ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

আড়াই কোটি টাকার ৪টি সোনার বার উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
  • / ১০৭ বার পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলার দর্শনা রামনগর ঈদগাহ মাঠ এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৪ কেজি (৩৪২.৯৪ ভরি) ওজনের উন্নতমানের চারটি স্বর্ণের বার উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। যার প্রত্যোকটি বারের ওজন এক কেজি। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এই স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকা।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গণমাধ্যমে পাঠানো চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, মোট চারটি সোনার বার জব্দ করা হয়েছে। প্রতিটি বারের ওজন এক কেজি। চারটি সোনার বারের বর্তমান বাজারমূল্য ২ কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকা। বাংলাদেশ থেকে সীমান্ত পথে ভারতে পাচারের জন্য দর্শনার রামনগরে এগুলো আনা হয়েছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতীতে কখনো এক কেজি ওজনের সোনার বার পাওয়া যায়নি। প্রথমবারের মতো এমন সোনার বার জব্দ করার পর তা পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়ার পর, তা গণমাধ্যমকে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ১০টায় চোরাকারবারিরা সোনা পাচার করছে, এমন একটি খবর পাওয়া যায়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে এবং বারাদী সীমান্তচৌকির নায়েক মো. জুলহাস উদ্দিনের নেতৃত্বে বিজিবির বিশেষ টহল দল অভিযানে নামে। দলটি সীমান্তের ৭৮ নম্বর মেইন পিলার থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রামনগর ঈদগাহ মাঠ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় চার কেজি ওজনের সোনার বার জব্দ করে। জব্দ করা সোনার বারগুলো রাতে চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা শেষে দর্শনা থানায় মামলা করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আড়াই কোটি টাকার ৪টি সোনার বার উদ্ধার

আপলোড টাইম : ০৯:৪৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১

দামুড়হুদা উপজেলার দর্শনা রামনগর ঈদগাহ মাঠ এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৪ কেজি (৩৪২.৯৪ ভরি) ওজনের উন্নতমানের চারটি স্বর্ণের বার উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। যার প্রত্যোকটি বারের ওজন এক কেজি। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এই স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকা।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গণমাধ্যমে পাঠানো চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, মোট চারটি সোনার বার জব্দ করা হয়েছে। প্রতিটি বারের ওজন এক কেজি। চারটি সোনার বারের বর্তমান বাজারমূল্য ২ কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকা। বাংলাদেশ থেকে সীমান্ত পথে ভারতে পাচারের জন্য দর্শনার রামনগরে এগুলো আনা হয়েছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতীতে কখনো এক কেজি ওজনের সোনার বার পাওয়া যায়নি। প্রথমবারের মতো এমন সোনার বার জব্দ করার পর তা পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়ার পর, তা গণমাধ্যমকে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ১০টায় চোরাকারবারিরা সোনা পাচার করছে, এমন একটি খবর পাওয়া যায়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে এবং বারাদী সীমান্তচৌকির নায়েক মো. জুলহাস উদ্দিনের নেতৃত্বে বিজিবির বিশেষ টহল দল অভিযানে নামে। দলটি সীমান্তের ৭৮ নম্বর মেইন পিলার থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রামনগর ঈদগাহ মাঠ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় চার কেজি ওজনের সোনার বার জব্দ করে। জব্দ করা সোনার বারগুলো রাতে চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা শেষে দর্শনা থানায় মামলা করা হবে।