ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

উথলীতে কৃষকের শতাধিক কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

প্রতিবেদক, উথলী:
  • আপলোড টাইম : ০৫:২৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
  • / ৩০ বার পড়া হয়েছে

জীবননগর উপজেলার উথলী গ্রামে আব্দুল আলিম (৫০) নামের এক কৃষকের ১০ কাঠা জমির শতাধিক কলাগাছ রাতের আঁধারে কর্তন করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী কৃষক মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে। তিনি উথলী গ্রামের দক্ষিণপাড়ার মৃত মিনহাজ উদ্দিনের জামাতা। জমি-জমা সংক্রান্ত পারিবারিক সমস্যার কারণে এ ঘটনা ঘটতে পারে বলে কৃষক আব্দুল আলিম ধারণা করছেন।

ভুক্তভোগী কৃষক জানান, গত শুক্রবার দিবাগত রাতে উথলী দক্ষিণপাড়া কবরস্থানের পিছনে তাঁর ১০ কাঠা জমির শতাধিক কলাগাছ রাতের আঁধারে কে বা কারা কর্তন করেছে। গতকাল শনিবার সকালে মাঠে শাক তুলতে যাওয়া এক মহিলা মারফত খবর পেয়ে তিনি জমিতে গিয়ে দেখতে পান সবকটি কলাগাছ একেবারে গোঁড়া থেকে কর্তন করে জমিতে ফেলে রাখা হয়েছে। তিনি এ দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনায় তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন। তবে এ ঘটনা নতুন নয়। এর আগেও একই জমিতে থাকা ভুট্টা ও লেবুগাছ কর্তন করে দুর্বৃত্তরা। এছাড়া গতরাতে যে কলাগাছ কর্তন করা হয়েছে, এই কলাগাছের চারাও লাগানোর পরপরই তা উপড়ে ফেলা হয়। পরবর্তীতে তিনি পুনরায় সেখানে কলাগাছের চারা রোপণ করেন। বারবার এই কৃষকের সাথে একই ধরনের ঘটনা ঘটলেও একটি ঘটনারও রহস্য উদঘাটন না হওয়ায় দুর্বৃত্তরা এ ধরনের কাজ করতে সাহস পাচ্ছে।

ভুক্তভোগী কৃষকসহ স্থানীয়রা মনে করেন এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা যারা বারবার ঘটাচ্ছে, তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হলে ভবিষ্যতে আর কেউ কোনো কৃষকের জমির ফসল তছরুপ করতে পারবে না।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

উথলীতে কৃষকের শতাধিক কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

আপলোড টাইম : ০৫:২৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১

জীবননগর উপজেলার উথলী গ্রামে আব্দুল আলিম (৫০) নামের এক কৃষকের ১০ কাঠা জমির শতাধিক কলাগাছ রাতের আঁধারে কর্তন করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী কৃষক মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে। তিনি উথলী গ্রামের দক্ষিণপাড়ার মৃত মিনহাজ উদ্দিনের জামাতা। জমি-জমা সংক্রান্ত পারিবারিক সমস্যার কারণে এ ঘটনা ঘটতে পারে বলে কৃষক আব্দুল আলিম ধারণা করছেন।

ভুক্তভোগী কৃষক জানান, গত শুক্রবার দিবাগত রাতে উথলী দক্ষিণপাড়া কবরস্থানের পিছনে তাঁর ১০ কাঠা জমির শতাধিক কলাগাছ রাতের আঁধারে কে বা কারা কর্তন করেছে। গতকাল শনিবার সকালে মাঠে শাক তুলতে যাওয়া এক মহিলা মারফত খবর পেয়ে তিনি জমিতে গিয়ে দেখতে পান সবকটি কলাগাছ একেবারে গোঁড়া থেকে কর্তন করে জমিতে ফেলে রাখা হয়েছে। তিনি এ দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনায় তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন। তবে এ ঘটনা নতুন নয়। এর আগেও একই জমিতে থাকা ভুট্টা ও লেবুগাছ কর্তন করে দুর্বৃত্তরা। এছাড়া গতরাতে যে কলাগাছ কর্তন করা হয়েছে, এই কলাগাছের চারাও লাগানোর পরপরই তা উপড়ে ফেলা হয়। পরবর্তীতে তিনি পুনরায় সেখানে কলাগাছের চারা রোপণ করেন। বারবার এই কৃষকের সাথে একই ধরনের ঘটনা ঘটলেও একটি ঘটনারও রহস্য উদঘাটন না হওয়ায় দুর্বৃত্তরা এ ধরনের কাজ করতে সাহস পাচ্ছে।

ভুক্তভোগী কৃষকসহ স্থানীয়রা মনে করেন এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা যারা বারবার ঘটাচ্ছে, তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হলে ভবিষ্যতে আর কেউ কোনো কৃষকের জমির ফসল তছরুপ করতে পারবে না।