ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি, সাহিত্যিক, নাট্য ব্যাক্তিত্ব খ. হামিদুল আজমের জন্মদিন উদ্যাপন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
  • / ২৩ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি, সাহিত্যিক ও নাট্য ব্যক্তিত্ব খন্দকার হামিদুল ইসলাম আজমের ৬৭তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল রোববার বেলা দুইটার দিকে আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ জন্মদিন উদ্যাপন করা হয়। আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আ.ফ.ম সিরাজ সামজী জন্মদিন উদ্যাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কবি আব্দুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার ও আলমডাঙ্গা সাংস্কৃতিক জোটের সভাপতি ডা. অমল কুমার। আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরির উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি রহমান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ্বাস, সিনিয়র সাংবাদিক ফিরোজ ইফতেখার, গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি জামিরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক কবি হাবিবুর রহমান মজুমদার, কবি ও প্রকাশক কিশোর কারুনিক, কবি হাসিনা হারভীয়া, ব্যাংক এশিয়ার শাহাবুল ইসলাম, সাংবাদিক শরিফুল ইসলাম, সাংবাদিক তানভীর আহম্মেদ সোহেল, সাহরিয়ার মানিক প্রমুখ।
জন্মদিনে কবি হামিদুল ইসলাম আজম তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘আমি ছোট বয়স থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ি। বিশেষ করে নাটকের প্রতি আমার বরাবরই ঝোক ছিল। নাটক লেখা, মঞ্চ করা, রেডিও নাটক করা, টেলিভিশনে নাটক করার শখ ছিল। সবই একে একে করেছি। কিন্তু বয়সটা ততোদিনে অনেক দূর গড়িয়ে গেছে। ফুটবল খেলোয়াড় হিসেবে খুলনা দাদা ম্যাচ ও ক্রিসেন্ট জুট মিলে চাকরি করেছি। মাত্র ১৪ বছর ৭ মাস বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারতে চলে গেছি। আজ বয়স বেড়েছে, কিন্তু মনের জোরে এখনো সব কাজ করে বেড়াচ্ছি।’
এসময় উপস্থিত ছিলেন হাটবোয়ালিয়া কলেজের সহকারী অধ্যাপক কবি আসিফ রহিম জোয়ার্দ্দার, কবি ডা. আলম জাকারিয়া, কবি মহসিন আলী চান্দ, কবি অহর আলী প্রমুখ। সভা শেষে কেক কেটে খন্দকার হামিদুল ইসলাম আজমের ৬৭তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি, সাহিত্যিক, নাট্য ব্যাক্তিত্ব খ. হামিদুল আজমের জন্মদিন উদ্যাপন

আপলোড টাইম : ১০:২৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি, সাহিত্যিক ও নাট্য ব্যক্তিত্ব খন্দকার হামিদুল ইসলাম আজমের ৬৭তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল রোববার বেলা দুইটার দিকে আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ জন্মদিন উদ্যাপন করা হয়। আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আ.ফ.ম সিরাজ সামজী জন্মদিন উদ্যাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কবি আব্দুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার ও আলমডাঙ্গা সাংস্কৃতিক জোটের সভাপতি ডা. অমল কুমার। আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরির উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি রহমান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ্বাস, সিনিয়র সাংবাদিক ফিরোজ ইফতেখার, গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি জামিরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক কবি হাবিবুর রহমান মজুমদার, কবি ও প্রকাশক কিশোর কারুনিক, কবি হাসিনা হারভীয়া, ব্যাংক এশিয়ার শাহাবুল ইসলাম, সাংবাদিক শরিফুল ইসলাম, সাংবাদিক তানভীর আহম্মেদ সোহেল, সাহরিয়ার মানিক প্রমুখ।
জন্মদিনে কবি হামিদুল ইসলাম আজম তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘আমি ছোট বয়স থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ি। বিশেষ করে নাটকের প্রতি আমার বরাবরই ঝোক ছিল। নাটক লেখা, মঞ্চ করা, রেডিও নাটক করা, টেলিভিশনে নাটক করার শখ ছিল। সবই একে একে করেছি। কিন্তু বয়সটা ততোদিনে অনেক দূর গড়িয়ে গেছে। ফুটবল খেলোয়াড় হিসেবে খুলনা দাদা ম্যাচ ও ক্রিসেন্ট জুট মিলে চাকরি করেছি। মাত্র ১৪ বছর ৭ মাস বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারতে চলে গেছি। আজ বয়স বেড়েছে, কিন্তু মনের জোরে এখনো সব কাজ করে বেড়াচ্ছি।’
এসময় উপস্থিত ছিলেন হাটবোয়ালিয়া কলেজের সহকারী অধ্যাপক কবি আসিফ রহিম জোয়ার্দ্দার, কবি ডা. আলম জাকারিয়া, কবি মহসিন আলী চান্দ, কবি অহর আলী প্রমুখ। সভা শেষে কেক কেটে খন্দকার হামিদুল ইসলাম আজমের ৬৭তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়।