ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

‘কারার ঐ লৌহ কপাট’-এর সুর বিকৃতির প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন

গানটি প্রত্যাহার করে মূল সুর ফিরিয়ে আনার দাবি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
  • / ৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ‘কারার ঐ লৌহ কপাট’-এর সুর বিকৃত করে ভারতীয় সিনেমায় ব্যবহারের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটায় বড় বাজার শহীদ হাসান চত্বরে কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘যে গানে আমাদের স্বাধীনতা সংগ্রামে মেতে উঠেছিলেন সবাই, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও ভীষণভাবে অনুপ্রাণিত করেছে বা আজও করে। গানটিকে নির্মাতাপ্রতিষ্ঠান রায় কাপুর ফিল্মসের ‘পিপ্পা’ সিনেমায় নতুনভাবে সুর করেছেন এ আর রাহমান। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীরাও নতুন সুর করে গানটি বিকৃত করার প্রতিবাদ করছেন। পিপ্পা সিনেমার নির্মাতাদের গানটির ইতিহাস অধ্যয়ন করা উচিত ছিল। আমরা চাই, গানটি সিনেমা থেকে প্রত্যাহার করে মূল সুরটি ফিরিয়ে আনা হোক। কারণ গানটি আমাদের দেশের মহান মুক্তিযুদ্ধেও ভীষণভাবে অনুপ্রাণিত করেছে বা আজও করে।’

মানববন্ধনে প্রধান আলোচক ছিলেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহসাধারণ সম্পাদক সুমন ইকবাল এবং বাঁশরীর চুয়াডাঙ্গা জেলা শাখার নজরুল সংগীত প্রশিক্ষক নিশাত শারমিন সোনিয়া।

মানববন্ধনে উপস্থিত ছিলেন তবলা শিল্পী নাসির উদ্দীন, চুয়াডাঙ্গা বন্ধু ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার আরব বিল্লাহ, হোগলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তানভীর রহমান লিঙ্কন, চুয়াডাঙ্গা জেলা বাউল কল্যাণ সংস্থার সভাপতি নওয়াব আলী শাহ, আশরাফুল মিঠুন, বিল্লাল, এস এম সেলিম, সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক আহসান খান, নুর আলম, জয়নাল আবেদিন, আব্দুল গনি, দৌলত বিশ্বাস, কুদ্দুস, কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের রোভার স্কাউট হাবিবসহ তার দল ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন কিশোর-কিশোরীর ক্লাবের ছাত্র-ছাত্রীবৃন্দ। এছাড়াও মানববন্ধনে কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সাথে একাত্মতা ঘোষণা করে চুয়াডাঙ্গা সাহিত্য, সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠী, বাঁশরী এবং চুয়াডাঙ্গা বন্ধু ফাউন্ডেশন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

‘কারার ঐ লৌহ কপাট’-এর সুর বিকৃতির প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন

গানটি প্রত্যাহার করে মূল সুর ফিরিয়ে আনার দাবি

আপলোড টাইম : ০৮:২৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ‘কারার ঐ লৌহ কপাট’-এর সুর বিকৃত করে ভারতীয় সিনেমায় ব্যবহারের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটায় বড় বাজার শহীদ হাসান চত্বরে কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘যে গানে আমাদের স্বাধীনতা সংগ্রামে মেতে উঠেছিলেন সবাই, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও ভীষণভাবে অনুপ্রাণিত করেছে বা আজও করে। গানটিকে নির্মাতাপ্রতিষ্ঠান রায় কাপুর ফিল্মসের ‘পিপ্পা’ সিনেমায় নতুনভাবে সুর করেছেন এ আর রাহমান। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীরাও নতুন সুর করে গানটি বিকৃত করার প্রতিবাদ করছেন। পিপ্পা সিনেমার নির্মাতাদের গানটির ইতিহাস অধ্যয়ন করা উচিত ছিল। আমরা চাই, গানটি সিনেমা থেকে প্রত্যাহার করে মূল সুরটি ফিরিয়ে আনা হোক। কারণ গানটি আমাদের দেশের মহান মুক্তিযুদ্ধেও ভীষণভাবে অনুপ্রাণিত করেছে বা আজও করে।’

মানববন্ধনে প্রধান আলোচক ছিলেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহসাধারণ সম্পাদক সুমন ইকবাল এবং বাঁশরীর চুয়াডাঙ্গা জেলা শাখার নজরুল সংগীত প্রশিক্ষক নিশাত শারমিন সোনিয়া।

মানববন্ধনে উপস্থিত ছিলেন তবলা শিল্পী নাসির উদ্দীন, চুয়াডাঙ্গা বন্ধু ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার আরব বিল্লাহ, হোগলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তানভীর রহমান লিঙ্কন, চুয়াডাঙ্গা জেলা বাউল কল্যাণ সংস্থার সভাপতি নওয়াব আলী শাহ, আশরাফুল মিঠুন, বিল্লাল, এস এম সেলিম, সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক আহসান খান, নুর আলম, জয়নাল আবেদিন, আব্দুল গনি, দৌলত বিশ্বাস, কুদ্দুস, কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের রোভার স্কাউট হাবিবসহ তার দল ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন কিশোর-কিশোরীর ক্লাবের ছাত্র-ছাত্রীবৃন্দ। এছাড়াও মানববন্ধনে কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সাথে একাত্মতা ঘোষণা করে চুয়াডাঙ্গা সাহিত্য, সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠী, বাঁশরী এবং চুয়াডাঙ্গা বন্ধু ফাউন্ডেশন।