ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

আড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে ‘চুয়াডাঙ্গা পরিবারের’ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রতিবেদক, হিজলগাড়ী:
  • আপলোড টাইম : ০৮:৪৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
  • / ৬২ বার পড়া হয়েছে

নাজমুল হক স্বপন ও ডা. ফকির মোহাম্মদসহ বিশিষ্টজনদের সম্মাননা স্মারক প্রদান

চুয়াডাঙ্গায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক জনপ্রিয় গ্রুপ ‘চুয়াডাঙ্গা পরিবারের’ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার বেলা তিনটায় চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এক আড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা পরিবারের উপদেষ্টা ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভুইয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি চুয়াডাঙ্গা পরিবারের প্রথম বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘চুয়াডাঙ্গা পরিবারের মাধ্যমে এই জেলার মানুষ তাদের মনের কথাগুলো বলতে পারবে। তাদের সমস্যাগুলো তুলে ধরতে পারবে। তাদের দাবিগুলো জানাতে পারবে। আমিও চুয়াডাঙ্গা পরিবারের সদস্য। আমি যেখানেই থাকি না কেন আজীবন চুয়াডাঙ্গা পরিবারের সদস্য হিসেবে থাকব। চুয়াডাঙ্গা পরিবার মূলত ফেসবুকভিত্তিক গ্রুপ। প্রত্যেকটা জিনিসের ভালো আছে, মন্দও আছে। তেমনি ফেসবুকেরও ভালো-মন্দ আছে। আমরা মন্দ দিকটা পরিহার করব এবং ভালো দিকটা নিয়ে চলব। আমি আশা করি, আপনারা চুয়াডাঙ্গার উন্নয়নে কাজ করবেন, সমস্যা সমাধানে কাজ করবেন।’
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, একটি মফস্বল জায়গা থেকে চুয়াডাঙ্গা পরিবারে প্রতিষ্ঠা হলেও এই গ্রুপ মাত্র এক বছরে ঈর্ষান্বিত সাফল্য অর্জন করেছে। এই প্লাটফর্মটি আগামীতে ভালো কিছু উপহার দিবে। চুয়াডাঙ্গা পরিবার চুয়াডাঙ্গার মানুষের কল্যাণে কাজ করে চুয়াডাঙ্গাবাসীর প্রাণের গ্রুপে পরিণত হবে। তিনি তাঁর ব্যক্তিগত ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে চুয়াডাঙ্গা পরিবারে ১ম বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানিয়ে গ্রুপটির সফলতা কামনা করেন।


অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন চুয়াডাঙ্গা পরিবারের সফলতা কামনা করেন বলেন, চুয়াডাঙ্গা পরিবার খুব অল্প সময়ে চুয়াডাঙ্গা জেলাবাসীর একটি শক্তিশালী প্লাটফর্মে পরিণত হয়েছে। এই পরিবারে মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার প্রায় ১৭ হাজার মানুষ একত্রিত হয়েছি। চুয়াডাঙ্গা পরিবার চুয়াডাঙ্গার সব মানুষের কল্যাণে কাজ করছে। ইতঃমধ্যে চুয়াডাঙ্গা জেলার ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-কালচার ফেসবুকের মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরছে। জেলার আর্থসামাজিক উন্নয়নে আরও বেশি কাজ করে চুয়াডাঙ্গা জেলাবাসীর প্রাণের গ্রুপে পরিণত হবে চুয়াডাঙ্গা পরিবার। এই গ্রুপের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং চুয়াডাঙ্গা জেলাকে একটি উন্নত জেলা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সবাই সম্মিলিতভাবে কাজ করতে পারবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ-এর বার্তা সম্পাদক হুসাইন মালিক, বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার, হিজলগাড়ীর কৃতী সন্তান বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. ফকির মোহাম্মদ, দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাধারণ সম্পাদক হারুন রাজু, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক এএসএম ওসমান, সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আইনাল হক, সিইও ইসমাইল হোসেন, বেগমপুর ইউনিয়ন পরিষদের সচিব ফয়জুর রহমান, তিতুদহ ইউপি সচিব জিয়াউর রহমান জিয়া, শঙ্করচন্দ্র ইউপি সচিব আসাবুল হক মাসুদ, কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যান জামাত আলী, বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রভাষক ও চুয়াডাঙ্গা পরিবারের উপদেষ্টা মন্ডলীর সদস্য মুকিত জোয়ার্দ্দার, আবুল কাশেম ও হিজলগাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লাবলুর রহমান।
আলোচনা সভা শেষে ‘চুয়াডাঙ্গা পরিবার’ কর্তৃক ফেসবুক প্লাটফর্মে আয়োজিত ক্বেরাত প্রতিযোগিতার প্রথম স্থান অধিকারী তারিক উজ জামান, দ্বিতীয় সৈয়ব, তৃতীয় মহিউদ্দিনকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সেই সাথে অতিথিবৃন্দদের ক্রেস্ট প্রদানের পর কেক কেটে চুয়াডাঙ্গা পরিবারের ১ম বর্ষ উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পরিবারের পরিচালক সাংবাদিক আব্দুস সামাদ অপূর্ব, এম এ আর নয়ন, হাসান জামিল, জহুরুল ইসলাম জনি, আব্দুর রহমান, মাহফুজ হোসেন, শিলা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা পরিবারের প্রতিষ্ঠাতা ও হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে ‘চুয়াডাঙ্গা পরিবারের’ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড টাইম : ০৮:৪৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১

নাজমুল হক স্বপন ও ডা. ফকির মোহাম্মদসহ বিশিষ্টজনদের সম্মাননা স্মারক প্রদান

চুয়াডাঙ্গায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক জনপ্রিয় গ্রুপ ‘চুয়াডাঙ্গা পরিবারের’ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার বেলা তিনটায় চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এক আড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা পরিবারের উপদেষ্টা ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভুইয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি চুয়াডাঙ্গা পরিবারের প্রথম বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘চুয়াডাঙ্গা পরিবারের মাধ্যমে এই জেলার মানুষ তাদের মনের কথাগুলো বলতে পারবে। তাদের সমস্যাগুলো তুলে ধরতে পারবে। তাদের দাবিগুলো জানাতে পারবে। আমিও চুয়াডাঙ্গা পরিবারের সদস্য। আমি যেখানেই থাকি না কেন আজীবন চুয়াডাঙ্গা পরিবারের সদস্য হিসেবে থাকব। চুয়াডাঙ্গা পরিবার মূলত ফেসবুকভিত্তিক গ্রুপ। প্রত্যেকটা জিনিসের ভালো আছে, মন্দও আছে। তেমনি ফেসবুকেরও ভালো-মন্দ আছে। আমরা মন্দ দিকটা পরিহার করব এবং ভালো দিকটা নিয়ে চলব। আমি আশা করি, আপনারা চুয়াডাঙ্গার উন্নয়নে কাজ করবেন, সমস্যা সমাধানে কাজ করবেন।’
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, একটি মফস্বল জায়গা থেকে চুয়াডাঙ্গা পরিবারে প্রতিষ্ঠা হলেও এই গ্রুপ মাত্র এক বছরে ঈর্ষান্বিত সাফল্য অর্জন করেছে। এই প্লাটফর্মটি আগামীতে ভালো কিছু উপহার দিবে। চুয়াডাঙ্গা পরিবার চুয়াডাঙ্গার মানুষের কল্যাণে কাজ করে চুয়াডাঙ্গাবাসীর প্রাণের গ্রুপে পরিণত হবে। তিনি তাঁর ব্যক্তিগত ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে চুয়াডাঙ্গা পরিবারে ১ম বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানিয়ে গ্রুপটির সফলতা কামনা করেন।


অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন চুয়াডাঙ্গা পরিবারের সফলতা কামনা করেন বলেন, চুয়াডাঙ্গা পরিবার খুব অল্প সময়ে চুয়াডাঙ্গা জেলাবাসীর একটি শক্তিশালী প্লাটফর্মে পরিণত হয়েছে। এই পরিবারে মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার প্রায় ১৭ হাজার মানুষ একত্রিত হয়েছি। চুয়াডাঙ্গা পরিবার চুয়াডাঙ্গার সব মানুষের কল্যাণে কাজ করছে। ইতঃমধ্যে চুয়াডাঙ্গা জেলার ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-কালচার ফেসবুকের মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরছে। জেলার আর্থসামাজিক উন্নয়নে আরও বেশি কাজ করে চুয়াডাঙ্গা জেলাবাসীর প্রাণের গ্রুপে পরিণত হবে চুয়াডাঙ্গা পরিবার। এই গ্রুপের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং চুয়াডাঙ্গা জেলাকে একটি উন্নত জেলা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সবাই সম্মিলিতভাবে কাজ করতে পারবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ-এর বার্তা সম্পাদক হুসাইন মালিক, বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার, হিজলগাড়ীর কৃতী সন্তান বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. ফকির মোহাম্মদ, দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাধারণ সম্পাদক হারুন রাজু, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক এএসএম ওসমান, সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আইনাল হক, সিইও ইসমাইল হোসেন, বেগমপুর ইউনিয়ন পরিষদের সচিব ফয়জুর রহমান, তিতুদহ ইউপি সচিব জিয়াউর রহমান জিয়া, শঙ্করচন্দ্র ইউপি সচিব আসাবুল হক মাসুদ, কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যান জামাত আলী, বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রভাষক ও চুয়াডাঙ্গা পরিবারের উপদেষ্টা মন্ডলীর সদস্য মুকিত জোয়ার্দ্দার, আবুল কাশেম ও হিজলগাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লাবলুর রহমান।
আলোচনা সভা শেষে ‘চুয়াডাঙ্গা পরিবার’ কর্তৃক ফেসবুক প্লাটফর্মে আয়োজিত ক্বেরাত প্রতিযোগিতার প্রথম স্থান অধিকারী তারিক উজ জামান, দ্বিতীয় সৈয়ব, তৃতীয় মহিউদ্দিনকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সেই সাথে অতিথিবৃন্দদের ক্রেস্ট প্রদানের পর কেক কেটে চুয়াডাঙ্গা পরিবারের ১ম বর্ষ উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পরিবারের পরিচালক সাংবাদিক আব্দুস সামাদ অপূর্ব, এম এ আর নয়ন, হাসান জামিল, জহুরুল ইসলাম জনি, আব্দুর রহমান, মাহফুজ হোসেন, শিলা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা পরিবারের প্রতিষ্ঠাতা ও হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান।