ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গা ও জীবননগরে পৃথক দুটি স্থানে ট্রাক ও মাটি ভর্তি ট্রাক্টর উল্টে খাদে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
  • / ৩১ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও জীবননগর উপজেলায় পৃথক দুটি দুর্ঘটনায় ট্রাক চালক, হেলপার ও এক কিশোরসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার পৃথক স্থানে ভিন্ন ভিন্ন সময়ে এই তিনজনের মৃত্যু হয়।

আলমডাঙ্গা:

চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ বাজার থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী ভুট্টা বোঝায় ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে ট্রাকের চালক ও হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বেলা দেড়টার সময় চুয়াডাঙ্গা-কুষ্টিয়া হাইওয়ে সড়কে কুষ্টিয়াগামী বালির ড্রাম ট্রাককে অতিক্রম করতে গিয়ে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের কমিউনিটি ক্লিনিকের নিকট এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার দামুড়হুদা উপজেলার ইবরাহিমপুর গ্রামের ওহিদুল ইসলামের ছেলে আল আমিন (৪২) ও একই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে ওই ট্রাকের হেলপার আশিক হোসেন (২৭)-এর মৃত্যু হয়।

জানা যায়, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া হাইওয়ে কুষ্টিয়াগামী একটি ট্রাককে দ্রæত গতিতে ভুট্টা বোঝায় ট্রাকটি অতিক্রম করতে গেলে রাস্তার পাশের কড়ুই গাছের সঙ্গে লেগে পাশের খাদে উল্টে যায়। এসময় স্থানীয়রা আলমডাঙ্গা থানার আওতাধীন পাইকপাড়া ক্যাম্পে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভির ডিফেন্সের সদস্যরা এসে ট্রাকের চালক ও হেলপার মৃত অবস্থায় উদ্ধার করে।

পাইকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সুফল কুমার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথেই আমি আমার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসি। এবং আলমডাঙ্গা ফায়ার সার্ভিসকে অবহিত করলে তারাও দ্রæত ঘটনাস্থলে আসে। এরপর উদ্ধার কাজ শুরু করাসহ ট্রাকের চালক ও হেলপারের ঠিকানা নিশ্চিত হয়ে তাদের বাড়িতে খবর দিই।

এবিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের না করায় উভয়ের মৃত দেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এদিকে, দুটি পরিবারের উপার্জন সক্ষম দুজনের মৃত্যুতে তাদের পরিবারে অনিশ্চয়তা নেমে এসেছে। তাদের পরিবারের সদস্যদের বুকফাঁটা আর্তনাদে আকাশ ভারি হয়ে উঠে।

জীবননগর:

চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাক্টর উল্টে কিশোর হেলপার হাসান আলীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ানের গঙ্গাদাসপুর গ্রামের সীমান্ত ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে জীবননগর থানায় নিয়েছে। নিহত হাসান আলী (১৩) জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের আলী আহম্মেদের ছেলে ও ট্রাক্টরের হেলপার।

স্থানীয়রা জানান, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর গ্রামের ভৈরব নদের পাড় থেকে আঁধারে ১৫ থেকে ২০টি ট্রাক্টর প্রতিদিন মাটি লোড করে জীবননগর উপজেলার ভিভিএম ইটভাটায় নিয়ে যায়। গতকাল সোমবার ভোরে ভৈরব নদের এই মাটি টানছিল দুর্ঘটনায় পড়া ট্রাক্টরটি। এরমধ্যে ইটভাটায় মাটি আনলোড করে আবার মাটি আনতে যাওয়ার পথে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। এসময় ট্রাক্টরের হেলপার হাসান (১৩) ট্রাক্টরের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায। পরে খবর পেয়ে জীবননগর থানা পুলিশের সদস্যরা সকাল ৮টায় ঘটনাস্থল থেকে হাসানের লাশ উদ্ধার করে জীবননগর থানায় নিয়ে আসে ।

এ ব্যাপারে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, ‘ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন গোটা পরিবার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এর একটা সমাধান দাবি করেছে এলাকাবাসী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গা ও জীবননগরে পৃথক দুটি স্থানে ট্রাক ও মাটি ভর্তি ট্রাক্টর উল্টে খাদে

আপলোড টাইম : ০৮:৫২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও জীবননগর উপজেলায় পৃথক দুটি দুর্ঘটনায় ট্রাক চালক, হেলপার ও এক কিশোরসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার পৃথক স্থানে ভিন্ন ভিন্ন সময়ে এই তিনজনের মৃত্যু হয়।

আলমডাঙ্গা:

চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ বাজার থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী ভুট্টা বোঝায় ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে ট্রাকের চালক ও হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বেলা দেড়টার সময় চুয়াডাঙ্গা-কুষ্টিয়া হাইওয়ে সড়কে কুষ্টিয়াগামী বালির ড্রাম ট্রাককে অতিক্রম করতে গিয়ে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের কমিউনিটি ক্লিনিকের নিকট এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার দামুড়হুদা উপজেলার ইবরাহিমপুর গ্রামের ওহিদুল ইসলামের ছেলে আল আমিন (৪২) ও একই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে ওই ট্রাকের হেলপার আশিক হোসেন (২৭)-এর মৃত্যু হয়।

জানা যায়, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া হাইওয়ে কুষ্টিয়াগামী একটি ট্রাককে দ্রæত গতিতে ভুট্টা বোঝায় ট্রাকটি অতিক্রম করতে গেলে রাস্তার পাশের কড়ুই গাছের সঙ্গে লেগে পাশের খাদে উল্টে যায়। এসময় স্থানীয়রা আলমডাঙ্গা থানার আওতাধীন পাইকপাড়া ক্যাম্পে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভির ডিফেন্সের সদস্যরা এসে ট্রাকের চালক ও হেলপার মৃত অবস্থায় উদ্ধার করে।

পাইকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সুফল কুমার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথেই আমি আমার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসি। এবং আলমডাঙ্গা ফায়ার সার্ভিসকে অবহিত করলে তারাও দ্রæত ঘটনাস্থলে আসে। এরপর উদ্ধার কাজ শুরু করাসহ ট্রাকের চালক ও হেলপারের ঠিকানা নিশ্চিত হয়ে তাদের বাড়িতে খবর দিই।

এবিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের না করায় উভয়ের মৃত দেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এদিকে, দুটি পরিবারের উপার্জন সক্ষম দুজনের মৃত্যুতে তাদের পরিবারে অনিশ্চয়তা নেমে এসেছে। তাদের পরিবারের সদস্যদের বুকফাঁটা আর্তনাদে আকাশ ভারি হয়ে উঠে।

জীবননগর:

চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাক্টর উল্টে কিশোর হেলপার হাসান আলীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ানের গঙ্গাদাসপুর গ্রামের সীমান্ত ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে জীবননগর থানায় নিয়েছে। নিহত হাসান আলী (১৩) জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের আলী আহম্মেদের ছেলে ও ট্রাক্টরের হেলপার।

স্থানীয়রা জানান, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর গ্রামের ভৈরব নদের পাড় থেকে আঁধারে ১৫ থেকে ২০টি ট্রাক্টর প্রতিদিন মাটি লোড করে জীবননগর উপজেলার ভিভিএম ইটভাটায় নিয়ে যায়। গতকাল সোমবার ভোরে ভৈরব নদের এই মাটি টানছিল দুর্ঘটনায় পড়া ট্রাক্টরটি। এরমধ্যে ইটভাটায় মাটি আনলোড করে আবার মাটি আনতে যাওয়ার পথে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। এসময় ট্রাক্টরের হেলপার হাসান (১৩) ট্রাক্টরের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায। পরে খবর পেয়ে জীবননগর থানা পুলিশের সদস্যরা সকাল ৮টায় ঘটনাস্থল থেকে হাসানের লাশ উদ্ধার করে জীবননগর থানায় নিয়ে আসে ।

এ ব্যাপারে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, ‘ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন গোটা পরিবার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এর একটা সমাধান দাবি করেছে এলাকাবাসী।