন্তু এ দেশের মানুষের ভালোবাসা ছাড়তে চাই না। আমি দেশের জন্য কাজ করে গরিব মানুষের মুখে হাসি ফুটাতে চাই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তাহলে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে। শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হলে সবাইকে আওয়ামী লীগকে ভোট দিতে হবে। সবাই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসুন, তাহলে এই দেশ ভালো থাকবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ এগিয়ে যাবে স্মার্ট বাংলাদেশে।

কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইলহাঁস ইউপির সাবেক চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক, চুয়াডাঙ্গা জেলা জাতীয় শ্রমিক লীগের যগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মিলন, জেলা কৃষক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিপক বিশ্বাস, কালিদাসপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম, খাসকররা ইউনিয়নের চড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান প্রমুখ।

কর্মী সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবদুল আলিম, পাপেল হোসেন, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আকাশ মোল্লা, আলুকদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা শফিকুল ইসলাম শফি, চুয়াডাঙ্গা সদর উপজেলা আলুকদিয়া ইউনিয়নের কৃষক লীগের সভাপতি শাহীন বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আজিজ নয়ন, মোমিনপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও মেম্বার আলমগির হোসেন, মোমিনপুর ইউনিয়নের মেম্বার আরিফ হোসেন, আলুকদিয়া আওয়ামী লীগের নেতা খোদা বাক্স মিয়া, সাবেক সেনা কর্মকর্তা সেলিম হোসেন, আলুকদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা জুয়েল রানা, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগির হোসেন, কালিদাসপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি আলম হোসেন, ৭ নম্বর ওয়ার্ড মেম্বার আপিল হোসেন, কালিদাসপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা শিপন, কালিদাসপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশিষ্ট নেতা ওবায়দুল মুন্সি, কালিদাসপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রহমান, কালিদাসপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সংরক্ষিত নারী মেম্বার হাজেরা খাতুন, কালিদাসপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কাওসার হোসেন, বীর মুক্তিযোদ্ধা জদা মুন্সি, আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সদস্য বজলুর রহমান প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কালিদাসপুরে গণসংযোগ ও কর্মী সভায় আসাদুল হক বিশ্বাস

আপলোড টাইম : ০৪:৪০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় কর্মী সভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। গতকাল মঙ্গলবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা ও পারকুলা আনান্দ বাজারে বিভিন্ন স্তরের মানুষের কাছে যেয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আসাদুল হক বিশ্বাস। এরপর গণসংযোগ ও কর্মী সভা করেন আলমডাঙ্গা উপজেলাকালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর বাজার চত্বরে। এতে সভাপতিত্ব করেন কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আমজেত হোসেন। এ কর্মী সভা ও গণসংযোগের আয়োজন করে এলাকাবাসী।
গণসংযোগকালে নানা স্লোগানের মাধ্যমে আসাদুল হক বিশ্বাসকে স্বাগত জানান নেতা-কর্মীরা। এসময় নেতা-কর্মীরা দেশবিরোধী সকল ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে এক বিশেষ মিছিল বের করেন। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলওয়াত করেন শ্রীরামপুর জামে মসজিদের পেশ ইমাম হাসানুজ্জামান হাসান। সভা সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহŸায়ক মতিয়ার রহমান মতি। সভার শুরুতে শুভেচ্ছ বক্তব্য দেন বিশিষ্ট আওয়ামী লীগের নেতা ওবাইদুল হক।

গণসংযোগ ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আসাদুল বিশ্বাস বলেন, দেশের স্বার্থে সকল তৃণমূল নেতা-কর্মীদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচন হবে চ্যালেঞ্জের নির্বাচন। আওয়ামী লীগ ক্ষমতা থাকাতে আজ শিক্ষার হার বেড়েছে। সব জায়গায় রাস্তা-কালভার্ট সব হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাতে সব ধরনের ভাতা চালু হয়েছে। আজ আমাদের ডিজিটাল দেশ হয়েছে। আর এই দেশ গড়ে তুলতে হলে বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিতে হবে। আজ ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ আর কোনো জায়গায় অন্ধকার নেই। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাতে আজ আলোকিত বাংলাদেশে রূপ নিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লড়াই সংগ্রামের জন্য ডাক দিয়েছিল মুক্তি সংগ্রামের জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাড়ে সাত কোটি মানুষকে অত্যাচার থেকে মুক্তি করেছিল। দলের মধ্যে ভাগাভাগি করার দরকার নেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই দেশকে বাঁচাতে হবে ষড়যন্ত্রকারীদের হাত থেকে। তাহলে সোনার বাংলাদেশ গড়া যাবে।

তিনি আরো বলেন, সবকিছু ছাড়তে চাই কিন্তু এ দেশের মানুষের ভালোবাসা ছাড়তে চাই না। আমি দেশের জন্য কাজ করে গরিব মানুষের মুখে হাসি ফুটাতে চাই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তাহলে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে। শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হলে সবাইকে আওয়ামী লীগকে ভোট দিতে হবে। সবাই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসুন, তাহলে এই দেশ ভালো থাকবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ এগিয়ে যাবে স্মার্ট বাংলাদেশে।

কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইলহাঁস ইউপির সাবেক চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক, চুয়াডাঙ্গা জেলা জাতীয় শ্রমিক লীগের যগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মিলন, জেলা কৃষক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিপক বিশ্বাস, কালিদাসপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম, খাসকররা ইউনিয়নের চড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান প্রমুখ।

কর্মী সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবদুল আলিম, পাপেল হোসেন, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আকাশ মোল্লা, আলুকদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা শফিকুল ইসলাম শফি, চুয়াডাঙ্গা সদর উপজেলা আলুকদিয়া ইউনিয়নের কৃষক লীগের সভাপতি শাহীন বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আজিজ নয়ন, মোমিনপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও মেম্বার আলমগির হোসেন, মোমিনপুর ইউনিয়নের মেম্বার আরিফ হোসেন, আলুকদিয়া আওয়ামী লীগের নেতা খোদা বাক্স মিয়া, সাবেক সেনা কর্মকর্তা সেলিম হোসেন, আলুকদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা জুয়েল রানা, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগির হোসেন, কালিদাসপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি আলম হোসেন, ৭ নম্বর ওয়ার্ড মেম্বার আপিল হোসেন, কালিদাসপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা শিপন, কালিদাসপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশিষ্ট নেতা ওবায়দুল মুন্সি, কালিদাসপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রহমান, কালিদাসপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সংরক্ষিত নারী মেম্বার হাজেরা খাতুন, কালিদাসপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কাওসার হোসেন, বীর মুক্তিযোদ্ধা জদা মুন্সি, আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সদস্য বজলুর রহমান প্রমুখ।