ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

ওয়েভ ফাউন্ডেশনের বিশ্ব পানি দিবস পালন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
  • / ৩০ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:

২০২৩ সালে জাতিসংঘ পানি সংকটকে মোকাবিলা করার জন্য ‘পরিবর্তনকে ত্বরান্বিত করো’ প্রতিপাদ্য করে প্রতি বছর ২২ মার্চ বিশ্ব পানি দিবস পালন করছে। বাংলাদেশে সরকারি ও বেসরকারিভাবে বিশ্ব পানি দিবস পালন করেছে। তারই ধারাবাহিকতায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে চুয়াডাঙ্গা সদর উপজেলার সুমিরদিয়ায় উল্কা মহিলা সমিতির সভানেত্রী সুকজান বেগম এবং দামুড়হুদা কর্ণফুলী মহিলা সমিতির সভানেত্রী সালমা বেগমের আয়োজনে বিশ্ব পানি দিবস ২০২৩ পালন করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নুর মোহাম্মদ বিশ্ব পানি দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, শুধুমাত্র সরকারি উদ্যোগের দিকে তাকিয়ে না থেকে ব্যক্তি পর্যায় থেকে আমাদের সকলকেই সুপেয় পানির উৎস যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি আমাদেরকে পানির অপচয় রোধ করতে হবে। ভূপৃষ্ঠের পানির ব্যবহার বৃদ্ধি করতে হবে। একইসাথে ভূগর্ভস্থ পানির ব্যবহার হ্রাস করতে হবে। ব্যবহৃত পানির পুনর্ব্যবহারসহ প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ যত দ্রুত বাস্তবায়ন করা হবে, সমস্যার চিত্র পরিবর্তন তত ত্বরান্বিত হবে। ফলে দেশের সকল শিশু, নারী-পুরুষ নিরাপদ পানি পান করার সুযোগ পাবে এবং দেশে সকলের সুস্বাস্থ্য নিশ্চিত হবে। বৃষ্টির পানি সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহারের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। আলোচনা শেষে উপস্থিত নারী-পুরুষ অংশগ্রহণকারীরা পানির অবচয় রোধ ও ব্যবহৃত পানির পুনর্ব্যবহার করার প্রতিশ্রুতি ব্যক্ত করনে। পরে কাজিহাটা গ্রামের সাধারণ নারী, পুরুষ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের কর হয়।

এসময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নুর মোহাম্মদ, ওয়েভ ফাউন্ডেশনের অ্যাকসেস প্রকল্পের সমন্বয়কারী শাহেদ জামাল, ফিল্ড মনিটর আক্তারুজ্জামান, নাহিদ ফাতেমা, শামীম আজাদ, টেকনিক্যাল অফিসার খালিদ হাসান, এরিয়া ম্যানেজার মামুন মিয়া ও সিডিও বিউটি খাতুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের ইউনিট ম্যানেজার হাসান আলী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ওয়েভ ফাউন্ডেশনের বিশ্ব পানি দিবস পালন

আপলোড টাইম : ০৮:২৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩

সমীকরণ প্রতিবেদন:

২০২৩ সালে জাতিসংঘ পানি সংকটকে মোকাবিলা করার জন্য ‘পরিবর্তনকে ত্বরান্বিত করো’ প্রতিপাদ্য করে প্রতি বছর ২২ মার্চ বিশ্ব পানি দিবস পালন করছে। বাংলাদেশে সরকারি ও বেসরকারিভাবে বিশ্ব পানি দিবস পালন করেছে। তারই ধারাবাহিকতায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে চুয়াডাঙ্গা সদর উপজেলার সুমিরদিয়ায় উল্কা মহিলা সমিতির সভানেত্রী সুকজান বেগম এবং দামুড়হুদা কর্ণফুলী মহিলা সমিতির সভানেত্রী সালমা বেগমের আয়োজনে বিশ্ব পানি দিবস ২০২৩ পালন করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নুর মোহাম্মদ বিশ্ব পানি দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, শুধুমাত্র সরকারি উদ্যোগের দিকে তাকিয়ে না থেকে ব্যক্তি পর্যায় থেকে আমাদের সকলকেই সুপেয় পানির উৎস যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি আমাদেরকে পানির অপচয় রোধ করতে হবে। ভূপৃষ্ঠের পানির ব্যবহার বৃদ্ধি করতে হবে। একইসাথে ভূগর্ভস্থ পানির ব্যবহার হ্রাস করতে হবে। ব্যবহৃত পানির পুনর্ব্যবহারসহ প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ যত দ্রুত বাস্তবায়ন করা হবে, সমস্যার চিত্র পরিবর্তন তত ত্বরান্বিত হবে। ফলে দেশের সকল শিশু, নারী-পুরুষ নিরাপদ পানি পান করার সুযোগ পাবে এবং দেশে সকলের সুস্বাস্থ্য নিশ্চিত হবে। বৃষ্টির পানি সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহারের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। আলোচনা শেষে উপস্থিত নারী-পুরুষ অংশগ্রহণকারীরা পানির অবচয় রোধ ও ব্যবহৃত পানির পুনর্ব্যবহার করার প্রতিশ্রুতি ব্যক্ত করনে। পরে কাজিহাটা গ্রামের সাধারণ নারী, পুরুষ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের কর হয়।

এসময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নুর মোহাম্মদ, ওয়েভ ফাউন্ডেশনের অ্যাকসেস প্রকল্পের সমন্বয়কারী শাহেদ জামাল, ফিল্ড মনিটর আক্তারুজ্জামান, নাহিদ ফাতেমা, শামীম আজাদ, টেকনিক্যাল অফিসার খালিদ হাসান, এরিয়া ম্যানেজার মামুন মিয়া ও সিডিও বিউটি খাতুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের ইউনিট ম্যানেজার হাসান আলী।