ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

উথলীতে দোকানপাট ভাঙচুর ও মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার, ব্যবসায়ীদের মানববন্ধন

৭ দিনের আল্টিমেটাম, না হলে কঠোর আন্দোলনের ঘোষণা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • / ২২ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
জীবননগর উথলী বাজারে চুয়াডাঙ্গা-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান বকুলের কর্মী-সমর্থকদের হামলায় দোকানপাট ভাঙচুর, লুটপাট ও ব্যবসায়ীদের পিটিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। মানববন্ধনে আগামী ৭ দিনের মধ্যে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তাঁরা। গতকাল বুধবার বেলা ১১টায় উথলী বাসস্ট্যান্ড বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় সাদিকুর রহমান বকুল তার সন্ত্রাস বাহিনী নিয়ে আমাদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। অনেক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে। দোকানপাট ভাঙচুর ও লুটপাট করে নিয়ে চলে যায়। তাদের হাত থেকে ভ্যানচালক, প্রতিবন্ধী কেউ রক্ষা পায়নি। আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত না, আমরা সাধারণ ব্যবসায়ী। আমাদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আগামী ৭ দিনের মধ্যে প্রধান আসামি বকুলসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তার না হলে আমরা আরও কঠোর কর্মসূচির ঘোষণা করব।’

প্রতিবাদ সভায় বক্তব্য দেন উথলী বাজার কমিটির সভাপতি আসাদুর রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদ প্রদীপ প্রমুখ। এদিকে, এ ঘটনায় গত মঙ্গলবার রাতে জীবননগর থানায় দুটি মামলায় ৯ জনের নাম উল্লেখসহ ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। মামলার পর রাতেই আব্দুল্লাহ আল মামুন নামের এক আসামিকে গ্রেপ্তার করে জীবননগর থানা পুলিশ।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ট্রাক ভাঙচুরের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এসব মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

উথলীতে দোকানপাট ভাঙচুর ও মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার, ব্যবসায়ীদের মানববন্ধন

৭ দিনের আল্টিমেটাম, না হলে কঠোর আন্দোলনের ঘোষণা

আপলোড টাইম : ০৮:৩৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
জীবননগর উথলী বাজারে চুয়াডাঙ্গা-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান বকুলের কর্মী-সমর্থকদের হামলায় দোকানপাট ভাঙচুর, লুটপাট ও ব্যবসায়ীদের পিটিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। মানববন্ধনে আগামী ৭ দিনের মধ্যে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তাঁরা। গতকাল বুধবার বেলা ১১টায় উথলী বাসস্ট্যান্ড বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় সাদিকুর রহমান বকুল তার সন্ত্রাস বাহিনী নিয়ে আমাদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। অনেক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে। দোকানপাট ভাঙচুর ও লুটপাট করে নিয়ে চলে যায়। তাদের হাত থেকে ভ্যানচালক, প্রতিবন্ধী কেউ রক্ষা পায়নি। আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত না, আমরা সাধারণ ব্যবসায়ী। আমাদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আগামী ৭ দিনের মধ্যে প্রধান আসামি বকুলসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তার না হলে আমরা আরও কঠোর কর্মসূচির ঘোষণা করব।’

প্রতিবাদ সভায় বক্তব্য দেন উথলী বাজার কমিটির সভাপতি আসাদুর রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদ প্রদীপ প্রমুখ। এদিকে, এ ঘটনায় গত মঙ্গলবার রাতে জীবননগর থানায় দুটি মামলায় ৯ জনের নাম উল্লেখসহ ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। মামলার পর রাতেই আব্দুল্লাহ আল মামুন নামের এক আসামিকে গ্রেপ্তার করে জীবননগর থানা পুলিশ।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ট্রাক ভাঙচুরের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এসব মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।