ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

উথলীতে তিন মাতালের মারামারি, দুজন আহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:২৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
  • / ১৬ বার পড়া হয়েছে

প্রতিবেদক, উথলী:
জীবননগর উপজেলার উথলীতে তাঁড়ি কেনার টাকা ভাগাভাগি নিয়ে তিন মাতালের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় আশরাফুল ইসলাম ও ফারুক হোসেন নামের দুই যুবক গুরুতর আহত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উথলী বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ফরহাদ হোসেন নামের এক যুবককে আটক করে হেফাজতে নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে উথলী গ্রামের ফার্মগেট পাড়ায় রহিম মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (২৮), একই গ্রামের তেঁতুলতলা পাড়ার নবী গোয়ালার ছেলে ফারুক হোসেন(২২) ও বাসস্ট্যান্ড পাড়ার ইসরাফিল বাবুর্চির ছেলে ফরহাদ হোসেন (২৭) পার্শ্ববর্তী শিয়ালমারি থেকে তাঁড়ি কিনে পান করে। পরে তাড়ি কেনার টাকার ভাগ নিয়ে তিনজনের মধ্যে মারামারি শুরু হয়। এতে আশরাফুল ও ফারুক দুজন ফরহাদ হোসেনকে পিটিয়ে আহত করে। এদিকে, গতকাল সন্ধ্যায় উথলী বাসস্ট্যান্ডে আশরাফুল ইসলাম ও ফারুক হোসেনকে পেয়ে ফরহাদ ও তার ছোট ভাই ফয়সাল হাতুড়ি দিয়ে তাদেরকে পিটিয়ে আহত করে।

পরে স্থানীয় ব্যক্তিরা আহতদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে, আশরাফুল ইসলামের মাথার আঘাত গুরুতর হওয়ায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থান্তর করা হয়। এ ঘটনায় জীবননগর থানা পুলিশ অভিযুক্ত ফরহাদ হোসেনকে আটক করে হেফাজতে নেয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

উথলীতে তিন মাতালের মারামারি, দুজন আহত

আপলোড টাইম : ১২:২৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩

প্রতিবেদক, উথলী:
জীবননগর উপজেলার উথলীতে তাঁড়ি কেনার টাকা ভাগাভাগি নিয়ে তিন মাতালের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় আশরাফুল ইসলাম ও ফারুক হোসেন নামের দুই যুবক গুরুতর আহত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উথলী বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ফরহাদ হোসেন নামের এক যুবককে আটক করে হেফাজতে নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে উথলী গ্রামের ফার্মগেট পাড়ায় রহিম মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (২৮), একই গ্রামের তেঁতুলতলা পাড়ার নবী গোয়ালার ছেলে ফারুক হোসেন(২২) ও বাসস্ট্যান্ড পাড়ার ইসরাফিল বাবুর্চির ছেলে ফরহাদ হোসেন (২৭) পার্শ্ববর্তী শিয়ালমারি থেকে তাঁড়ি কিনে পান করে। পরে তাড়ি কেনার টাকার ভাগ নিয়ে তিনজনের মধ্যে মারামারি শুরু হয়। এতে আশরাফুল ও ফারুক দুজন ফরহাদ হোসেনকে পিটিয়ে আহত করে। এদিকে, গতকাল সন্ধ্যায় উথলী বাসস্ট্যান্ডে আশরাফুল ইসলাম ও ফারুক হোসেনকে পেয়ে ফরহাদ ও তার ছোট ভাই ফয়সাল হাতুড়ি দিয়ে তাদেরকে পিটিয়ে আহত করে।

পরে স্থানীয় ব্যক্তিরা আহতদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে, আশরাফুল ইসলামের মাথার আঘাত গুরুতর হওয়ায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থান্তর করা হয়। এ ঘটনায় জীবননগর থানা পুলিশ অভিযুক্ত ফরহাদ হোসেনকে আটক করে হেফাজতে নেয়।