ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গার শ্যামপুরে পুকুরে বিষ প্রয়োগ!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • / ১৯ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার শ্যামপুরে একটি পুকুরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৭-৮ লক্ষাধিক টাকার মাছ নিধন হয়ে গেছে। গত রোববার দিবাগত রাতে আলমডাঙ্গা কুমারী ইউনিয়নের শ্যামপুরে হাজী সাইদুল ইসলামের পুকুরে এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে পুকুর মালিক হাজী সাইদুল ইসলাম জানান, গত ২৪ আগস্ট স্থানীয় এক প্রতিবেশীর সাথে ঝগড়া হয় তাঁর। ওই প্রতিবেশী জনসম্মুখে তাকে বিভিন্ন ধরণের ক্ষতি করার হুমকি দেন। এই ঝগড়া হওয়ার চারদিন পরে এ ঘটনা ঘটে। সেই প্রতিবেশী ক্ষতি করেছে বলে সাইদুল ইসলাম সাংবাদিকদের জানান। দুই বিঘা আয়তনের এই পুকুরটিতে ৩-৪ বছরের পুরানো মাছও ছিল, প্রতিটি মাছের ওজন গড়ে প্রায় ৪-৫ কেজি এবং প্রতিটি মাছের খাদ্যের জন্য গড়ে প্রায় ৫৭ টাকা করে প্রতিদিন ব্যয় করা হতো বলে পুকুর মালিক জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৫-৬ কেজি ওজনের শত শত মাছ ভাসতে দেখে মিজানুর রহমান লাল্টু পুকুরের তত্ত্বাবধায়ক খোরশেদ আলম খোকাকে খবর দিলে সে তৎক্ষণাৎ আলমডাঙ্গায় অবস্থানরত পুকুর মালিক হাজী সাইদুল ইসলামকে জানান এবং সাইদুল ইসলাম আলমডাঙ্গা থানা পুলিশকে সংবাদ দিলে এসআই ইউসুফ আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রত্যক্ষদর্শীদের ভাষ্যসহ, ক্ষতিগ্রস্ত পুকুর মালিক হাজী সাইদুল ইসলামের জবানবন্দি নেন এবং শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছিল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গার শ্যামপুরে পুকুরে বিষ প্রয়োগ!

আপলোড টাইম : ০৭:০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার শ্যামপুরে একটি পুকুরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৭-৮ লক্ষাধিক টাকার মাছ নিধন হয়ে গেছে। গত রোববার দিবাগত রাতে আলমডাঙ্গা কুমারী ইউনিয়নের শ্যামপুরে হাজী সাইদুল ইসলামের পুকুরে এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে পুকুর মালিক হাজী সাইদুল ইসলাম জানান, গত ২৪ আগস্ট স্থানীয় এক প্রতিবেশীর সাথে ঝগড়া হয় তাঁর। ওই প্রতিবেশী জনসম্মুখে তাকে বিভিন্ন ধরণের ক্ষতি করার হুমকি দেন। এই ঝগড়া হওয়ার চারদিন পরে এ ঘটনা ঘটে। সেই প্রতিবেশী ক্ষতি করেছে বলে সাইদুল ইসলাম সাংবাদিকদের জানান। দুই বিঘা আয়তনের এই পুকুরটিতে ৩-৪ বছরের পুরানো মাছও ছিল, প্রতিটি মাছের ওজন গড়ে প্রায় ৪-৫ কেজি এবং প্রতিটি মাছের খাদ্যের জন্য গড়ে প্রায় ৫৭ টাকা করে প্রতিদিন ব্যয় করা হতো বলে পুকুর মালিক জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৫-৬ কেজি ওজনের শত শত মাছ ভাসতে দেখে মিজানুর রহমান লাল্টু পুকুরের তত্ত্বাবধায়ক খোরশেদ আলম খোকাকে খবর দিলে সে তৎক্ষণাৎ আলমডাঙ্গায় অবস্থানরত পুকুর মালিক হাজী সাইদুল ইসলামকে জানান এবং সাইদুল ইসলাম আলমডাঙ্গা থানা পুলিশকে সংবাদ দিলে এসআই ইউসুফ আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রত্যক্ষদর্শীদের ভাষ্যসহ, ক্ষতিগ্রস্ত পুকুর মালিক হাজী সাইদুল ইসলামের জবানবন্দি নেন এবং শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছিল।