ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

উথলী ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের শপথ গ্রহণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
  • / ৪৭ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:
জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আব্দুল হান্নান শপথ গ্রহণ করেছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি শপথ গ্রহণ করেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান তাঁর শপথ বাক্য পাঠ করান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কবীর হোসেন, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম প্রমুখ।
এর আগে গত ১৮ এপ্রিল জীবননগর উপজেলার নবনির্বাচিত ৫ ইউপি চেয়ারম্যান এবং আলমডাঙ্গা উপজেলার নবনির্বাচিত ২ ইউপি চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। ওই দিন উথলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আব্দুল হান্নানের শপথ গ্রহণ করার কথা ছিল। কিন্তু ওই দিন ভারতে অবস্থান করার কারণে তিনি শপথ গ্রহণ করতে পারেননি। আব্দুল হান্নানের সহধর্মিণী বেশ কিছুদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতের কলকাতায় ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৩ এপ্রিল তিনি দেশে ফিরেছেন এবং ২৫ এপ্রিল শপথ গ্রহণ করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

উথলী ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের শপথ গ্রহণ

আপলোড টাইম : ০৩:০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩

জীবননগর অফিস:
জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আব্দুল হান্নান শপথ গ্রহণ করেছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি শপথ গ্রহণ করেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান তাঁর শপথ বাক্য পাঠ করান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কবীর হোসেন, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম প্রমুখ।
এর আগে গত ১৮ এপ্রিল জীবননগর উপজেলার নবনির্বাচিত ৫ ইউপি চেয়ারম্যান এবং আলমডাঙ্গা উপজেলার নবনির্বাচিত ২ ইউপি চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। ওই দিন উথলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আব্দুল হান্নানের শপথ গ্রহণ করার কথা ছিল। কিন্তু ওই দিন ভারতে অবস্থান করার কারণে তিনি শপথ গ্রহণ করতে পারেননি। আব্দুল হান্নানের সহধর্মিণী বেশ কিছুদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতের কলকাতায় ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৩ এপ্রিল তিনি দেশে ফিরেছেন এবং ২৫ এপ্রিল শপথ গ্রহণ করেন।