ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

উথলীতে আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল বসতঘরে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
  • / ৩০ বার পড়া হয়েছে

প্রতিবেদক, উথলী: উথলী মোল্লাবাড়ি-আন্দুলবাড়ীয়া সড়কে বেপরোয়া গতির কারণে গরু বহনকারী আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়েছে বসতঘরে। ওই সময় ঘরের মধ্যে কেউ না থাকায় প্রাণে বেঁচে গেছেন পরিবারে সদস্যরা। কিন্তু ভেঙে গেছে ঘরের মধ্যে থাকা কিছু আসবাপত্র। গতকাল শুক্রবার দুপুরে জীবননগর উপজেলার উথলী গ্রামের ঘোড়ামারা রেলগেট পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলমসাধু চালক পার্শ্ববর্তী বেগমপুর গ্রামে গরু নামিয়ে বেপরোয়া গতিতে আসার সময় উথলী ঘোড়ামারা রেল ক্রসিংয়ে স্পিড ব্রেকার খেয়াল না করায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী রাহেদ আলীর বসতঘরের দেওয়াল ভেঙে ঘরের মধ্যে চলে যায়। এই সময় ঘরের মধ্যে কেউ না থাকায় প্রাণে বেঁচে যান পরিবারের সদস্যরা। তবে ঘরের মধ্যে থাকা এলইডি টিভি, খাট, চেয়ারসহ অনেক আসবাপত্র ভেঙে যায়। এতে আলমসাধু চালক দর্শনা থানার দোস্ত গ্রামের আবুল মিয়া সামান্য আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন।

উথলী ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জহুরুল হক ঝণ্টু বলেন, ‘দুর্ঘটনার খবর শুনে আমি ঘটনাস্থলে পৌঁছায়। রহেদ আলীর ঘরের মধ্যে কিছু আসবাপত্র ভেঙে গেছে। গাড়ি চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এমন ঘটনার জন্য আলমসাধু চালকে দায়ী করেন এলাকাবাসী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

উথলীতে আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল বসতঘরে

আপলোড টাইম : ০৯:০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২

প্রতিবেদক, উথলী: উথলী মোল্লাবাড়ি-আন্দুলবাড়ীয়া সড়কে বেপরোয়া গতির কারণে গরু বহনকারী আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়েছে বসতঘরে। ওই সময় ঘরের মধ্যে কেউ না থাকায় প্রাণে বেঁচে গেছেন পরিবারে সদস্যরা। কিন্তু ভেঙে গেছে ঘরের মধ্যে থাকা কিছু আসবাপত্র। গতকাল শুক্রবার দুপুরে জীবননগর উপজেলার উথলী গ্রামের ঘোড়ামারা রেলগেট পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলমসাধু চালক পার্শ্ববর্তী বেগমপুর গ্রামে গরু নামিয়ে বেপরোয়া গতিতে আসার সময় উথলী ঘোড়ামারা রেল ক্রসিংয়ে স্পিড ব্রেকার খেয়াল না করায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী রাহেদ আলীর বসতঘরের দেওয়াল ভেঙে ঘরের মধ্যে চলে যায়। এই সময় ঘরের মধ্যে কেউ না থাকায় প্রাণে বেঁচে যান পরিবারের সদস্যরা। তবে ঘরের মধ্যে থাকা এলইডি টিভি, খাট, চেয়ারসহ অনেক আসবাপত্র ভেঙে যায়। এতে আলমসাধু চালক দর্শনা থানার দোস্ত গ্রামের আবুল মিয়া সামান্য আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন।

উথলী ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জহুরুল হক ঝণ্টু বলেন, ‘দুর্ঘটনার খবর শুনে আমি ঘটনাস্থলে পৌঁছায়। রহেদ আলীর ঘরের মধ্যে কিছু আসবাপত্র ভেঙে গেছে। গাড়ি চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এমন ঘটনার জন্য আলমসাধু চালকে দায়ী করেন এলাকাবাসী।