ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

এতিম ও দুস্থ শিশুদের সঙ্গে ইফতার মাহফিলে প্রফেসর ডা. মাহবুব মেহেদী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
  • / ২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী এতিম ও দুস্থ শিশুদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল করেছেন। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের বনলতা ভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করেন তিনি। ইফতার মাহফিলে দোয়া ও আলোচনা সভা করা হয়। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা সমাজে সুবিধাবঞ্চিত, তাদের অগ্রাধিকার সবার আগে। আমাদের সকলকে সকলের পাশে থাকতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমান মানুষের জন্য সারা জীবন কষ্ট করেছেন। গরিব-দুঃখী মেনহনতি মানুষের দুঃখ মানেই তা ছিল তাঁর দুঃখ। মানুষের জন্য সারা জীবন পরিশ্রম করেছেন তিনি। আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। তার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

শিশুদের উদ্দেশ্যে মাহবুব হোসেন মেহেদী বলেন, ‘ছোট্ট অসহায় শিশুদের নিয়ে ইফতার করা এক ভিন্ন অভিজ্ঞতা। সারাদিনের অনাহারযাপন শেষে যখন ইফতার সামনে আসে, তখন এই এতিমদের হাসিমাখা মুখ দেখে মন ভরে যায়। আমি সকলের জন্য দোয়া করি। বড় হয়ে তোমরা যেন এই দেশের হাল ধরো। তোমরাই দেশের ভবিষ্যৎ। তোমাদের মধ্যে থেকেই একদিন বড় রোজনৈতিক নেতা, ডাক্তার, ইঞ্জিনিয়ার তথা বড় কর্মকর্তা হবা। মনে রাখবা, মানুষের মতো মানুষ হতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে। সবথেকে বড় কথা, নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’ তিনি আরও বলেন, ‘যতদিন বেঁচে থাকব, নিজেকে আর্তমানবতার সেবায় নিয়জিত রাখব। মানুষের মাঝে, মানুষের সাথে নিজেকে রাখতে পেরেই আনন্দ অনুভব করি।’

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, জেলা কৃষক লীগের সহসভাপতি আক্তারুজ্জামান, আইনবিষয়ক সম্পাদক আব্দুল খালেক, জাহানারা ফাউন্ডেশনের সভাপতি জাহানারা খাতুন টগর প্রমুখ। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাস্বেকলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুসহ সকল শহিদ, দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম আব্দুল মজিদ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

এতিম ও দুস্থ শিশুদের সঙ্গে ইফতার মাহফিলে প্রফেসর ডা. মাহবুব মেহেদী

আপলোড টাইম : ১০:২৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী এতিম ও দুস্থ শিশুদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল করেছেন। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের বনলতা ভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করেন তিনি। ইফতার মাহফিলে দোয়া ও আলোচনা সভা করা হয়। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা সমাজে সুবিধাবঞ্চিত, তাদের অগ্রাধিকার সবার আগে। আমাদের সকলকে সকলের পাশে থাকতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমান মানুষের জন্য সারা জীবন কষ্ট করেছেন। গরিব-দুঃখী মেনহনতি মানুষের দুঃখ মানেই তা ছিল তাঁর দুঃখ। মানুষের জন্য সারা জীবন পরিশ্রম করেছেন তিনি। আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। তার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

শিশুদের উদ্দেশ্যে মাহবুব হোসেন মেহেদী বলেন, ‘ছোট্ট অসহায় শিশুদের নিয়ে ইফতার করা এক ভিন্ন অভিজ্ঞতা। সারাদিনের অনাহারযাপন শেষে যখন ইফতার সামনে আসে, তখন এই এতিমদের হাসিমাখা মুখ দেখে মন ভরে যায়। আমি সকলের জন্য দোয়া করি। বড় হয়ে তোমরা যেন এই দেশের হাল ধরো। তোমরাই দেশের ভবিষ্যৎ। তোমাদের মধ্যে থেকেই একদিন বড় রোজনৈতিক নেতা, ডাক্তার, ইঞ্জিনিয়ার তথা বড় কর্মকর্তা হবা। মনে রাখবা, মানুষের মতো মানুষ হতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে। সবথেকে বড় কথা, নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’ তিনি আরও বলেন, ‘যতদিন বেঁচে থাকব, নিজেকে আর্তমানবতার সেবায় নিয়জিত রাখব। মানুষের মাঝে, মানুষের সাথে নিজেকে রাখতে পেরেই আনন্দ অনুভব করি।’

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, জেলা কৃষক লীগের সহসভাপতি আক্তারুজ্জামান, আইনবিষয়ক সম্পাদক আব্দুল খালেক, জাহানারা ফাউন্ডেশনের সভাপতি জাহানারা খাতুন টগর প্রমুখ। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাস্বেকলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুসহ সকল শহিদ, দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম আব্দুল মজিদ।