ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালকের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:১৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
  • / ১৬ বার পড়া হয়েছে

 

আলমডাঙ্গা অফিস:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাগর আলী (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতর জখম হয় মোটরসাইকেলের আরোহী সবুজ আলী (২৪)। গতকাল রোববার বিকেল ৪টার আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে শ্রীরামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর আলী কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা গ্রামের বাসিন্দা। আহত সবুজ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জিনারুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বিকেলে সাগর ও সবুজ দুই বন্ধু মোটরসাইকলেযোগে আলমডাঙ্গা থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে শ্রীরামপুরে পৌঁছালে ১০বছর বয়সী একটি শিশু রাস্তার মধ্যে চলে আসে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি পাখিভ্যানের সঙ্গে ধাক্কা মারে। এতে মোটরসাইকলে থেকে ছিটকে পড়ে চালক সাগর ও আরোহী সবুজ দুজনেয় গুরুতর জখম হয়। পরে স্থানীয় ব্যক্তিরা তাদেরকে দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গা ফাতেমা ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে সবুজকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হসপাতালে রেফার্ড করা হয়েছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আলমডাঙ্গা থানাধীন শ্রীরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সগর নামের এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালকের মৃত্যু

আপলোড টাইম : ০৩:১৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২

 

আলমডাঙ্গা অফিস:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাগর আলী (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতর জখম হয় মোটরসাইকেলের আরোহী সবুজ আলী (২৪)। গতকাল রোববার বিকেল ৪টার আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে শ্রীরামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর আলী কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা গ্রামের বাসিন্দা। আহত সবুজ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জিনারুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বিকেলে সাগর ও সবুজ দুই বন্ধু মোটরসাইকলেযোগে আলমডাঙ্গা থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে শ্রীরামপুরে পৌঁছালে ১০বছর বয়সী একটি শিশু রাস্তার মধ্যে চলে আসে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি পাখিভ্যানের সঙ্গে ধাক্কা মারে। এতে মোটরসাইকলে থেকে ছিটকে পড়ে চালক সাগর ও আরোহী সবুজ দুজনেয় গুরুতর জখম হয়। পরে স্থানীয় ব্যক্তিরা তাদেরকে দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গা ফাতেমা ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে সবুজকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হসপাতালে রেফার্ড করা হয়েছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আলমডাঙ্গা থানাধীন শ্রীরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সগর নামের এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’