ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
  • / ২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনার জেরে হিরু মণ্ডল (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের খুদিয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম অবস্থায় হিরু মণ্ডলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। জখম হিরু মণ্ডল খুদিয়াখালি গ্রামের বটতলামোড়ের মৃত হারুণ মণ্ডলের ছেলে।

জানা যায়, গত রোববার নিজ কৃষি জমিতে কলা গাছের রোপণ করছিলেন হিরু মণ্ডলের প্রতিবেশি ফরজ আলী। কলা গাছের চারা ঠিকমত রোপণ করতে না পারায় হিরু তাকে নিয়ে ঠাট্টা করে। এসময় দুজনের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরই একপর্যায়ে ফরজ আলী একটি লাঠি দিয়ে হিরুকে পিটিয়ে আহত করে। এরই জের ধরে গতকাল বিকেলে হিরু ও ফরজ আলীর মধ্যে পুনরায় বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে ফরজ আলী তার হাতে থাকা দা দিয়ে হিরুকে কুপিয়ে জখম করে। পরে পরিবারের সদস্যরা জখম অবস্থায় হিরুকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদাণ করেন।

জখম হিরু মণ্ডল বলেন, ‘কলা গাছের চারা লাগানোর খুত ধরায় ফরজ আলী আমাকে গত রোববার পিটিয়ে আহত করে। আজ (গতকাল সোমবার) বিকেলে ফরজ আলীর সঙ্গে দেখা হলে সে তার হাতে থাকা দা দিয়ে আমার ডান হাতে কোপ মারে। পরে পরিবারের সদস্যরা আমাকে হাসপাতালে নিয়ে আসে।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. খালিদ হাসান বলেন, ‘পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম অবস্থায় হিরু নামের এক ব্যক্তিকে জরুরি বিভাগে নেয়। তার ডান হাতে ধারালো অস্তের আঘাতে জখম হয়েছে। জরুরি বিভাগ থেকে তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে।’

 

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম

আপলোড টাইম : ১০:০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনার জেরে হিরু মণ্ডল (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের খুদিয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম অবস্থায় হিরু মণ্ডলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। জখম হিরু মণ্ডল খুদিয়াখালি গ্রামের বটতলামোড়ের মৃত হারুণ মণ্ডলের ছেলে।

জানা যায়, গত রোববার নিজ কৃষি জমিতে কলা গাছের রোপণ করছিলেন হিরু মণ্ডলের প্রতিবেশি ফরজ আলী। কলা গাছের চারা ঠিকমত রোপণ করতে না পারায় হিরু তাকে নিয়ে ঠাট্টা করে। এসময় দুজনের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরই একপর্যায়ে ফরজ আলী একটি লাঠি দিয়ে হিরুকে পিটিয়ে আহত করে। এরই জের ধরে গতকাল বিকেলে হিরু ও ফরজ আলীর মধ্যে পুনরায় বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে ফরজ আলী তার হাতে থাকা দা দিয়ে হিরুকে কুপিয়ে জখম করে। পরে পরিবারের সদস্যরা জখম অবস্থায় হিরুকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদাণ করেন।

জখম হিরু মণ্ডল বলেন, ‘কলা গাছের চারা লাগানোর খুত ধরায় ফরজ আলী আমাকে গত রোববার পিটিয়ে আহত করে। আজ (গতকাল সোমবার) বিকেলে ফরজ আলীর সঙ্গে দেখা হলে সে তার হাতে থাকা দা দিয়ে আমার ডান হাতে কোপ মারে। পরে পরিবারের সদস্যরা আমাকে হাসপাতালে নিয়ে আসে।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. খালিদ হাসান বলেন, ‘পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম অবস্থায় হিরু নামের এক ব্যক্তিকে জরুরি বিভাগে নেয়। তার ডান হাতে ধারালো অস্তের আঘাতে জখম হয়েছে। জরুরি বিভাগ থেকে তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে।’