ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

কার্পাসডাঙ্গায় সরকারি খাস জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:০৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
  • / ১৭ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের কাউন্সিল মোড়ে সরকারি রোডের কোলঘেঁষে অবস্থিত সরকারি খাসজমি দখল করে দুটি পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় তেলা নামের এক ব্যক্তির বিরুদ্ধে। যার নির্মাণকাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। দিন-দুপুরে এভাবে সরকারি কোটি টাকা মূল্যের খাস জমি দখল হলেও দামুড়হুদা উপজেলা প্রশাসন ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের পক্ষ থেকে ব্যবস্থা নিতে এখনো দেখা যায়নি। তবে এরিপোর্টের তথ্য সংগ্রহকালে বিষয়টি ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাহাতাব হোসেনের দৃষ্টিগোচর হলে তিনি ঘটনাস্থলে পৌঁছে ঘরনির্মাণ বন্ধের নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তবে এ নির্দেশনা তেলা নামরে ওই ব্যক্তি মানবেন কীনা তা নিয়ে সংশয় রয়েছে।

এবিষয়ে অভিযুক্ত তেলার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এবিষয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাহাতাব হোসেন বলেন, দিনে-দুপুরে সরকারি কোটি টাকার সম্পদ দখলের খবরে আমরা হতবাক। কাজ বন্ধের নির্দেশ দিয়েছি। তারপরও আমার উর্ধতন স্যারদের বিষয়টি জানিয়েছি।

কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস বলেন, ‘খাস জমি অবৈধভাবে দখল করে মার্কেট নির্মাণ বেআইনী। এবিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কার্পাসডাঙ্গায় সরকারি খাস জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ

আপলোড টাইম : ০৬:০৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২

সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের কাউন্সিল মোড়ে সরকারি রোডের কোলঘেঁষে অবস্থিত সরকারি খাসজমি দখল করে দুটি পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় তেলা নামের এক ব্যক্তির বিরুদ্ধে। যার নির্মাণকাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। দিন-দুপুরে এভাবে সরকারি কোটি টাকা মূল্যের খাস জমি দখল হলেও দামুড়হুদা উপজেলা প্রশাসন ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের পক্ষ থেকে ব্যবস্থা নিতে এখনো দেখা যায়নি। তবে এরিপোর্টের তথ্য সংগ্রহকালে বিষয়টি ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাহাতাব হোসেনের দৃষ্টিগোচর হলে তিনি ঘটনাস্থলে পৌঁছে ঘরনির্মাণ বন্ধের নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তবে এ নির্দেশনা তেলা নামরে ওই ব্যক্তি মানবেন কীনা তা নিয়ে সংশয় রয়েছে।

এবিষয়ে অভিযুক্ত তেলার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এবিষয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাহাতাব হোসেন বলেন, দিনে-দুপুরে সরকারি কোটি টাকার সম্পদ দখলের খবরে আমরা হতবাক। কাজ বন্ধের নির্দেশ দিয়েছি। তারপরও আমার উর্ধতন স্যারদের বিষয়টি জানিয়েছি।

কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস বলেন, ‘খাস জমি অবৈধভাবে দখল করে মার্কেট নির্মাণ বেআইনী। এবিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’