ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় পুরাতন মবিল পরিশোধনের সময় শ্রমিক দদ্ধ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
  • / ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় ব্যবহৃত পুরাতন মবিল পরিশোধন করার সময় রাশেদ খান মিলন (৩০) নামের এক শ্রমিক গুরুতর অগ্নিদগ্ধ হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে আলমডাঙ্গা উপজেলার জেহালা বাজারের শ্যাম বাবুর মবিল পরিশোধন কারখানায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। দগ্ধ মিলন জেলাহা ইউনিয়নের মুন্সিগঞ্জ গড়গড়ি গ্রামের আব্দুল করিমের ছেলে।
জানা যায়, গতকাল সকাল ছয়টায় মিলন শ্যাম বাবুর মবিল পরিশোধন কারখানায় তার কাজ শুরু করে। সে পূর্বে এই কারখানার মেশিন অপারেটরের সহায়তাকারী থাকলেও বর্তমানে সেই মেশিনটি পরিচালনা করছিল। গতকাল সকালে ইলেকট্রিক চুল্লিতে মবিল জালানোর সময় চুল্লিটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এর পরপরই চুল্লিতে থাকা মবিলে আগুর ধরে গেলে মিলন গুরুতর দগ্ধ হয়। এসময় তার চিৎকারে স্থানীয় ব্যক্তিরা ছুটে এসে তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপতালের জরুরি বিভাগে নেয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন।
দগ্ধ মিলন বলেন, ‘সকাল ছয়টায় রাতের কর্মীরা চলে যায়, এসময় আমি মবিল পরিশোধন চুল্লিটি পরিচালনা করি। আগে সহায়তাকারী হিসেবে কাজ করলেও এখন নিজেই চুল্লিটির পরিচালনা করতে পারি। আজ (গতকাল) সকালে চুল্লিটি চলার সময় হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। এসময় আমি চুল্লিটি বন্ধ হওয়ার কারণ দেখার চেষ্টা করলে হঠাৎ করেই তাতে থাকা উত্তপ্ত মবিলে আগুন ধরে যায়।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারভিন অনিক চৌধুরী বলেন, ‘সকাল সাতটার দিকে স্থানীয় ব্যক্তিরা গুরুতর দগ্ধ অবস্থায় এক ব্যক্তিকে জরুরি বিভাগে নেয়। তার দুই হাত ও সমস্ত মুখ আগুনে ঝলসে গেছে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হতে পারে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় পুরাতন মবিল পরিশোধনের সময় শ্রমিক দদ্ধ

আপলোড টাইম : ১০:১৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় ব্যবহৃত পুরাতন মবিল পরিশোধন করার সময় রাশেদ খান মিলন (৩০) নামের এক শ্রমিক গুরুতর অগ্নিদগ্ধ হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে আলমডাঙ্গা উপজেলার জেহালা বাজারের শ্যাম বাবুর মবিল পরিশোধন কারখানায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। দগ্ধ মিলন জেলাহা ইউনিয়নের মুন্সিগঞ্জ গড়গড়ি গ্রামের আব্দুল করিমের ছেলে।
জানা যায়, গতকাল সকাল ছয়টায় মিলন শ্যাম বাবুর মবিল পরিশোধন কারখানায় তার কাজ শুরু করে। সে পূর্বে এই কারখানার মেশিন অপারেটরের সহায়তাকারী থাকলেও বর্তমানে সেই মেশিনটি পরিচালনা করছিল। গতকাল সকালে ইলেকট্রিক চুল্লিতে মবিল জালানোর সময় চুল্লিটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এর পরপরই চুল্লিতে থাকা মবিলে আগুর ধরে গেলে মিলন গুরুতর দগ্ধ হয়। এসময় তার চিৎকারে স্থানীয় ব্যক্তিরা ছুটে এসে তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপতালের জরুরি বিভাগে নেয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন।
দগ্ধ মিলন বলেন, ‘সকাল ছয়টায় রাতের কর্মীরা চলে যায়, এসময় আমি মবিল পরিশোধন চুল্লিটি পরিচালনা করি। আগে সহায়তাকারী হিসেবে কাজ করলেও এখন নিজেই চুল্লিটির পরিচালনা করতে পারি। আজ (গতকাল) সকালে চুল্লিটি চলার সময় হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। এসময় আমি চুল্লিটি বন্ধ হওয়ার কারণ দেখার চেষ্টা করলে হঠাৎ করেই তাতে থাকা উত্তপ্ত মবিলে আগুন ধরে যায়।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারভিন অনিক চৌধুরী বলেন, ‘সকাল সাতটার দিকে স্থানীয় ব্যক্তিরা গুরুতর দগ্ধ অবস্থায় এক ব্যক্তিকে জরুরি বিভাগে নেয়। তার দুই হাত ও সমস্ত মুখ আগুনে ঝলসে গেছে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হতে পারে।’