ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গার পৃথক স্থানে স্কুলছাত্রীসহ দুজনের আত্মহত্যা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • / ৩৬ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার পৃথক স্থানে বিষপান ও গলাই ফাঁস লাগিয়ে জুলেখা (১৫) নামের এক স্কুলছাত্রী ও ফেরদৌসি খাতুন (৪৩) নামের এক নারী আত্মহত্যা করেছে। জানা গেছে, আলমডাঙ্গার কালিদাসপুর গ্রামের জসিম উদ্দিনের কন্যা আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী জুলেখার ভাইয়ের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে দ্বন্দ্ব হয়। এরই একপর্যায়ে অভিমানে সে গত বৃহস্পতিবার বিষপান করে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

এদিকে, ঘোলদাঁড়ি-পাইকপাড়া আবুল সদ্দারের মেয়ে ফেরদৌসি বেশ কিছুদিন যাবৎ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ ঘরের আড়াই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা জানান, শুক্রবার ফেরদৌসির নানার মিলাদ মাহফিলের আয়োজন করে। মিলাদের সময় তার মা তহুরা খাতুনকে ওই বাড়ি থেকে খালা আনজিরাকে ডাকতে বলে। সে একা বাড়িতে সুযোগ পেয়ে বাড়ির চারদিকের গেট বন্ধ করে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার ঘটনায় আলমডাঙ্গা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গার পৃথক স্থানে স্কুলছাত্রীসহ দুজনের আত্মহত্যা

আপলোড টাইম : ০৯:১৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার পৃথক স্থানে বিষপান ও গলাই ফাঁস লাগিয়ে জুলেখা (১৫) নামের এক স্কুলছাত্রী ও ফেরদৌসি খাতুন (৪৩) নামের এক নারী আত্মহত্যা করেছে। জানা গেছে, আলমডাঙ্গার কালিদাসপুর গ্রামের জসিম উদ্দিনের কন্যা আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী জুলেখার ভাইয়ের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে দ্বন্দ্ব হয়। এরই একপর্যায়ে অভিমানে সে গত বৃহস্পতিবার বিষপান করে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

এদিকে, ঘোলদাঁড়ি-পাইকপাড়া আবুল সদ্দারের মেয়ে ফেরদৌসি বেশ কিছুদিন যাবৎ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ ঘরের আড়াই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা জানান, শুক্রবার ফেরদৌসির নানার মিলাদ মাহফিলের আয়োজন করে। মিলাদের সময় তার মা তহুরা খাতুনকে ওই বাড়ি থেকে খালা আনজিরাকে ডাকতে বলে। সে একা বাড়িতে সুযোগ পেয়ে বাড়ির চারদিকের গেট বন্ধ করে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার ঘটনায় আলমডাঙ্গা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।