ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গার শালিকায় দুটি পানবরজে চুরি, কৌশলে পালালো চোর

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
  • / ৪১ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার শালিকায় দুটি পানবরজে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে ওই ঘটনা ঘটেছে। এ ঘটনায় শালিকা গ্রামের মাঝের পাড়ার ইদ্রিস আলীর ছেলে মানিক হোসেন (২৮) ও একই পাড়ার নেকছেদ আলীর ছেলে তালেবুর হোসেনকে পান চুরির সময় হাতেনাতে ধরা পড়ে। পরে দুপুরে জুমার নামাজ পড়ার করা বলে পালিয়ে যায় ওই দুই চোর।
স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক হোসেন মাদকাসক্ত। সে এর আগে ও এমন ধরনের কাজ কয়েকবার করেছে। এর আগে গ্রাম্য শালিস ডাকলে মানিক হোসেনের পরিবারের সদস্যরা পালিয়ে যায়। এসময় গ্রামের লোকজন পান চোর মানিককে প্রশাসনের কাছে ধরিয়ে দেবার জন্য সিদ্ধান্ত নেয়, না হলে সে এভাবেই বিভিন্ন লোকের পান বরজে পান চুরি করবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গার শালিকায় দুটি পানবরজে চুরি, কৌশলে পালালো চোর

আপলোড টাইম : ০৮:৫৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার শালিকায় দুটি পানবরজে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে ওই ঘটনা ঘটেছে। এ ঘটনায় শালিকা গ্রামের মাঝের পাড়ার ইদ্রিস আলীর ছেলে মানিক হোসেন (২৮) ও একই পাড়ার নেকছেদ আলীর ছেলে তালেবুর হোসেনকে পান চুরির সময় হাতেনাতে ধরা পড়ে। পরে দুপুরে জুমার নামাজ পড়ার করা বলে পালিয়ে যায় ওই দুই চোর।
স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক হোসেন মাদকাসক্ত। সে এর আগে ও এমন ধরনের কাজ কয়েকবার করেছে। এর আগে গ্রাম্য শালিস ডাকলে মানিক হোসেনের পরিবারের সদস্যরা পালিয়ে যায়। এসময় গ্রামের লোকজন পান চোর মানিককে প্রশাসনের কাছে ধরিয়ে দেবার জন্য সিদ্ধান্ত নেয়, না হলে সে এভাবেই বিভিন্ন লোকের পান বরজে পান চুরি করবে।