ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গা ও দামুড়হুদায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
  • / ১৯ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে আলমডাঙ্গা ও দামুড়হুদা উপজেলা প্রশাসনের পৃথক আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘কোনো ধর্মের ওপর আঘাত হানার অধিকার কারো নেই। ধর্ম যার যার উৎসব সবার। আমরা আলমডাঙ্গায় দীর্ঘবছর হিন্দু-মুসলিম একত্রে বসবাস করে আসছি। উভয় ধর্মের মানুষের মধ্যে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক বিরাজমান।’ তিনি আরও বলেন, প্রশাসন সার্বিকভাবে প্রস্তুত থাকবে। কোনো রকম দূরভিসন্ধি চোখে পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গা থানার এসআই আমিনুর রহমান, পৌর প্যানেল মেয়র খন্দকার মুজিবুল হক, আবাসিক প্রকৌশলী শাহিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান আসাদুল হক মিকা, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ডাক্তার অমল কুমার বিশ্বাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত, সাধারণ সম্পাদক পলাশ আচার্য, ফায়ার স্টেশনের মাস্টার মিজানুর রহমান, পৌর পূজা উদ্যাপন কমিটির সভাপতি পরিমল কুমার কালু ঘোষ, হারদী পূজা মন্দিরের সভাপতি ষষ্ঠী রানী কর্মকার, সাধারণ সম্পাদক পদ্মারানী সাহা, ভালাইপুর মন্দির কমিটির সভাপতি জ্যোষ্ঠ দাস, বন্ডবিল মন্দির কমিটির সভাপতি সৌমেন্দ্রনাথ বিশ্বাস, আনন্দধাম পূজা মন্দির কমিটির সভাপতি আনন্দ বিশ্বাস প্রমুখ।

দামুড়হুদা:
দামুড়হুদায় হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলা প্রসাশনের আয়োজনে বিআরডিসির হলরুমে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা বেগম।

এসময় তিনি বলেন, পূজামণ্ডপগুলোতে সবসময় লাইটিংয়ের ব্যবস্থা রাখতে হবে। রাতে মেয়েদের এককভাবে পূজামণ্ডপে আসতে দিবেন না। পুজামণ্ডপের আশপাশে মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করা যাবে না। প্রত্যেক পূজামণ্ডপে সিসি ক্যামেরা লাগাতে হবে। এবং অবশ্যই সূর্য্য অস্ত যাওয়ার আগে প্রতিমা বিসর্জন দিতে হবে।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুম আব্দুল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা হামিদুর রহমান, উপজেল পরিসংখ্যান তদন্ত কর্মকর্তা জিল্লুর রহমান, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর, উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক রাফিজা খাতুন, দামুড়হুদা হিন্দু পরিষদের সভাপতি আনন্দ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় হালদার, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবীসহ উপজেলার বিভিন্ন এলকার হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিবর্গ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গা ও দামুড়হুদায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপলোড টাইম : ০৮:২৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদন: হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে আলমডাঙ্গা ও দামুড়হুদা উপজেলা প্রশাসনের পৃথক আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘কোনো ধর্মের ওপর আঘাত হানার অধিকার কারো নেই। ধর্ম যার যার উৎসব সবার। আমরা আলমডাঙ্গায় দীর্ঘবছর হিন্দু-মুসলিম একত্রে বসবাস করে আসছি। উভয় ধর্মের মানুষের মধ্যে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক বিরাজমান।’ তিনি আরও বলেন, প্রশাসন সার্বিকভাবে প্রস্তুত থাকবে। কোনো রকম দূরভিসন্ধি চোখে পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গা থানার এসআই আমিনুর রহমান, পৌর প্যানেল মেয়র খন্দকার মুজিবুল হক, আবাসিক প্রকৌশলী শাহিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান আসাদুল হক মিকা, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ডাক্তার অমল কুমার বিশ্বাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত, সাধারণ সম্পাদক পলাশ আচার্য, ফায়ার স্টেশনের মাস্টার মিজানুর রহমান, পৌর পূজা উদ্যাপন কমিটির সভাপতি পরিমল কুমার কালু ঘোষ, হারদী পূজা মন্দিরের সভাপতি ষষ্ঠী রানী কর্মকার, সাধারণ সম্পাদক পদ্মারানী সাহা, ভালাইপুর মন্দির কমিটির সভাপতি জ্যোষ্ঠ দাস, বন্ডবিল মন্দির কমিটির সভাপতি সৌমেন্দ্রনাথ বিশ্বাস, আনন্দধাম পূজা মন্দির কমিটির সভাপতি আনন্দ বিশ্বাস প্রমুখ।

দামুড়হুদা:
দামুড়হুদায় হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলা প্রসাশনের আয়োজনে বিআরডিসির হলরুমে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা বেগম।

এসময় তিনি বলেন, পূজামণ্ডপগুলোতে সবসময় লাইটিংয়ের ব্যবস্থা রাখতে হবে। রাতে মেয়েদের এককভাবে পূজামণ্ডপে আসতে দিবেন না। পুজামণ্ডপের আশপাশে মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করা যাবে না। প্রত্যেক পূজামণ্ডপে সিসি ক্যামেরা লাগাতে হবে। এবং অবশ্যই সূর্য্য অস্ত যাওয়ার আগে প্রতিমা বিসর্জন দিতে হবে।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুম আব্দুল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা হামিদুর রহমান, উপজেল পরিসংখ্যান তদন্ত কর্মকর্তা জিল্লুর রহমান, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর, উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক রাফিজা খাতুন, দামুড়হুদা হিন্দু পরিষদের সভাপতি আনন্দ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় হালদার, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবীসহ উপজেলার বিভিন্ন এলকার হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিবর্গ।