ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার খাইরুল আলমের দাফন সম্পন্ন : বিভিন্ন মহলের শোক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
  • / ২৫ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার খাইরুল আলমের নামাজের জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁর নিজ গ্রাম পারদুর্গাপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজ ও দাফনকার্যে অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ, জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, কেন্দ্রীয় যুবদল নেতা এমদাদুল হক ডাবু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার বাবলু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, আনোয়ার হোসেন প্রমুখ। এছাড়া চুয়াডাঙ্গা সদর, জীবননগর, দামুড়হুদা ও দর্শনা থেকে বিএনপি নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দ জানাজার নামাজ ও দাফনকার্যে অংশগ্রহণ করেন। জানাজার নামাজে পূর্বে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফসহ অনেকে।

এদিকে, ইঞ্জিনিয়ার খাইরুল আলমের মৃত্যুতে চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ, চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জায়েদ মো. রাজিব খান, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্য সচিব সাইফুর রহমান কনক মরহুম খায়রুল আলমের বিদ্রেহী আত্মার মাগফিরাত ও পরকালে জান্নাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

নেতৃবৃন্দ তাদের শোকবার্তায় মহান দয়াময় আল্লাহ কাছে সহযোদ্ধা খায়রুল আলমের ভুলত্রুটির ক্ষমা প্রার্থনা করে তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করা হয়, তা উল্লেখ করেন।

উল্লেখ্য, আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার খাইরুল আলম গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যকালে তিনি স্ত্রী সন্তান, মা-বাবাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার খাইরুল আলমের দাফন সম্পন্ন : বিভিন্ন মহলের শোক

আপলোড টাইম : ০৮:৫৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার খাইরুল আলমের নামাজের জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁর নিজ গ্রাম পারদুর্গাপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজ ও দাফনকার্যে অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ, জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, কেন্দ্রীয় যুবদল নেতা এমদাদুল হক ডাবু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার বাবলু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, আনোয়ার হোসেন প্রমুখ। এছাড়া চুয়াডাঙ্গা সদর, জীবননগর, দামুড়হুদা ও দর্শনা থেকে বিএনপি নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দ জানাজার নামাজ ও দাফনকার্যে অংশগ্রহণ করেন। জানাজার নামাজে পূর্বে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফসহ অনেকে।

এদিকে, ইঞ্জিনিয়ার খাইরুল আলমের মৃত্যুতে চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ, চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জায়েদ মো. রাজিব খান, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্য সচিব সাইফুর রহমান কনক মরহুম খায়রুল আলমের বিদ্রেহী আত্মার মাগফিরাত ও পরকালে জান্নাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

নেতৃবৃন্দ তাদের শোকবার্তায় মহান দয়াময় আল্লাহ কাছে সহযোদ্ধা খায়রুল আলমের ভুলত্রুটির ক্ষমা প্রার্থনা করে তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করা হয়, তা উল্লেখ করেন।

উল্লেখ্য, আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার খাইরুল আলম গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যকালে তিনি স্ত্রী সন্তান, মা-বাবাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।