ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গার ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
  • / ২৩ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় আলমডাঙ্গা উপজেলার ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্লাস্টিক বেঞ্চ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় এ বেঞ্চ বিতরণ করা হয়। প্লাাস্টিক বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

এসময় তিনি বলেন, অধিকাংশ স্কুলে বেঞ্চের অভাব আছে। বর্তমানে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী বেড়েছে। এই বেঞ্চগুলো পাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বসার অসুবিধা কমবে। প্রতিটি প্রতিষ্ঠানে ক্রীড়া শিক্ষকদের উদ্দেশ্যে করে তিনি বলেন, নিয়মিত শিক্ষার্থীদের খেলার মাঠে নিয়ে যেতে হবে। বসে বসে বেতন নেওয়া চলবে না। মনে রাখবেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। সেই শিক্ষকদের আজ-কালকার ছাত্র-ছাত্রীরা মানছে না। আপনজরা যারা বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক বসে আছেন আপনারা বলেন তো, আপনারা কি শিক্ষকদের এখনও সম্মান দেন না? আমি জানি আপনারা সম্মান দেন। কিন্তু আপনার ছাত্ররা আপনাদের সম্মান দেয় না। এখান থেকে বেরিয়ে আসতে হবে। স্কুলে শিক্ষক-শিক্ষকে দলাদলি, একে অপরকে হেয়প্রতিপন্ন করতে ব্যস্ত। এতে আপনাদের সম্মান তো বাড়েই না, বরং নিজেরা নিজেদের অসম্মানিত করছেন। যে জাতি যত শিক্ষিত, সেই দেশ ততো উন্নত। তাই সমৃদ্ধ জাতি ও উন্নত দেশ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্বে বেঞ্চ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা প্রকৌশলী আরিফউদ্দৌলা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত এনামুল হক, উপজেলা একাডেমি সুপারভাইজার ইমরুল হক, খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) লিটন কুমার, জাইকা প্রতিনিধি এনায়েতুল্লাহ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা।

এর আগে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন ও শারীরিক নিরাপত্তার জন্য আনসার সদস্যদের ভবন উদ্বোধন করেন। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের পাশে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে এ ভবন নির্মাণ করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গার ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

আপলোড টাইম : ০৮:৪৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২

আলমডাঙ্গা অফিস: অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় আলমডাঙ্গা উপজেলার ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্লাস্টিক বেঞ্চ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় এ বেঞ্চ বিতরণ করা হয়। প্লাাস্টিক বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

এসময় তিনি বলেন, অধিকাংশ স্কুলে বেঞ্চের অভাব আছে। বর্তমানে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী বেড়েছে। এই বেঞ্চগুলো পাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বসার অসুবিধা কমবে। প্রতিটি প্রতিষ্ঠানে ক্রীড়া শিক্ষকদের উদ্দেশ্যে করে তিনি বলেন, নিয়মিত শিক্ষার্থীদের খেলার মাঠে নিয়ে যেতে হবে। বসে বসে বেতন নেওয়া চলবে না। মনে রাখবেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। সেই শিক্ষকদের আজ-কালকার ছাত্র-ছাত্রীরা মানছে না। আপনজরা যারা বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক বসে আছেন আপনারা বলেন তো, আপনারা কি শিক্ষকদের এখনও সম্মান দেন না? আমি জানি আপনারা সম্মান দেন। কিন্তু আপনার ছাত্ররা আপনাদের সম্মান দেয় না। এখান থেকে বেরিয়ে আসতে হবে। স্কুলে শিক্ষক-শিক্ষকে দলাদলি, একে অপরকে হেয়প্রতিপন্ন করতে ব্যস্ত। এতে আপনাদের সম্মান তো বাড়েই না, বরং নিজেরা নিজেদের অসম্মানিত করছেন। যে জাতি যত শিক্ষিত, সেই দেশ ততো উন্নত। তাই সমৃদ্ধ জাতি ও উন্নত দেশ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্বে বেঞ্চ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা প্রকৌশলী আরিফউদ্দৌলা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত এনামুল হক, উপজেলা একাডেমি সুপারভাইজার ইমরুল হক, খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) লিটন কুমার, জাইকা প্রতিনিধি এনায়েতুল্লাহ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা।

এর আগে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন ও শারীরিক নিরাপত্তার জন্য আনসার সদস্যদের ভবন উদ্বোধন করেন। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের পাশে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে এ ভবন নির্মাণ করা হয়েছে।