ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গার রামদিয়া-কায়েতপাড়ায় কর্মী সভায় আসাদুল হক বিশ্বাস

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
  • / ২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের কায়েতপাড়া বাজারে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় কায়েতপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস।

প্রবীণ আওয়ামী লীগ নেতা আলী হোসেন মাস্টারের সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা কৃষক লীগের সহসভাপতি আক্তারুজ্জামান, সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল আলিম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য তানভীর আহমেদ জনি ও আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রাসেল।

আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমানের পরিচালনায় এ সভায় আরও উপস্থিত ছিলেন খাসকররা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহসভাপতি গোলাম রসূল, আনিসুর জামান মাস্টার, কৃষক লীগ নেতা আমিরুল ইসলাম, খায়রুল ইসলাম, মিজানুর রহমান, গোলাম রহমান, আব্দুস সাত্তার মহর, যুবলীগ নেতা গোলাম মোস্তফা, হাফিজ, মসিউর রহমান, মোস্তাফিজুর রহমান, আনোয়ার হোসেন, আব্দুস সাত্তার, আব্দুর মালেক, জিয়াউর রহমান প্রমুখ।

কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন একটি সোনার বাংলার। তিনি এ দেশের মানুষের সুখের কথা ভেবেছেন। এই বাংলার মানুষের জন্য তিনি ২৩ বার কারাবরণ করেছেন। আজ বাংলাদেশ স্বাধীন। বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তাঁর সুযোগ্য উত্তরসূরী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্ন আমাদের বাস্তবায়ন করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তুলতে হবে। আমাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে। সেই অপশক্তির বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। যেকোনো প্রকার ষড়যন্ত্র আমরা প্রতিরোধ করে তুলব। আপনারা সংগঠিত হন। সজাগ থাকেন।

এসময় তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, এই রামদিয়ায় আওয়ামী লীগের শক্ত অবস্থান আছে এবং থাকবে। এই রামদিয়ায় ব্যরিস্টার বাদল রশিদের জন্ম। তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। এই এলাকার যারা প্রকৃত আওয়ামী লীগের মানুষ, তারা আজ অনেকটাই বঞ্চিত। কেন বঞ্চিত, সেটি আপনাদেরই ভেবে দেখতে হবে। নিজেদেরকে শক্ত করে তুলতে হবে। আওয়ামী লীগে আসা সুবিধাভোগী নব্যরা প্রকৃত আওয়ামী লীগের মানুষকে চেপে রাখতে পারবে না।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গার রামদিয়া-কায়েতপাড়ায় কর্মী সভায় আসাদুল হক বিশ্বাস

আপলোড টাইম : ০৮:০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক: দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের কায়েতপাড়া বাজারে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় কায়েতপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস।

প্রবীণ আওয়ামী লীগ নেতা আলী হোসেন মাস্টারের সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা কৃষক লীগের সহসভাপতি আক্তারুজ্জামান, সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল আলিম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য তানভীর আহমেদ জনি ও আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রাসেল।

আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমানের পরিচালনায় এ সভায় আরও উপস্থিত ছিলেন খাসকররা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহসভাপতি গোলাম রসূল, আনিসুর জামান মাস্টার, কৃষক লীগ নেতা আমিরুল ইসলাম, খায়রুল ইসলাম, মিজানুর রহমান, গোলাম রহমান, আব্দুস সাত্তার মহর, যুবলীগ নেতা গোলাম মোস্তফা, হাফিজ, মসিউর রহমান, মোস্তাফিজুর রহমান, আনোয়ার হোসেন, আব্দুস সাত্তার, আব্দুর মালেক, জিয়াউর রহমান প্রমুখ।

কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন একটি সোনার বাংলার। তিনি এ দেশের মানুষের সুখের কথা ভেবেছেন। এই বাংলার মানুষের জন্য তিনি ২৩ বার কারাবরণ করেছেন। আজ বাংলাদেশ স্বাধীন। বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তাঁর সুযোগ্য উত্তরসূরী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্ন আমাদের বাস্তবায়ন করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তুলতে হবে। আমাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে। সেই অপশক্তির বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। যেকোনো প্রকার ষড়যন্ত্র আমরা প্রতিরোধ করে তুলব। আপনারা সংগঠিত হন। সজাগ থাকেন।

এসময় তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, এই রামদিয়ায় আওয়ামী লীগের শক্ত অবস্থান আছে এবং থাকবে। এই রামদিয়ায় ব্যরিস্টার বাদল রশিদের জন্ম। তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। এই এলাকার যারা প্রকৃত আওয়ামী লীগের মানুষ, তারা আজ অনেকটাই বঞ্চিত। কেন বঞ্চিত, সেটি আপনাদেরই ভেবে দেখতে হবে। নিজেদেরকে শক্ত করে তুলতে হবে। আওয়ামী লীগে আসা সুবিধাভোগী নব্যরা প্রকৃত আওয়ামী লীগের মানুষকে চেপে রাখতে পারবে না।