ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগাঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:৫৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
  • / ১৮ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাবলু ও সেক্রটারি রোকন এবং আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি পিন্টু ও সেক্রটারি ওল্টু নির্বাচিত

আলমডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় পান্না কমিউনিটি সেন্টারে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রউফুন নাহার রিনার সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগাঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির খুলনা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।

প্রধান অতিথি অনিন্দ্য ইসলাম অমিত তাঁর বক্তব্যে বলেন, ‘সরকার দেশকে দেউলিয়া করে ফেলেছে। এরা গণতন্ত্রের লেবাস পরে স্বৈরাতন্ত্র চালিয়ে যাচ্ছে। মানুষের বাক স্বাধীনতা নেই, কথা বললেই হামলা-মামলার স্বীকার হতে হয়। এই স্বৈরাচারী সরকারকে আর ক্ষমতায় দেখতে চাইনা জনগণ। তাই আসুন ঐক্যবদ্ধভাবে এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে টেনে নামাই।’
সম্মেলনের উদ্বোধক চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান বাবু খান বলেন, ‘সরকার বিএনপিকে ভয় পাই বলেই সাবেক প্রধানমন্ত্রী দেশনেন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করতে দিতে চাইনা। এই রাতের ভোটের সরকারকে টেনে গদি থেকে নামানো হবে।’

অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ বলেন, ‘চুয়াডাঙ্গা জেলার মানুষ আজ জিম্মি, কোনো ঠিকাদারিই সাধারণ ঠিকারদারদের হাতে নেই। সমস্ত কাজ জোরপূর্বক সরকারি দলের নেতাকর্মীরা ভাগবাটোয়ারা করে খাচ্ছে। দেশে গণতন্ত্র নেই, গণতন্ত্রের নামে স্বৈরাতন্ত্র চলছে। কারো রাজনীতি করার অধিকার নেই, একদলীয় শাসন ব্যবস্থা চলছে। এর থেকে মুক্তি পেতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই। মাদার অফ গণতন্ত্র, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে জনাব তারেক রহমান নেতৃত্বে এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে নামানো হবে।’

চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সম্বয়নকারী আজিজুর রহমান পিন্টুর উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুর জব্বার সোনা, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাত, জিল্লুর রহমান ওল্টু, আমিনুল ইসলাম রোকন, আনোয়ার হোসেন, আক্তার হোসেন প্রমুখ।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আব্দুল জব্বার বাবলুকে সভাপতি ও আমিনুল ইসলাম রোকনকে সাধারণ সম্পাদক করে উপজেলা বিএনপি ও আজিজুর রহমান পিন্টুকে সভাপতি ও জিল্লুর রহমান ওল্টুকে সাধারণ সম্পাদক করে পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এসময় সম্মেলনস্থলে উপস্থিত সকলে করতালি দিয়ে নবনির্বাচিতদের স্বাগত ও শুভেচ্ছা জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগাঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম

আপলোড টাইম : ০২:৫৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাবলু ও সেক্রটারি রোকন এবং আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি পিন্টু ও সেক্রটারি ওল্টু নির্বাচিত

আলমডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় পান্না কমিউনিটি সেন্টারে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রউফুন নাহার রিনার সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগাঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির খুলনা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।

প্রধান অতিথি অনিন্দ্য ইসলাম অমিত তাঁর বক্তব্যে বলেন, ‘সরকার দেশকে দেউলিয়া করে ফেলেছে। এরা গণতন্ত্রের লেবাস পরে স্বৈরাতন্ত্র চালিয়ে যাচ্ছে। মানুষের বাক স্বাধীনতা নেই, কথা বললেই হামলা-মামলার স্বীকার হতে হয়। এই স্বৈরাচারী সরকারকে আর ক্ষমতায় দেখতে চাইনা জনগণ। তাই আসুন ঐক্যবদ্ধভাবে এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে টেনে নামাই।’
সম্মেলনের উদ্বোধক চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান বাবু খান বলেন, ‘সরকার বিএনপিকে ভয় পাই বলেই সাবেক প্রধানমন্ত্রী দেশনেন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করতে দিতে চাইনা। এই রাতের ভোটের সরকারকে টেনে গদি থেকে নামানো হবে।’

অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ বলেন, ‘চুয়াডাঙ্গা জেলার মানুষ আজ জিম্মি, কোনো ঠিকাদারিই সাধারণ ঠিকারদারদের হাতে নেই। সমস্ত কাজ জোরপূর্বক সরকারি দলের নেতাকর্মীরা ভাগবাটোয়ারা করে খাচ্ছে। দেশে গণতন্ত্র নেই, গণতন্ত্রের নামে স্বৈরাতন্ত্র চলছে। কারো রাজনীতি করার অধিকার নেই, একদলীয় শাসন ব্যবস্থা চলছে। এর থেকে মুক্তি পেতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই। মাদার অফ গণতন্ত্র, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে জনাব তারেক রহমান নেতৃত্বে এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে নামানো হবে।’

চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সম্বয়নকারী আজিজুর রহমান পিন্টুর উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুর জব্বার সোনা, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাত, জিল্লুর রহমান ওল্টু, আমিনুল ইসলাম রোকন, আনোয়ার হোসেন, আক্তার হোসেন প্রমুখ।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আব্দুল জব্বার বাবলুকে সভাপতি ও আমিনুল ইসলাম রোকনকে সাধারণ সম্পাদক করে উপজেলা বিএনপি ও আজিজুর রহমান পিন্টুকে সভাপতি ও জিল্লুর রহমান ওল্টুকে সাধারণ সম্পাদক করে পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এসময় সম্মেলনস্থলে উপস্থিত সকলে করতালি দিয়ে নবনির্বাচিতদের স্বাগত ও শুভেচ্ছা জানান।