ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় আটক তিন মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • / ২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাঁদেরকে সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন- আলমডাঙ্গা শহরের গোবিন্দপুর দাসপাড়ার মৃত আইজাল ইসলামের ছেলে বাপ্পি হোসেন (৩০), একই এলাকার মণ্ডলপাড়ার শমসের আলীর ছেলে ইমদাদুল হক (৫৫) এবং মৃত শাহাদত আলীর ছেলে লিটন আলী (৩৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন ফোর্স নিয়ে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাপ্পি হোসেন, ইমদাদুল হক ওটন আলীকে আটক করেন। আটককৃতদের দেহ তল্লাশি চালিয়ে প্রত্যেকের কাছ থেকে ১ অ্যাম্পুল করে ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাপ্পি হোসেনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন। ইমদাদুল হক ও লিটন আলীকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড সেইসাথে দুজনকেই ৫ শ টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় আটক তিন মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা

আপলোড টাইম : ০৮:৩৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাঁদেরকে সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন- আলমডাঙ্গা শহরের গোবিন্দপুর দাসপাড়ার মৃত আইজাল ইসলামের ছেলে বাপ্পি হোসেন (৩০), একই এলাকার মণ্ডলপাড়ার শমসের আলীর ছেলে ইমদাদুল হক (৫৫) এবং মৃত শাহাদত আলীর ছেলে লিটন আলী (৩৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন ফোর্স নিয়ে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাপ্পি হোসেন, ইমদাদুল হক ওটন আলীকে আটক করেন। আটককৃতদের দেহ তল্লাশি চালিয়ে প্রত্যেকের কাছ থেকে ১ অ্যাম্পুল করে ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাপ্পি হোসেনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন। ইমদাদুল হক ও লিটন আলীকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড সেইসাথে দুজনকেই ৫ শ টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।