ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

কলাভর্তি মিনি ট্রাকের ধাক্কায় কৃষকের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় কলাভর্তি মিনি ট্রাকের ধাক্কায় নাজির আলী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার চুয়াডাঙ্গাঝিনাইদহ সড়কের নয়মাইলে দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা গুরুতর জখম অবস্থায় নাজির আলীকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পথে ফরিদপুরে পৌঁছালে বিকেল সাড়ে ছয়টার দিকে নাজির আলীর মৃত্যু হয়।

জানা যায়, গতকাল দুপুরে নিজ বাড়ি থেকে ইজিবাইকযোগে চুয়াডাঙ্গা শহরে আসছিলেন নাজির আলী। পথের মধ্যে চুয়াডাঙ্গাঝিনাইদহ সড়কের নয়মাইল এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কলাভর্তি মিনি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এসময় রাস্তার ওপর ছিটকে নাজির আলীর মাথাসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় নাজির আলীকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎস প্রদান করেন উন্নত  চিকিৎসার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

নিহত নাজির আলীর ছেলে আলমগীর হোসেন মুঠোফোনে জানান, ‘দুপুরে তার পিতা ইজিবাইকযোগে চুয়াডাঙ্গা আসছিলেন, এসময় তিনি চুয়াডাঙ্গাতেই ছিলেন। দুপুর দুইটার দিকে তিনি তার বাবার অ্যাক্সিডেন্টের বিষয়ে জানতে পেরে সদর হাসপাতালে আসেন। চিকিৎসক জরুরি বিভাগ থেকে নাজির আলীকে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন। বেলা তিনটার পরেই অ্যাম্বুলেন্সযোগে আলমগীর হোসেন তার পিতাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ত্যাগ করেন। পথের মধ্যে বিকেল সাড়ে ছয়টার দিকে অ্যাম্বুলেন্সটি ফরিদপুর জেলায় পৌঁছালে অ্যাম্বুলেন্সের মধ্যেই তার পিতা নাজির আলীর মৃত্যু হয়। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সটি আবার চুয়াডাঙ্গার ফেরার উদ্যেশ্যে রওনা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, দুপুরে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় নাজির আলী নামের এক ব্যক্তিকে জরুরি বিভাগে নেয়। তিনি সড়ক দুর্ঘটার শিকার হয়েছেন বলে জানতে পারি। নাজির আলীর মায়ায় গুরুতর জখমের চিহ্ন ছিল, যাকে সিভিআর হেড ইঞ্জুরি বলে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। দুপুরেই পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার মেডিকেলের উদ্দেশ্যে নিয়ে যায়।

 

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কলাভর্তি মিনি ট্রাকের ধাক্কায় কৃষকের মৃত্যু

আপলোড টাইম : ০৮:৪৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় কলাভর্তি মিনি ট্রাকের ধাক্কায় নাজির আলী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার চুয়াডাঙ্গাঝিনাইদহ সড়কের নয়মাইলে দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা গুরুতর জখম অবস্থায় নাজির আলীকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পথে ফরিদপুরে পৌঁছালে বিকেল সাড়ে ছয়টার দিকে নাজির আলীর মৃত্যু হয়।

জানা যায়, গতকাল দুপুরে নিজ বাড়ি থেকে ইজিবাইকযোগে চুয়াডাঙ্গা শহরে আসছিলেন নাজির আলী। পথের মধ্যে চুয়াডাঙ্গাঝিনাইদহ সড়কের নয়মাইল এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কলাভর্তি মিনি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এসময় রাস্তার ওপর ছিটকে নাজির আলীর মাথাসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় নাজির আলীকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎস প্রদান করেন উন্নত  চিকিৎসার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

নিহত নাজির আলীর ছেলে আলমগীর হোসেন মুঠোফোনে জানান, ‘দুপুরে তার পিতা ইজিবাইকযোগে চুয়াডাঙ্গা আসছিলেন, এসময় তিনি চুয়াডাঙ্গাতেই ছিলেন। দুপুর দুইটার দিকে তিনি তার বাবার অ্যাক্সিডেন্টের বিষয়ে জানতে পেরে সদর হাসপাতালে আসেন। চিকিৎসক জরুরি বিভাগ থেকে নাজির আলীকে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন। বেলা তিনটার পরেই অ্যাম্বুলেন্সযোগে আলমগীর হোসেন তার পিতাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ত্যাগ করেন। পথের মধ্যে বিকেল সাড়ে ছয়টার দিকে অ্যাম্বুলেন্সটি ফরিদপুর জেলায় পৌঁছালে অ্যাম্বুলেন্সের মধ্যেই তার পিতা নাজির আলীর মৃত্যু হয়। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সটি আবার চুয়াডাঙ্গার ফেরার উদ্যেশ্যে রওনা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, দুপুরে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় নাজির আলী নামের এক ব্যক্তিকে জরুরি বিভাগে নেয়। তিনি সড়ক দুর্ঘটার শিকার হয়েছেন বলে জানতে পারি। নাজির আলীর মায়ায় গুরুতর জখমের চিহ্ন ছিল, যাকে সিভিআর হেড ইঞ্জুরি বলে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। দুপুরেই পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার মেডিকেলের উদ্দেশ্যে নিয়ে যায়।