ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় এসএসসি-৯৮ ব্যাচের মিলন মেলা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
  • / ২৮ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
‘বান্ধবী ছিলাম, বান্ধবী আছি , বান্ধবী থাকব’ স্লোগানে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শেষ হলো আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি-৯৮ ব্যাচের মিলন মেলা ও বান্ধবী পরিচিতি সভা। গতকাল সোমবার সকাল ৯টায় আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। ফুল দিয়ে বন্ধুদের বরণ করে নেয় আয়োজকরা। দীর্ঘদিন পর বান্ধবীদের পেয়ে উচ্ছ্বাসে চোখ-মুখ যেন চকচক করছিল বান্ধবীদের। একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে অনেকেই।
জানা যায়, প্রতিবছরের ন্যায় এবারও সহপাঠীদের কাছে পেয়ে সবাই আবেগ আপ্লুত হয়ে পড়েন। সবাই পুরোনো দিনের স্মৃতি মনে করে আড্ডায় মিলিত হন। বান্ধবীদের কুশল বিনিময় শেষে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বান্ধবী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত মিলন মেলায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি উম্মে হালিমা কাঞ্চন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আঁখি। প্রধান বক্তা ছিলেন পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু ও সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম।
বান্ধবী সংগঠনের কোষাধ্যক্ষ লিমা খাতুনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্ধবী সংগঠনের সদস্য দিল আফরোজ, আবেদা ফেরদৌস, জিন্নাত আরা ফেরদৌস, সুরাইয়া শারমিন কুসুম, সালমা আক্তার সুলতানা হেলেন, মৌসুমী আক্তার, মামুনি মুস্তারি, লাবনী বিশ্বাস লাবণ্য, মুসলিমা আক্তার সীমা, মুক্তা রানী দত্ত, ফারহানা রহমান, সবিতা অধিকারী, আজমেরী বুলবুল প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় এসএসসি-৯৮ ব্যাচের মিলন মেলা

আপলোড টাইম : ১১:২৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২

আলমডাঙ্গা অফিস:
‘বান্ধবী ছিলাম, বান্ধবী আছি , বান্ধবী থাকব’ স্লোগানে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শেষ হলো আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি-৯৮ ব্যাচের মিলন মেলা ও বান্ধবী পরিচিতি সভা। গতকাল সোমবার সকাল ৯টায় আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। ফুল দিয়ে বন্ধুদের বরণ করে নেয় আয়োজকরা। দীর্ঘদিন পর বান্ধবীদের পেয়ে উচ্ছ্বাসে চোখ-মুখ যেন চকচক করছিল বান্ধবীদের। একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে অনেকেই।
জানা যায়, প্রতিবছরের ন্যায় এবারও সহপাঠীদের কাছে পেয়ে সবাই আবেগ আপ্লুত হয়ে পড়েন। সবাই পুরোনো দিনের স্মৃতি মনে করে আড্ডায় মিলিত হন। বান্ধবীদের কুশল বিনিময় শেষে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বান্ধবী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত মিলন মেলায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি উম্মে হালিমা কাঞ্চন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আঁখি। প্রধান বক্তা ছিলেন পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু ও সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম।
বান্ধবী সংগঠনের কোষাধ্যক্ষ লিমা খাতুনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্ধবী সংগঠনের সদস্য দিল আফরোজ, আবেদা ফেরদৌস, জিন্নাত আরা ফেরদৌস, সুরাইয়া শারমিন কুসুম, সালমা আক্তার সুলতানা হেলেন, মৌসুমী আক্তার, মামুনি মুস্তারি, লাবনী বিশ্বাস লাবণ্য, মুসলিমা আক্তার সীমা, মুক্তা রানী দত্ত, ফারহানা রহমান, সবিতা অধিকারী, আজমেরী বুলবুল প্রমুখ।