ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

কার্পাসডাঙ্গায় নালিশি জমিতে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • / ১৯ বার পড়া হয়েছে

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় আদালতে আদেশ অমান্য করে নালিশি জমিতে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। কার্পাসডাঙ্গা ইউনিয়নের সবুলপুর গ্রামের মাসুম নামে এক ব্যক্তি আদালতে মামলা চলমান একটি নালিশি জমিতে জোরপূর্বক পাকা বাড়ি নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, সুবুলপুর বাজারের পাশে কুড়ুলগাছি ৩০ নম্বর মৌজায় ১০৯১ দাগে ৯৮ শতক জমির মধ্য ১৫ শতক জমি নিয়ে একই গ্রামের মৃত. নূর উদ্দীনের ছেলে সিরাজুল ইসলাম গং ও সুলতান হোসেনের ছেলে মাসুম হোসেনের মধ্যে বিরোধ চলে আসছে। মাসুম তার চাচাদের জমি বুঝিয়ে না দিয়ে দখলে রেখে উক্ত দাগে জমির পাশে ৫ কাঠা জমি দখল করে ঘর নির্মাণ করছেন। যার পরিপ্রেক্ষিতে সিরাজুল ইসলাম চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে। বিজ্ঞ আদালত নালিশি জমির উপর ১৪৪ ধারা জারি করে আদেশ দেন। কিন্তু মাসুম হোসেন বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে নালিশি জমিতে বাড়ি নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে সিরাজুল ইসলামসহ তাদের শরিকরা অভিযোগ করে বলেন, ‘মাসুমের ভয়ে কেউ মুখ খোলার সাহস করে না। সে এতটাই দাপট দেখাচ্ছে যে বিজ্ঞ আদালতকেও মানে না। তাইতো সে নালিশি জমিতিও বাড়ি নির্মাণ করছে।’

এ বিষয়ে জানতে চাইলে মাসুম বলেন, ‘আমিও ওখানে জমি পাবো। যেখানে বাড়ি করছি সেটা আমার ভাগের জমি। কিন্তু আমার বড় চাচার জমিতে আমার মুদিখানা ও ওষুধের দোকান আছে। আমি চাচাকে বলেছি আমার বাড়ি নির্মাণ হলে তোমাদের জমিতে থাকা আমার দোকান ভেঙ্গে নেবো। আমার রানিং ব্যাবসা এখন ভেঙ্গে নিলে বড় রকম ক্ষতি হবে।’ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘আমি উকিল ধরেছি। দেখা যাক কি হয়।’ এদিকে, আদালতের আদেশ অমান্য কারে বাড়ি নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবারগুলো।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কার্পাসডাঙ্গায় নালিশি জমিতে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আপলোড টাইম : ০৯:১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় আদালতে আদেশ অমান্য করে নালিশি জমিতে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। কার্পাসডাঙ্গা ইউনিয়নের সবুলপুর গ্রামের মাসুম নামে এক ব্যক্তি আদালতে মামলা চলমান একটি নালিশি জমিতে জোরপূর্বক পাকা বাড়ি নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, সুবুলপুর বাজারের পাশে কুড়ুলগাছি ৩০ নম্বর মৌজায় ১০৯১ দাগে ৯৮ শতক জমির মধ্য ১৫ শতক জমি নিয়ে একই গ্রামের মৃত. নূর উদ্দীনের ছেলে সিরাজুল ইসলাম গং ও সুলতান হোসেনের ছেলে মাসুম হোসেনের মধ্যে বিরোধ চলে আসছে। মাসুম তার চাচাদের জমি বুঝিয়ে না দিয়ে দখলে রেখে উক্ত দাগে জমির পাশে ৫ কাঠা জমি দখল করে ঘর নির্মাণ করছেন। যার পরিপ্রেক্ষিতে সিরাজুল ইসলাম চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে। বিজ্ঞ আদালত নালিশি জমির উপর ১৪৪ ধারা জারি করে আদেশ দেন। কিন্তু মাসুম হোসেন বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে নালিশি জমিতে বাড়ি নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে সিরাজুল ইসলামসহ তাদের শরিকরা অভিযোগ করে বলেন, ‘মাসুমের ভয়ে কেউ মুখ খোলার সাহস করে না। সে এতটাই দাপট দেখাচ্ছে যে বিজ্ঞ আদালতকেও মানে না। তাইতো সে নালিশি জমিতিও বাড়ি নির্মাণ করছে।’

এ বিষয়ে জানতে চাইলে মাসুম বলেন, ‘আমিও ওখানে জমি পাবো। যেখানে বাড়ি করছি সেটা আমার ভাগের জমি। কিন্তু আমার বড় চাচার জমিতে আমার মুদিখানা ও ওষুধের দোকান আছে। আমি চাচাকে বলেছি আমার বাড়ি নির্মাণ হলে তোমাদের জমিতে থাকা আমার দোকান ভেঙ্গে নেবো। আমার রানিং ব্যাবসা এখন ভেঙ্গে নিলে বড় রকম ক্ষতি হবে।’ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘আমি উকিল ধরেছি। দেখা যাক কি হয়।’ এদিকে, আদালতের আদেশ অমান্য কারে বাড়ি নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবারগুলো।