ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গার কামালপুরে মা-মেয়েকে পিটিয়ে জখমের অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
  • / ২২ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কামালপুরে কফিল উদ্দিনের বিরুদ্ধে পূর্বশত্রুতার জের ধরে এক নারীর বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত শনিবার দুপুরের দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের কামালপুর গ্রামের ইরাক প্রবাসী কফিল উদ্দীনের স্ত্রী আদরী খাতুনের সাথে একই গ্রামের সফি উদ্দিনের ছেলে ফরজ উদ্দিনের দীর্ঘদিন জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছে। স্বামী ইরাক ও ছেলে সৌদি প্রবাসী হওয়ায় আদরী খাতুন একাই বাড়িতে থাকেন। এ সুযোগে কফিল উদ্দীন বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ কারণে আদরী খাতুন তার নিজ জমিতে মেয়ে ও জামাইয়ের ঘর নির্মাণ করে দিচ্ছেন। ওই জমিতে তার মেয়ে ও জামাই-এর ঘর নির্মাণ না করার জন্য ফজর উদ্দিন হুমকি দিয়ে আসছিল। গত শনিবার দুপুরে ফরজ উদ্দিনের নেতৃত্বে মৃত আব্দুল জলিলের ছেলে সফিউদ্দিন, আলাল উদ্দিন, সফি উদ্দিনের ছেলে মনোয়ার হোসেন, বাবলু হোসেন, আলাল উদ্দিনের ছেলে সোহাগ দিন-দুপুরের অতর্কিত হামলা চালায়। বাড়ি-ঘর ভাঙচুর করতে থাকলে আদরী খাতুন বাধা দিতে গেলে তাকে মারপিট করে। তার ছেলের বউ মিম ঠেকাতে গেলে তাকে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। সে নিজেকে বাঁচাতে চেষ্টা করলে গলায় থাকা ১ ভরি স্বর্ণে চেইন ছিনিয়ে নেন। আদরীর মেয়ে আমেনা রহমান তাদের বাঁচানোর চেষ্টা করলেও তাকে বেধড়ক মারপিট করে। হামলাকারীরা ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করলে আমেনা রহমানকে ধাক্কা দিয়ে ঘরে থাকা বাড়ি নির্মাণের সিমেন্ট কেনার টাকা লুটপাট করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এদিকে এ ঘটনার সময় পরিবারের তিনজনক আহত হলে তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গার কামালপুরে মা-মেয়েকে পিটিয়ে জখমের অভিযোগ

আপলোড টাইম : ০৮:৪৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কামালপুরে কফিল উদ্দিনের বিরুদ্ধে পূর্বশত্রুতার জের ধরে এক নারীর বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত শনিবার দুপুরের দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের কামালপুর গ্রামের ইরাক প্রবাসী কফিল উদ্দীনের স্ত্রী আদরী খাতুনের সাথে একই গ্রামের সফি উদ্দিনের ছেলে ফরজ উদ্দিনের দীর্ঘদিন জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছে। স্বামী ইরাক ও ছেলে সৌদি প্রবাসী হওয়ায় আদরী খাতুন একাই বাড়িতে থাকেন। এ সুযোগে কফিল উদ্দীন বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ কারণে আদরী খাতুন তার নিজ জমিতে মেয়ে ও জামাইয়ের ঘর নির্মাণ করে দিচ্ছেন। ওই জমিতে তার মেয়ে ও জামাই-এর ঘর নির্মাণ না করার জন্য ফজর উদ্দিন হুমকি দিয়ে আসছিল। গত শনিবার দুপুরে ফরজ উদ্দিনের নেতৃত্বে মৃত আব্দুল জলিলের ছেলে সফিউদ্দিন, আলাল উদ্দিন, সফি উদ্দিনের ছেলে মনোয়ার হোসেন, বাবলু হোসেন, আলাল উদ্দিনের ছেলে সোহাগ দিন-দুপুরের অতর্কিত হামলা চালায়। বাড়ি-ঘর ভাঙচুর করতে থাকলে আদরী খাতুন বাধা দিতে গেলে তাকে মারপিট করে। তার ছেলের বউ মিম ঠেকাতে গেলে তাকে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। সে নিজেকে বাঁচাতে চেষ্টা করলে গলায় থাকা ১ ভরি স্বর্ণে চেইন ছিনিয়ে নেন। আদরীর মেয়ে আমেনা রহমান তাদের বাঁচানোর চেষ্টা করলেও তাকে বেধড়ক মারপিট করে। হামলাকারীরা ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করলে আমেনা রহমানকে ধাক্কা দিয়ে ঘরে থাকা বাড়ি নির্মাণের সিমেন্ট কেনার টাকা লুটপাট করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এদিকে এ ঘটনার সময় পরিবারের তিনজনক আহত হলে তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।