ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গার বেলগাছিতে নির্বাচনী সহিংসতায় একজন জখম

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ০৯:১৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
  • / ৪২ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় একজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে বেলগাছি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী  আমিরুল ইসলাম মণ্টুর সমর্থককে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেন অন্য এক স্বতন্ত্র প্রার্থী মাহামুদুল হাসান চঞ্চলের সমর্থকেরা।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ডামস গ্রামের মৃত আফসার আলীর ছেলে চেয়ারম্যান প্রার্থী মণ্টুর সমর্থক মোহাম্মদ জামাল উদ্দিন আলমডাঙ্গা থেকে বাড়ি ফেরার পথে মাহামুদুল হাসান চঞ্চলের লোকজন তার ওপর হামলা করে রক্তাত্ব জখম করেছে। এসময় চেয়ারম্যান প্রার্থী চঞ্চলের সমর্থক আবদার আলীর ছেলে খোকন আলী, নজরুল খন্দকারের ছেলে ফারুক হোসেন, আব্দুল মজিতের ছেলে বাবু ও তাদের ৮-১০ জন মিলে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেন। রক্তাক্ত জখম অবস্থায় তাকে স্থানীয় লোকজন ও তার পরিবারের লোকজন উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করেন। আলমডাঙ্গা থানা পুলিশ খবর পেয়ে ছুটে আসেন।

বেলগাছি বিট পুলিশে দায়িত্বে থাকা এসআই আমিরুল ইসলাম আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং সহিংসতা বর্জন করে পরিবেশ শান্ত রাখার জন্য সকল প্রার্থীর সমর্থকদের আহ্বান জানান।

এসময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম মণ্টু বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার সমর্থক জামাল উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমি আইনি পদক্ষেপ নেব।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গার বেলগাছিতে নির্বাচনী সহিংসতায় একজন জখম

আপলোড টাইম : ০৯:১৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১

আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় একজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে বেলগাছি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী  আমিরুল ইসলাম মণ্টুর সমর্থককে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেন অন্য এক স্বতন্ত্র প্রার্থী মাহামুদুল হাসান চঞ্চলের সমর্থকেরা।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ডামস গ্রামের মৃত আফসার আলীর ছেলে চেয়ারম্যান প্রার্থী মণ্টুর সমর্থক মোহাম্মদ জামাল উদ্দিন আলমডাঙ্গা থেকে বাড়ি ফেরার পথে মাহামুদুল হাসান চঞ্চলের লোকজন তার ওপর হামলা করে রক্তাত্ব জখম করেছে। এসময় চেয়ারম্যান প্রার্থী চঞ্চলের সমর্থক আবদার আলীর ছেলে খোকন আলী, নজরুল খন্দকারের ছেলে ফারুক হোসেন, আব্দুল মজিতের ছেলে বাবু ও তাদের ৮-১০ জন মিলে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেন। রক্তাক্ত জখম অবস্থায় তাকে স্থানীয় লোকজন ও তার পরিবারের লোকজন উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করেন। আলমডাঙ্গা থানা পুলিশ খবর পেয়ে ছুটে আসেন।

বেলগাছি বিট পুলিশে দায়িত্বে থাকা এসআই আমিরুল ইসলাম আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং সহিংসতা বর্জন করে পরিবেশ শান্ত রাখার জন্য সকল প্রার্থীর সমর্থকদের আহ্বান জানান।

এসময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম মণ্টু বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার সমর্থক জামাল উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমি আইনি পদক্ষেপ নেব।’