ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গা জমজম মিয়া সুপার মার্কেটে চুরি

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ১০:২৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • / ১৮ বার পড়া হয়েছে

আলমডাঙ্গার জমজম মিয়া সুপার মার্কেটে অভিনব কায়দায় দোকানের ক্যাশ বাক্স ভেঙে নগদ প্রায় দেড় লাখ টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা। গতকাল শনিবার সকাল ৭টার দিকে আলমডাঙ্গায় কাপড়পট্টিতে জমজম মিয়া সুপার মার্কেটে এই চুরির ঘটনা ঘটেছে। প্রশাসনের উদাসীনতায় শহরে চুরি বাড়ছে বলে দাবি ব্যবসায়ীদের।

গার্মেন্টস মালিক সমিতির সভাপতি কামরুল ইসলাম রনি বলেন, একের পর এক চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে। প্রশাসনের উদাসীনতায় কারণে ঘটছে বলে মনে করেন তিনি।

এ বিষয়ে আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন বলেন, আলমডাঙ্গা বর্তমান প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। তাই একেরপর এক চুরির ঘটনা ঘটে যাচ্ছে। সিসি ক্যামেরার বিষয় জানতে চাইলে তিনি বলেন, যে মার্কেটে চুরি হয়েছে, সেখানে তো সিসি ক্যামেরা আছে, সেই ফুটেজ দেখে উনি চোর শনাক্ত করছেন না কেন?

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া বলেন, আলমডাঙ্গা একটি বড় উপজেলা। তবে তাদের লোকবল কম। আশপাশের অনেক থানা থেকে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলনকে অনেকবার সিসি ক্যামেরা ঠিক করার জন্য তাগাদা দেওয়া হলেও তিনি করেননি এবং অসুস্থ বয়োবৃদ্ধ পাহারাদার নিয়োগ করেছেন। এটি বণিক সমিতির আন্তরিকতার অভাব বলে মনে করেন তিনি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গা জমজম মিয়া সুপার মার্কেটে চুরি

আপলোড টাইম : ১০:২৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গার জমজম মিয়া সুপার মার্কেটে অভিনব কায়দায় দোকানের ক্যাশ বাক্স ভেঙে নগদ প্রায় দেড় লাখ টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা। গতকাল শনিবার সকাল ৭টার দিকে আলমডাঙ্গায় কাপড়পট্টিতে জমজম মিয়া সুপার মার্কেটে এই চুরির ঘটনা ঘটেছে। প্রশাসনের উদাসীনতায় শহরে চুরি বাড়ছে বলে দাবি ব্যবসায়ীদের।

গার্মেন্টস মালিক সমিতির সভাপতি কামরুল ইসলাম রনি বলেন, একের পর এক চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে। প্রশাসনের উদাসীনতায় কারণে ঘটছে বলে মনে করেন তিনি।

এ বিষয়ে আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন বলেন, আলমডাঙ্গা বর্তমান প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। তাই একেরপর এক চুরির ঘটনা ঘটে যাচ্ছে। সিসি ক্যামেরার বিষয় জানতে চাইলে তিনি বলেন, যে মার্কেটে চুরি হয়েছে, সেখানে তো সিসি ক্যামেরা আছে, সেই ফুটেজ দেখে উনি চোর শনাক্ত করছেন না কেন?

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া বলেন, আলমডাঙ্গা একটি বড় উপজেলা। তবে তাদের লোকবল কম। আশপাশের অনেক থানা থেকে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলনকে অনেকবার সিসি ক্যামেরা ঠিক করার জন্য তাগাদা দেওয়া হলেও তিনি করেননি এবং অসুস্থ বয়োবৃদ্ধ পাহারাদার নিয়োগ করেছেন। এটি বণিক সমিতির আন্তরিকতার অভাব বলে মনে করেন তিনি।