ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
  • / ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদ-মূল্যবিহীন ও ক্ষতিকর রঙ মেশানো নিম্নমানের শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে চুয়াডাঙ্গার দুই প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।

অভিযান সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা হাইরোডে অবস্থিত মেসার্স ফুড গার্ডেনে তদারকিকালে খাবারের মূল্যতালিকা প্রদর্শন না করা, ফ্রিজে কাচা মাছ মাংশের রক্ত চর্বির সাথে রেডি খাবার সংরক্ষণ, রান্নায় নিষিদ্ধ উপাদান ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. রেজাউল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আলমডাঙ্গা চারতলা মোড়ে মেসার্স মোল্লা স্টোরে মেয়াদ-মূল্যবিহীন ও ক্ষতিকর রঙ মেশানো নিম্নমানের শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে মালিক মো. জামিরুল ইসলামকে ৩৭ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা পৌর স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিত কুমারের নেতৃত্বে আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

আপলোড টাইম : ০৮:৪৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক: মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদ-মূল্যবিহীন ও ক্ষতিকর রঙ মেশানো নিম্নমানের শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে চুয়াডাঙ্গার দুই প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।

অভিযান সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা হাইরোডে অবস্থিত মেসার্স ফুড গার্ডেনে তদারকিকালে খাবারের মূল্যতালিকা প্রদর্শন না করা, ফ্রিজে কাচা মাছ মাংশের রক্ত চর্বির সাথে রেডি খাবার সংরক্ষণ, রান্নায় নিষিদ্ধ উপাদান ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. রেজাউল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আলমডাঙ্গা চারতলা মোড়ে মেসার্স মোল্লা স্টোরে মেয়াদ-মূল্যবিহীন ও ক্ষতিকর রঙ মেশানো নিম্নমানের শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে মালিক মো. জামিরুল ইসলামকে ৩৭ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা পৌর স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিত কুমারের নেতৃত্বে আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম।