ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

এইচএসসি পরীক্ষায় ফেল করে ছাত্রীর আত্মহত্যা

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৫২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • / ১২ বার পড়া হয়েছে

Oplus_131072

ঝিনাইদহে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে জান্নাতুল ফেরদৌস (১৮) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে সদর পাগলাকানাই ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ভড়ুয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে এবং মুক্তিযোদ্ধা মশিউর রহমান মহাবিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী ছিল।
জান্নাতুল ফেরদৌসের ভাই আলামিন বলেন, ‘জান্নাতুল এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিল। সে ফেল করেছে, এটা শোনার সাথে সাথে ঘরের মধ্যে গিয়ে ফ্যানের সাথে ওঁড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।’ পাগলাকানাই ইউপি সদস্য রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, স্বজনেরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের ভাস্যমতে, সে পরীক্ষায় ফেল করার কারণে আত্মহত্যা করে। স্থানীয় এবং পরিবারের অনুরোধ এবং লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

এইচএসসি পরীক্ষায় ফেল করে ছাত্রীর আত্মহত্যা

আপলোড টাইম : ০৯:৫২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

ঝিনাইদহে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে জান্নাতুল ফেরদৌস (১৮) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে সদর পাগলাকানাই ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ভড়ুয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে এবং মুক্তিযোদ্ধা মশিউর রহমান মহাবিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী ছিল।
জান্নাতুল ফেরদৌসের ভাই আলামিন বলেন, ‘জান্নাতুল এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিল। সে ফেল করেছে, এটা শোনার সাথে সাথে ঘরের মধ্যে গিয়ে ফ্যানের সাথে ওঁড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।’ পাগলাকানাই ইউপি সদস্য রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, স্বজনেরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের ভাস্যমতে, সে পরীক্ষায় ফেল করার কারণে আত্মহত্যা করে। স্থানীয় এবং পরিবারের অনুরোধ এবং লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।