ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

উগ্রবাদ ও জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্সে পুলিশ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৪২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
  • / ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় ‘উগ্রবাদ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন ড্রিল শেডে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়। সকালে চুয়াডাঙ্গা জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তা/সদস্য, জেলা কারাগারের কর্মকর্তা/কারারক্ষী এবং আনসার কর্মকর্তা/সদস্যগণের অংশগ্রহণে এবং বিকেলে জেলার দফাদার ও চৌকিদারদের অংশগ্রহণে দুটি পৃথক সেমিনার অনুষ্ঠিত হয়। পৃথক দুটি সেমিনারেই সহযোগিতা করে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প।

সকালের সেমিনারে চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন ১৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক তরফদার আলমগীর হোসেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনিসুজ্জামান ও জেলা কারাগারের জেলার এস এম মহিউদ্দিন হায়দার। এসময় জেলা পুলিশ, কারারক্ষী ও আনসারের মোট ১৯০ জন সদস্য অংশগ্রহণ করেন।

বিকেলের সেমিনারে চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া প্রমুখ। দুটি সেমিনারেই স্বাগত বক্তব্য দেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইমরান হোসেন।

সেমিনারে বক্তারা বলেন, উগ্রবাদ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয় বিষয়গুলোর প্রতি সবাইকে আরও সতর্কতার সহিত গুরুত্ব দিতে হবে। উগ্রবাদ ও জঙ্গিবাদ নিরসনে জিরো টলারেন্স ভূমিকা পালন করছে বাংলাদেশ পুলিশ। এমতাবস্থায় বিশে^র বিভিন্ন দেশ জঙ্গিবাদ নিরসনে বাংলাদেশকে রোড মডেল হিসেবে গন্য করে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

উগ্রবাদ ও জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্সে পুলিশ

আপলোড টাইম : ০৫:৪২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় ‘উগ্রবাদ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন ড্রিল শেডে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়। সকালে চুয়াডাঙ্গা জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তা/সদস্য, জেলা কারাগারের কর্মকর্তা/কারারক্ষী এবং আনসার কর্মকর্তা/সদস্যগণের অংশগ্রহণে এবং বিকেলে জেলার দফাদার ও চৌকিদারদের অংশগ্রহণে দুটি পৃথক সেমিনার অনুষ্ঠিত হয়। পৃথক দুটি সেমিনারেই সহযোগিতা করে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প।

সকালের সেমিনারে চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন ১৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক তরফদার আলমগীর হোসেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনিসুজ্জামান ও জেলা কারাগারের জেলার এস এম মহিউদ্দিন হায়দার। এসময় জেলা পুলিশ, কারারক্ষী ও আনসারের মোট ১৯০ জন সদস্য অংশগ্রহণ করেন।

বিকেলের সেমিনারে চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া প্রমুখ। দুটি সেমিনারেই স্বাগত বক্তব্য দেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইমরান হোসেন।

সেমিনারে বক্তারা বলেন, উগ্রবাদ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয় বিষয়গুলোর প্রতি সবাইকে আরও সতর্কতার সহিত গুরুত্ব দিতে হবে। উগ্রবাদ ও জঙ্গিবাদ নিরসনে জিরো টলারেন্স ভূমিকা পালন করছে বাংলাদেশ পুলিশ। এমতাবস্থায় বিশে^র বিভিন্ন দেশ জঙ্গিবাদ নিরসনে বাংলাদেশকে রোড মডেল হিসেবে গন্য করে।