ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় পূর্ব বিরোধে পানবরজে অগ্নিসংযোগের অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:৫৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
  • / ১৭ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা উপজেলার কামালপুরে পান বরজে আগুন লাগিয়ে দেওবার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বেলা সাড়ে ৩টার দিকে কামালপুর গ্রামের আইড়ের মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পান বরজে অগ্নিকান্ডের ঘটনায় ভুক্তভোগী পান চাষীর প্রায় ৫ কাঠা জমির লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় আলমডাঙ্গা ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নেয়। ক্ষতিগ্রস্থ কৃষক আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে মাসুদ।

মাসুদ অভিযোগ করে বলেন, গত ১০ বছর যাবৎ পৌর এলাকার আইড়ের মাঠে ১০ কাঠা জমিতে আমি পান চাষ করে আসছি। আমার পান বরজের পাশে গ্রামের মধুর ছেলে কাজলের ঝাল ক্ষেত রয়েছে। পূর্ব বিরোধের জের ধরে তার সঙ্গে আমার একটি দন্দ রয়েছে। আজ (গতকাল) কাজল তার ঝালের ক্ষেত দেখার অযুহাতে আমার পান বরজে আগুন লাগিয়ে দেয়। আমার বড় এনামুল বরজে আগুনের ধোঁয়া দেখে আমাকে খবর দেয় ও পান বরজের নিকটে যেয়ে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। এসময় কাজলকে সেখান থেকে দৌঁড়ে পালিয়ে যেতে দেখে। কাজলই পূর্ব বিরোধের জেরে আমার পান বরজে আগুন লাগিয়েছে। এবিষয়ে অভিযুক্ত কাজলের বক্তব্য নিতে তার মোবাইলফোনে একাধিকবার কল করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, পান বরজে অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। তবে এ ঘটনায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় পূর্ব বিরোধে পানবরজে অগ্নিসংযোগের অভিযোগ

আপলোড টাইম : ০৬:৫৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা উপজেলার কামালপুরে পান বরজে আগুন লাগিয়ে দেওবার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বেলা সাড়ে ৩টার দিকে কামালপুর গ্রামের আইড়ের মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পান বরজে অগ্নিকান্ডের ঘটনায় ভুক্তভোগী পান চাষীর প্রায় ৫ কাঠা জমির লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় আলমডাঙ্গা ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নেয়। ক্ষতিগ্রস্থ কৃষক আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে মাসুদ।

মাসুদ অভিযোগ করে বলেন, গত ১০ বছর যাবৎ পৌর এলাকার আইড়ের মাঠে ১০ কাঠা জমিতে আমি পান চাষ করে আসছি। আমার পান বরজের পাশে গ্রামের মধুর ছেলে কাজলের ঝাল ক্ষেত রয়েছে। পূর্ব বিরোধের জের ধরে তার সঙ্গে আমার একটি দন্দ রয়েছে। আজ (গতকাল) কাজল তার ঝালের ক্ষেত দেখার অযুহাতে আমার পান বরজে আগুন লাগিয়ে দেয়। আমার বড় এনামুল বরজে আগুনের ধোঁয়া দেখে আমাকে খবর দেয় ও পান বরজের নিকটে যেয়ে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। এসময় কাজলকে সেখান থেকে দৌঁড়ে পালিয়ে যেতে দেখে। কাজলই পূর্ব বিরোধের জেরে আমার পান বরজে আগুন লাগিয়েছে। এবিষয়ে অভিযুক্ত কাজলের বক্তব্য নিতে তার মোবাইলফোনে একাধিকবার কল করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, পান বরজে অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। তবে এ ঘটনায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।