ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গার হারদী ইউনিয়নে কর্মী সভা ও গণসংযোগকালে আসাদুল হক বিশ্বাস

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
  • / ২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মী সভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। গতকাল সোমবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের হারদী বাজারে কর্মী সভা ও বৈদ্যনাথতলা বাজারে গণসংযোগ করেন তিনি। গণসংযোগ ও কর্মী সভায় আসাদুল হক বিশ্বাস পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা নানা রকম স্লোগানের মাধ্যমে আসাদুল হক বিশ্বাসকে স্বাগত জানান। এসময় নেতা-কর্মীরা দেশবিরোধী সকল ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে এক বিশেষ মিছিলও বের করেন।
গণসংযোগ ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হক বিশ্বাস বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সুখী, সমৃদ্ধশালী সোনার বাংলাদেশের। বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়ার কারিগর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রামে গ্রামে আমরা যারা আওয়ামী লীগের কর্মী আছি, তাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। কোনোভাবে কোনো স্থানে আর যেন নতুন কোনো ষড়যন্ত্র করতে না পারে। দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
আসাদুল হক বিশ্বাস আরও বলেন, জাতির পিতাকে হত্যা করলেও তাঁর নীতি ও আদর্শকে মুছে ফেলতে পারেনি। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন জাতির পিতার নাম এ দেশের লাখো-কোটি বাঙালির অন্তরে চির অমলিন, অক্ষয় হয়ে থাকবে। আর আমাদের মাথায় রাখতে হবে, নতুন কোনো ষড়যন্ত্র যাতে না হয়। আমাদের শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে রাখতে হবে। সংবিধান মোতাবেক আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার শক্তি হচ্ছে বড় শক্তি। তা না হলে পতন অবশ্যম্ভাবী। তবে বঙ্গবন্ধুর সৈনিকেরা ঐক্যবদ্ধ হয়ে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসবে। তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে আমি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। আপনাদের দোয়া এবং সমর্থন চাই।
হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব ট্রাক্টরের সভাপতিত্বে ও হারদী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজিবুল হাসান রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামীলী সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইলহাঁস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি ও জেলা কৃষক লীগের সহসভাপতি আক্তারুজ্জামান। আরও বক্তব্য দেন হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শাহাদৎ হোসেন, মো. আরাফ, যুগ্ম সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আসাবুল হক, প্রচার সম্পাদক আক্তার হোসেন, হারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আশরাফুল ও চরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মসিউর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন কালিদাসপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনির, হারদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক, হারদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক হবিবার রহমান, ২ নম্বর ওয়ার্ড সভাপতি করিম মণ্ডল, ৩ নম্বর সভাপতি কদর আলী, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা সেরেকুল ইসলাম, নাগদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল লতিফ, মোমিনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন, ইউপি সদস্য মো. আরিফ, সদর থানা কৃষক লীগের সদস্য কামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য অ্যাড. আব্দুল আলিম, পাপেল মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য আকাশ মোল্লা, পৌর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক তারেক আজিজ নয়ন, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গার হারদী ইউনিয়নে কর্মী সভা ও গণসংযোগকালে আসাদুল হক বিশ্বাস

আপলোড টাইম : ০৯:০০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মী সভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। গতকাল সোমবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের হারদী বাজারে কর্মী সভা ও বৈদ্যনাথতলা বাজারে গণসংযোগ করেন তিনি। গণসংযোগ ও কর্মী সভায় আসাদুল হক বিশ্বাস পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা নানা রকম স্লোগানের মাধ্যমে আসাদুল হক বিশ্বাসকে স্বাগত জানান। এসময় নেতা-কর্মীরা দেশবিরোধী সকল ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে এক বিশেষ মিছিলও বের করেন।
গণসংযোগ ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হক বিশ্বাস বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সুখী, সমৃদ্ধশালী সোনার বাংলাদেশের। বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়ার কারিগর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রামে গ্রামে আমরা যারা আওয়ামী লীগের কর্মী আছি, তাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। কোনোভাবে কোনো স্থানে আর যেন নতুন কোনো ষড়যন্ত্র করতে না পারে। দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
আসাদুল হক বিশ্বাস আরও বলেন, জাতির পিতাকে হত্যা করলেও তাঁর নীতি ও আদর্শকে মুছে ফেলতে পারেনি। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন জাতির পিতার নাম এ দেশের লাখো-কোটি বাঙালির অন্তরে চির অমলিন, অক্ষয় হয়ে থাকবে। আর আমাদের মাথায় রাখতে হবে, নতুন কোনো ষড়যন্ত্র যাতে না হয়। আমাদের শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে রাখতে হবে। সংবিধান মোতাবেক আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার শক্তি হচ্ছে বড় শক্তি। তা না হলে পতন অবশ্যম্ভাবী। তবে বঙ্গবন্ধুর সৈনিকেরা ঐক্যবদ্ধ হয়ে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসবে। তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে আমি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। আপনাদের দোয়া এবং সমর্থন চাই।
হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব ট্রাক্টরের সভাপতিত্বে ও হারদী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজিবুল হাসান রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামীলী সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইলহাঁস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি ও জেলা কৃষক লীগের সহসভাপতি আক্তারুজ্জামান। আরও বক্তব্য দেন হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শাহাদৎ হোসেন, মো. আরাফ, যুগ্ম সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আসাবুল হক, প্রচার সম্পাদক আক্তার হোসেন, হারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আশরাফুল ও চরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মসিউর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন কালিদাসপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনির, হারদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক, হারদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক হবিবার রহমান, ২ নম্বর ওয়ার্ড সভাপতি করিম মণ্ডল, ৩ নম্বর সভাপতি কদর আলী, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা সেরেকুল ইসলাম, নাগদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল লতিফ, মোমিনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন, ইউপি সদস্য মো. আরিফ, সদর থানা কৃষক লীগের সদস্য কামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য অ্যাড. আব্দুল আলিম, পাপেল মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য আকাশ মোল্লা, পৌর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক তারেক আজিজ নয়ন, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।