ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গার ঐতিহ্যবাহী ঝাঁপান খেলা অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:১৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার শ্রীরামপুরে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী সাপ খেলা। সাপ খেলার পাশাপাশি গ্রামীণ ঐতিহ্যের অন্যতম বাহক সাপ খেলাকে ঝাঁপান খেলাও বলা হয় কোনো কোনো অঞ্চলে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সাপ খেলা প্রতিযোগিতা শুরু হয়, যা চলে বিকেল পর্যন্ত। খেলায় দূর-দূরান্ত থেকে ১৩ জন সাপুড়ে এই সাপ খেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এসময় দেখা মেলে বাহারি রঙের হরেক রকমের শতাধিক সাপ। দীর্ঘদিন পর গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলা দেখতে স্কুলমাঠে ভিড় করে কয়েক হাজার উৎসুক জনতা।
সাপ খেলা প্রতিযোগিতায় সাপকে সর্বোচ্চ উচ্চতায় তুলে প্রথম হয়েছেন ঝিনাইদহ শৈলকুপা উপজেলার চণ্ডিপুরের সবুজ সাপুড়ে, দ্বিতীয় হয়েছেন পাবনার হানিফ সাপুড়ে ও তৃতীয় হয়েছেন ঝিনাইদহ হরিণাকুণ্ডু হরিশপুরের শফি সাপুড়ে। খেলা শেষে তাঁদের হাতে পুরস্কার তুলে দেয় আয়োজক কমিটি। কালিদাসপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মানোয়ার হোসেনের সভাপতিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কালিদাসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম নূরু

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশাদুল হক, কালিদাসপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার হাসিবুল ইসলাম মণ্ডল ও ৭ নম্বর ওয়ার্ড মেম্বার আফিল উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন টিপু সুলতান, আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন, কুলাল মণ্ডল, শিক্ষক ও কবি এম জামিরুল ইসলাম খান জামিল, আনার মুন্সি, শাহিন মুন্সি ও হাকিম মণ্ডল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গার ঐতিহ্যবাহী ঝাঁপান খেলা অনুষ্ঠিত

আপলোড টাইম : ০৪:১৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার শ্রীরামপুরে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী সাপ খেলা। সাপ খেলার পাশাপাশি গ্রামীণ ঐতিহ্যের অন্যতম বাহক সাপ খেলাকে ঝাঁপান খেলাও বলা হয় কোনো কোনো অঞ্চলে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সাপ খেলা প্রতিযোগিতা শুরু হয়, যা চলে বিকেল পর্যন্ত। খেলায় দূর-দূরান্ত থেকে ১৩ জন সাপুড়ে এই সাপ খেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এসময় দেখা মেলে বাহারি রঙের হরেক রকমের শতাধিক সাপ। দীর্ঘদিন পর গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলা দেখতে স্কুলমাঠে ভিড় করে কয়েক হাজার উৎসুক জনতা।
সাপ খেলা প্রতিযোগিতায় সাপকে সর্বোচ্চ উচ্চতায় তুলে প্রথম হয়েছেন ঝিনাইদহ শৈলকুপা উপজেলার চণ্ডিপুরের সবুজ সাপুড়ে, দ্বিতীয় হয়েছেন পাবনার হানিফ সাপুড়ে ও তৃতীয় হয়েছেন ঝিনাইদহ হরিণাকুণ্ডু হরিশপুরের শফি সাপুড়ে। খেলা শেষে তাঁদের হাতে পুরস্কার তুলে দেয় আয়োজক কমিটি। কালিদাসপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মানোয়ার হোসেনের সভাপতিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কালিদাসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম নূরু

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশাদুল হক, কালিদাসপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার হাসিবুল ইসলাম মণ্ডল ও ৭ নম্বর ওয়ার্ড মেম্বার আফিল উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন টিপু সুলতান, আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন, কুলাল মণ্ডল, শিক্ষক ও কবি এম জামিরুল ইসলাম খান জামিল, আনার মুন্সি, শাহিন মুন্সি ও হাকিম মণ্ডল।