ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গার ১৩টি ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন প্রদানকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:০৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
  • / ৪৫ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই মনোনয়নপত্র প্রার্থীদের মধ্যে হস্তান্তর করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
এসময় তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে দলের বিজয় সুনিশ্চিত করতে হলে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করতে হবে। তাই এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আসন্ন ইউপি নির্বাচনে দলীয় চেয়ারম্যান পদপ্রার্থীদের জয়ী করতে সংগঠনের সব স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়টি জেলার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। এছাড়া ইউপি নির্বাচনে যাঁরা দলীয় প্রার্থী বা নৌকা প্রতীকের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হবেন এবং দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করবেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজুসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
আলমডাঙ্গা উপজলার ১৩ ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন হারদী ইউনিয়নে চুয়াডাঙ্গার জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য নুরুল ইসলাম, ভাঙবাড়ীয়া ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রয়াত আশাবুল হক ঠান্ডুর বড় ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য নাহিদ হাসনাত সোহাগ, কুমারী ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ পিণ্টু, বারাদী ইউনিয়নে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আশাবুল হক সম্রাট, গাংনী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এমদাদুল হক মুন্সী, খাদিমপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, জেহালা ইউনিয়নে ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি হাসানুজ্জামান হান্নান, বেলাগাছী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী সমীর কুমার দে, ডাউকি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, জামজামি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, খাসকররা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রুন্নু, চিৎলা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোন্দকার আব্দুল বাতেন ও কালিদাসপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গার ১৩টি ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন প্রদানকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

আপলোড টাইম : ০৮:০৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১

আলমডাঙ্গা উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই মনোনয়নপত্র প্রার্থীদের মধ্যে হস্তান্তর করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
এসময় তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে দলের বিজয় সুনিশ্চিত করতে হলে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করতে হবে। তাই এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আসন্ন ইউপি নির্বাচনে দলীয় চেয়ারম্যান পদপ্রার্থীদের জয়ী করতে সংগঠনের সব স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়টি জেলার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। এছাড়া ইউপি নির্বাচনে যাঁরা দলীয় প্রার্থী বা নৌকা প্রতীকের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হবেন এবং দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করবেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজুসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
আলমডাঙ্গা উপজলার ১৩ ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন হারদী ইউনিয়নে চুয়াডাঙ্গার জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য নুরুল ইসলাম, ভাঙবাড়ীয়া ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রয়াত আশাবুল হক ঠান্ডুর বড় ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য নাহিদ হাসনাত সোহাগ, কুমারী ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ পিণ্টু, বারাদী ইউনিয়নে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আশাবুল হক সম্রাট, গাংনী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এমদাদুল হক মুন্সী, খাদিমপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, জেহালা ইউনিয়নে ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি হাসানুজ্জামান হান্নান, বেলাগাছী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী সমীর কুমার দে, ডাউকি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, জামজামি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, খাসকররা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রুন্নু, চিৎলা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোন্দকার আব্দুল বাতেন ও কালিদাসপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন।