ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় যুবক জখম, রেফার্ড

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:০২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
  • / ৩৯ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় পাখিভ্যানের সঙ্গে সংঘর্ষে ইমরান হোসেন (২০) নামের এক যুবক গুরুতর জখম হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রুইতনপুর দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত ইমরান হোসেন আলমডাঙ্গার রুইতনপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

জানা যায়, গতকাল বেলা তিনটার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কুলপালামোড়ে যাচ্ছিল। পথের মধ্যে কুলপালা দক্ষীণপাড়ায় পৌছালে সামনে থেকে আসা একটি পাখিভ্যানের সঙ্গে ইমরানের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইমরনের গলায় গুরুতর জম হয়। খবর পেয়ে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি টিম ইমরানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাপসাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাপসাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যত দ্রুত সম্ভব তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে নেওয়ার পরামর্শও দেন। সন্ধায় পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা সদর হাপসাতাল ত্যাগ করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরব হোসেন বলেন, ‘বিকেল পৌনে চারটার দিকে ফায়ার সার্ভিসের একটি টিম ইমিরান নামের এক ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসে। সড়ক দুর্ঘটনায় তার গলায় গুরুতর জখম হয়েছে। আমরা তাঁকে জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেছি। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাপসাতালে রেফার্ড করা হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় যুবক জখম, রেফার্ড

আপলোড টাইম : ০৯:০২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১

আলমডাঙ্গায় পাখিভ্যানের সঙ্গে সংঘর্ষে ইমরান হোসেন (২০) নামের এক যুবক গুরুতর জখম হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রুইতনপুর দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত ইমরান হোসেন আলমডাঙ্গার রুইতনপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

জানা যায়, গতকাল বেলা তিনটার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কুলপালামোড়ে যাচ্ছিল। পথের মধ্যে কুলপালা দক্ষীণপাড়ায় পৌছালে সামনে থেকে আসা একটি পাখিভ্যানের সঙ্গে ইমরানের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইমরনের গলায় গুরুতর জম হয়। খবর পেয়ে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি টিম ইমরানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাপসাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাপসাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যত দ্রুত সম্ভব তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে নেওয়ার পরামর্শও দেন। সন্ধায় পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা সদর হাপসাতাল ত্যাগ করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরব হোসেন বলেন, ‘বিকেল পৌনে চারটার দিকে ফায়ার সার্ভিসের একটি টিম ইমিরান নামের এক ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসে। সড়ক দুর্ঘটনায় তার গলায় গুরুতর জখম হয়েছে। আমরা তাঁকে জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেছি। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাপসাতালে রেফার্ড করা হয়েছে।’