ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গার দুটি আসনে ২৩ জনের মনোনয়ন ফরম সংগ্রহ, দাখিলের শেষ দিন আজ

আলী আজগার টগরসহ পাঁচজনের মনোনয়ন ফরম জমা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
  • / ২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় নতুন করে দুজনসহ দুটি আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোট ২৩ জন। গতকাল বুধবার চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক এবং চুয়াডাঙ্গা-২ আসনে জাসদের (ইনু) ইয়াছিন উল্লাহ মনোনয়ন সংগ্রহ করেছেন। গতকাল বুধবার পর্যন্ত পাঁচজন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তাঁরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী চুয়াডাঙ্গা-২ আসনের বর্তমান সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, এনপিপি’র কেন্দ্রীয় মহাসচিব ইদ্রিস চৌধুরী, চুয়াডাঙ্গা-১ আসনে জাতীয় পার্টির (জাপা) চুয়াডাঙ্গা জেলার শাখার সভাপতি অ্যাড. সোহরাব হোসেন, চুয়াডাঙ্গা-২ আসনে জাতীয় পার্টির (জাপা) চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. রবিউল ইসলাম, জাকের পার্টির আব্দুস সালাম, জাকের পার্টির চুয়াডাঙ্গা জেলার সভাপতি আব্দুল লতিফ খান যুবরাজ দামুড়হুদায় মনোনয়ন ফরম জমা দিয়েছেন এবং তিনি চুয়াডাঙ্গা-২ আসনে জাকের পার্টির মনোনিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
জাতীয় সংসদের ৭৯, চুয়াডাঙ্গা-১ ও ৮০, চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, সহকারী রিটার্নিং অফিসার পদে চার উপজেলা নির্বাহী অফিসার এবং এক নির্বাচন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৯, চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৯৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৩৮৭ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৪২ হাজার ৫৮৯ জন। মোট ভোট কেন্দ্রে সংখ্যা ১৮১টি। ৮০, চুয়াডাঙ্গা-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৪ হাজার ৪৪২ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৩১ হাজার ৬৯২ জন। মোট ভোটকেন্দ্রে সংখ্যা ১৭৩টি।
প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল আগামী ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেন। সেই হিসেবে আজ ৩০ নভেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ১-৪ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, আপিল দায়ের ও নিষ্পত্তি ৬-১৫ নভেম্বর, ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গার দুটি আসনে ২৩ জনের মনোনয়ন ফরম সংগ্রহ, দাখিলের শেষ দিন আজ

আলী আজগার টগরসহ পাঁচজনের মনোনয়ন ফরম জমা

আপলোড টাইম : ০৯:১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় নতুন করে দুজনসহ দুটি আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোট ২৩ জন। গতকাল বুধবার চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক এবং চুয়াডাঙ্গা-২ আসনে জাসদের (ইনু) ইয়াছিন উল্লাহ মনোনয়ন সংগ্রহ করেছেন। গতকাল বুধবার পর্যন্ত পাঁচজন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তাঁরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী চুয়াডাঙ্গা-২ আসনের বর্তমান সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, এনপিপি’র কেন্দ্রীয় মহাসচিব ইদ্রিস চৌধুরী, চুয়াডাঙ্গা-১ আসনে জাতীয় পার্টির (জাপা) চুয়াডাঙ্গা জেলার শাখার সভাপতি অ্যাড. সোহরাব হোসেন, চুয়াডাঙ্গা-২ আসনে জাতীয় পার্টির (জাপা) চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. রবিউল ইসলাম, জাকের পার্টির আব্দুস সালাম, জাকের পার্টির চুয়াডাঙ্গা জেলার সভাপতি আব্দুল লতিফ খান যুবরাজ দামুড়হুদায় মনোনয়ন ফরম জমা দিয়েছেন এবং তিনি চুয়াডাঙ্গা-২ আসনে জাকের পার্টির মনোনিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
জাতীয় সংসদের ৭৯, চুয়াডাঙ্গা-১ ও ৮০, চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, সহকারী রিটার্নিং অফিসার পদে চার উপজেলা নির্বাহী অফিসার এবং এক নির্বাচন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৯, চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৯৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৩৮৭ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৪২ হাজার ৫৮৯ জন। মোট ভোট কেন্দ্রে সংখ্যা ১৮১টি। ৮০, চুয়াডাঙ্গা-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৪ হাজার ৪৪২ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৩১ হাজার ৬৯২ জন। মোট ভোটকেন্দ্রে সংখ্যা ১৭৩টি।
প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল আগামী ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেন। সেই হিসেবে আজ ৩০ নভেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ১-৪ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, আপিল দায়ের ও নিষ্পত্তি ৬-১৫ নভেম্বর, ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে।